পবিত্র মাহে রমজান

baharia @পবিত্র মাহে রমজান, Chandpur, 3600
পবিত্র মাহে রমজান পবিত্র মাহে রমজান is one of the popular Religious Organization located in baharia @পবিত্র মাহে রমজান ,Chandpur listed under Religious Organization in Chandpur , Travel & Transportation in Chandpur , Legal in Chandpur ,

Contact Details & Working Hours

More about পবিত্র মাহে রমজান

সাওম বা রোজার নৈতিক শিক্ষা:-


সাওম কেবল আমাদের উপরেই ফরয নয়।বরং পূর্বের সকল নবী-রাসূলগণের উম্মতের উপরও ফরয ছিল।এর মাধম্যে সাওম পালনকারীর আত্মিক উৎকর্ষ সাধিত হয়।সাওমের মাধম্যে মানুষের মনে তাকওয়া বা আল্লাহভীতি ও আল্লাহর প্রতি ভালবায়ায়া সৃস্টি হয়।ক্ষুধা ও তৃঞ্চায় কাতর হয়েও মানুষ মহান আল্লাহর ভালবাসা ও ভয়ে কিছুই পানাহার করে না ও ইন্দ্রিয় তৃপ্তি লাভ করে না।


মহান আল্লাহ তা'আলা বলেন--""তোমাদের উপর সাওম (রোযা) ফরয করা হয়েছে,যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর।যেন তোমরা তাকওয়া (আল্লাহ ভীতি) অর্জন করতে পারো।
---(সুরা আল বাকারা,আয়াত ১৮৩)


মানুষ লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, ক্রোধ-ক্ষোভ ও কামভাবের বশবর্তী হয়ে অনেক মন্দ কাজে লিপ্ত হয়।সাওম মানুষকে এসব কাজ হতে মুক্ত থাকতে শেখায়।সাওম হলো কোন ব্যাক্তি ও মন্দ কাজের মাঝে ঢাল স্বরুপ।


মহানবী হয়রত মুহাম্মাদ (সাঃ) বলেছেন--""সাওম (রোযা) ঢালস্বরুপ।
—(বুখারী ও মুসলিম)


সর্বপোরি সাওম পালনের মাধ্যমে দৈহিক, মানষিক ও আত্মিক প্রশান্তি অর্জিত হয়।

Map of পবিত্র মাহে রমজান