বেহুলার বাসর ঘর

Bangladesh, Bogra, 5800 ,Bangladesh
বেহুলার বাসর ঘর বেহুলার বাসর ঘর is one of the popular Monument located in Bangladesh ,Bogra listed under Local business in Bogra , Historical Place in Bogra ,

Contact Details & Working Hours

More about বেহুলার বাসর ঘর

বগুড়া শহর থেকে ১০কিলোমিটার উত্তরে এবং মহাস্থানগড় থেকে ২কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামের দক্ষিণ-পশ্চিম প্রান্তে গোকুল মেধ অবস্থিত। স্মৃতিস্তুপটি যুগযুগ ধরে অতীতের অসংখ্য ঘটনাবলীর নিদর্শন । এটি বেহুলার বাসর ঘর নামে ব্যাপক পরিচিত। এ বাসর ঘর মেড় থেকে মেদ এবং বর্তমানে পুরার্কীতি নামে পরিচিত। তবে প্রত্নতত্ত্ব বিভাগের মতে আনুমানিক খৃস্টাব্দ সপ্তম শতাব্দি থেকে ১২০০ শতাব্দির মধ্যে এটা নির্মিত। এ স্তুপটি পূর্ব-পশ্চিমে অপেক্ষাকৃত দীর্ঘ এবং ত্রিকোন বিশিষ্ট ১৭২টি কক্ষ, অকল্পনীয় এ কক্ষগুলোর অসমতা এবং এলোমেলো বুনিয়াদ এর বোধগম্যতাকে আরো দুর্বোধ করে তুলেছে। বেহুলার কাহিনী সেনযুগের অনেক পূর্বেকার ঘটনা। বেহুলার বাসরঘর একটি অকল্পনীয় মনুমেন্ট। বর্তমান গবেষকদের মতে এ মনুমেন্ট ৮০৯ থেকে ৮৪৭ খৃস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৈদ্যমঠ। এই স্তুপটিই বাসরঘর নয়। এই স্তুপটির পশ্চিমার্ধে আছে বাসর ঘরের প্রবাদ স্মৃতিচিহ্ন। পূর্বার্ধে রয়েছে ২৪ কোন বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ একটি বাথরুম। উক্ত বাথরুমের মধ্যে ছিল ৮ ফুট গভীর একটি কুপ আছে।

Map of বেহুলার বাসর ঘর