পিয়ার আলীর মোড়

পিয়ার আলীর মোড় বাজার, গাংজোয়ার, চন্ডিপুর, নওগাঁ।, Par Naogaon, ,Bangladesh
পিয়ার আলীর মোড় পিয়ার আলীর মোড় is one of the popular Business Service located in পিয়ার আলীর মোড় বাজার, গাংজোয়ার, চন্ডিপুর, নওগাঁ। ,Par Naogaon listed under Business service in Par Naogaon ,

Contact Details & Working Hours

More about পিয়ার আলীর মোড়

নওগাঁ শহর থেকে ৬ কি.মি. দক্ষিণে আমাদের এই বাজার। আর এই বাজারের পশ্চিম পার্শ্বে রয়েছে গাংজোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাংজোয়ার উচ্চ বিদ্যালয় ও গাংজোয়ার নূরানী হাফেজিয়া মাদ্রাসা এবং এসবেরই পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে আমাদের ছোট্ট যমুনা নদী। এখান থেকে অটোরিক্সার মাধ্যমে নওগাঁ, চন্ডিপুর বোর্ড বাজার, রানীনগরও ত্রিমোহনী হাটে যাওয়া যায়... এখানে যাকিছু পাওয়া যায়:- ১.এখানে প্রতি শুক্রবারে উন্নত মানের গরু জবাই করা হয়, ২. এখানে দুইটি দোকানে সার্বক্ষণিক পোল্ট্রি মুরগি সুলভ মূল্যে পাওয়া যায়, ৩.এখানে প্রতি শুক্রবার, সোমবারও বৃহস্পতিবার বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়, ৪.এখানে প্রতিদিন বিকাল করে উন্নতমানের নেহারি ও চটপটি পাওয়া যায়, ৫.এখানে পাঁচটি হোটেল রয়েছে যেগুলোতে চা নাস্তাসহ দই মিস্টি ও সকল প্রকার ঠান্ডা পানীয় পাওয়া যায়, ৬.এখানে ছয়টি এ্যালোপ্যাথিক ঔষধের ফার্মেসী রয়েছে, ৭.এখানে দুইটি ওয়েল্ডিং দোকানের মাধ্যমে সারাক্ষণ যাবতীয় ঝালাইয়ের কাজ ... যেমন স্টীলের দরজা, জানালা, ড্রাম , ড্রেসিং টেবিল, আলমারি, সোকেস.. ইত্যাদি কাজ করা হয়, ৮.এখানে নূর জাহান ফার্মেসীতে এ্যালোপ্যাথিক ও ভেটেরিনারি ঔষধসহ সকল প্রকার ফ্লেক্সিলোড, বিক্যাশ, মোবিক্যাশ, ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং, মোবাইলে ওকে ব্যাংকিং, এমক্যাশ, ইউক্যাশ, মাইক্যাশ এবং পি.ডি.বি.ও পল্লী বিদ্যুৎ বিল জমা নেওয়া হয়, ৯.এখানে কসমেটিক্সের যাবতীয় প্রসাধনি সামগ্রীর দোকান রয়েছে, ১০.এখানে সাইকেলের মেকার রয়েছে, ১১.এখানে দুইটি হেয়ার ড্রেসার সেলুন রয়েছে, ১২.এখানে একটি দোকানে কম্পিউটারের মাধ্যমে গান ডাউনলোড, ছবি তোলাসহ মেবাইল সার্ভিসিং করা হয়, ১৩.এখানে একটি দোকানে সার ও কীটনাশক পাওয়া যায়, ১৪.এখানে একটি দোকানে কাঁচা তরি তরকারি ও পান সুপারি পাওয়া যায়, ১৫.এখানে একটি দোকানে টেলিভিশন, টেলিভিশন ট্রলি, প্রেসার কুকার, রাইস কুকার, কারি কুকার, টেবিল ফ্যান এবং বিভিন্ন অনুষ্ঠানের গিফট সামগ্রী পাওয়া যায়, ১৬.এখানে একটি কাঠের ফার্ণিচারের দোকান রয়েছে, ১৭.এখানে একটি দোকানে সার্বক্ষণিক বিভিন্ন অনুষ্ঠানের ডেকোরেটারের যাবতীয়কিছু অতি স্বল্প মূল্যে ভাড়া পাওয়া যায়, ১৮,এখানে একটি স্যানিটারি কারখানা রয়েছে, ১৯,এখানে একটি দোকানে অবসর সময় কাটানোর জন্যে ক্যারাম বোর্ডের ব্যবস্থা আছে এবং ঐ দোকানেই কনছার্ট বক্স ভাড়া পাওয়া যায়, ২০.এখানে একটি দোকানে ছেলে-মেয়ে, ছোট-বড় সবার পছন্দের বিভিন্ন স্টাইলের জুতা- স্যান্ডেল পাওয়া যায়, ২১.এখানে ছয় ছয়টি দোকানের মাধ্যমে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেমন- চাল, ডাল, তেল, বিস্কুট, চানাচুর ইত্যাদি মুদি খানার যাবতীয় কিছু পাওয়া যায় । এক কথায়, এই বাজার হবার দরুণ অত্র এলাকার তথা গাংজোয়ার, চন্ডিপুরও চুনিয়াগাড়ি বাসি নানান রকম সুবিধা ভোগ করতে পারছে।

Map of পিয়ার আলীর মোড়