ভোলা, বাংলাদেশ

Bhola, Bhola, 8300 ,Bangladesh
ভোলা, বাংলাদেশ ভোলা, বাংলাদেশ is one of the popular City located in Bhola ,Bhola listed under City in Bhola , Public places in Bhola , Island in Bhola ,

Contact Details & Working Hours

More about ভোলা, বাংলাদেশ

গাঙ্গেয় অববাহিকার নিম্নাঞ্চলে অবস্থিত দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। এর আয়তন ৩,৪০৩.৪৮ বর্গ কিলোমিটার। উত্তর পশ্চিমে বরিশাল, উত্তর পূর্বে লক্ষ্মীপুর, পূর্বে নোয়াখালী জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পটুয়াখালী জেলা ও তেঁতুলিয়া নদী। সমুদ্র সমতল থেকে এর গড় উচ্চতা প্রায় ১২ ফুট । মেঘনা তেঁতুলিয়া বিধৌত বঙ্গোপসাগরের উপকূলে জেগে উঠা প্রায় ৯০ মাইল দৈর্ঘ্য ও ২৫ মাইল প্রস্থবিশিষ্ট এ ভূ-খন্ডে প্রধানত ধান,সুপারি ও নারিকেল উৎপাদিত হয়। এ নৈস্বর্গিক দ্বীপ জেলায় মূল্যবান প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদ দেশের জন্য আশানুরূপ সুফল বয়ে আনার প্রত্যাশা রাখে । ভোলার মেঘনা তেঁতুলিয়ায় উৎপাদিত রূপালী ইলিশ এ অঞ্চলের চাহিদা মিটিয়ে দেশের অন্যান্যজেলায় এমনকি বিদেশেও রপ্তানী করা হচ্ছে । এ ছাড়াও রয়েছে অনিন্দ্য সুন্দরদৃশ্য সম্বলিত চর কুকরী মুকরী, ঢালচর, লতার চর ও চর নিজামসহ বহু চর যা হতে পারে পর্যটনের জন্য আকর্ষনীয় স্থান।

Map of ভোলা, বাংলাদেশ