বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড

South Kalindipur, Rangamati, 4500 ,Bangladesh
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড is one of the popular Government Organization located in South Kalindipur ,Rangamati listed under Government Organization in Rangamati ,

Contact Details & Working Hours

More about বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড

১৯৪৭ সালে দেশ ভাগের পর তৎকালে রেশম কার্যক্রম শিল্প দপ্তরের অধীনে ন্যস্ত ছিল। ১৯৬১-৬২ সাল থেকে ১৯৭৭ সালের ডিসেম্বর পর্যন্ত রেশম কার্যক্রম ইপসিক/বিসিক-এর আওতায় পরিচালিত হ’ত। এ শিল্পের আরও বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে ১৯৭৭ সালের ২৮ ডিসেম্বর রাষ্ট্রপতির ৬২ নং অধ্যাদেশের মাধ্যমে ‘‘বাংলাদেশ রেশম বোর্ড’’ প্রতিষ্ঠিত হয়। রেশম বোর্ডের প্রধান কার্যালয় রাজশাহীতে স্থাপন ক’রে ১৯৭৮ সালের ২ ফেব্রুয়ারী থেকে কাজ শুরু করে। পরবর্তীতে সময়ের চাহিদার প্রেক্ষিতে রেশম বোর্ডকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের ২০১৩ সনে ১৩ নং আইন বলে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হয়। রেশম উন্নয়ন বোর্ডের মূল উদ্দেশ্য হ’ল- দেশে রেশম চাষ ও শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণ এবং বিকাশের লক্ষ্যে এ শিল্পের সঙ্গে জড়িত জনগোষ্ঠীর কল্যাণ সাধন করা। এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান।

Map of বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড