Ad-din Hospital

2, Boro Maghbazar, Dhaka, 1217 ,Bangladesh
Ad-din Hospital Ad-din Hospital is one of the popular Medical School located in 2, Boro Maghbazar ,Dhaka listed under Hospital/clinic in Dhaka ,

Contact Details & Working Hours

More about Ad-din Hospital

সবার সাধ্যের মধ্যে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছানোর ব্রত নিয়ে আদ্‌-দ্বীন হাসপাতালের জন্ম। হাসপাতালের মাধ্যমে মহিলা ও শিশুদের স্বাস্থ্য সেবা দেওয়া সংস্থা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এই হাসপাতলের প্রধান লক্ষ্য হলো দেশের সকল ধর্ম-বর্ণের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে সংস্থা স্বাস্থ্য সেবার আওতায় এনে মৃত্যু এবং অসুস্থতা হার কমাতে সাহায্য করা। আদ্‌-দ্বীন হাসপাতাল মূলতঃ মহিলা ও শিশুদের স্বাস্থ্য সেবার জন্য পরিচিত হলেও ২০০৮ সাল থেকে ঢাকা ও যশোর শাখায় পুরুষ রুগীদের চিকিৎসা সেবার কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, যশোর শহরে ১৫ রেল রোডের টিনের একটি দো-চালা বাড়িতে ১৯৮৫ সালের ৩ মার্চ আদ্‌-দ্বীন হাসপাতালের প্রথম শাখার কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে ১৯৯৭ সালের ১ নভেম্বর ঢাকায় এবং ১৯৯৯ সালের ১ নভেম্বর কুষ্টিয়ায় আদ্‌-দ্বীন হাসপাতালের আরো দু’টি শাখা চালু হয়। এছাড়া ২০০৩ সালের ২১ ফেব্রুয়ারী যশোর পুলেরহাটে প্রস-াবিত ৪০০ শয্যা বিশিষ্ট আদ্‌-দ্বীন হাসপাতাল এবং ২০০৪ সালের ১ সেপ্টেম্বর খুলনার বয়রাতে প্রস-াবিত আরো একটি শাখার প্রাথমিক কার্যক্রম শুরু হয়। আদ্‌-দ্বীন হাসপাতাল ঢাকা শাখায় স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা, শিশু ও নবজাতক, নবজাতক আইসিইউ, মেডিসিন, হৃদরোগ, গ্যাস্ট্রোএন্টারোলজী, জেনারেল সার্জারী, শিশু সার্জারী, ইউরোলজী, অর্থোপেডিক্স, চক্ষু, দন-, নাক-কান-গলা, চর্ম ও ফিজিওথেরাপী বিভাগ রয়েছে। যশোর শাখায় রয়েছে স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা, শিশু ও নবজাতক, চক্ষু এবং দন- বিভাগ। কুষ্টিয়া শাখায় স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা, শিশু, চক্ষু এবং দন- বিভাগ রয়েছে। এছাড়া সকল শাখায় প্যাথলজি, মাইক্রোবায়োলজী, বায়োকেমিস্ট্রি, আল্ট্রাসনোগ্রাফী এবং এক্স-রে বিভাগ রয়েছে। শুধুমাত্র ঢাকা শাখায় ইসিজি, ইকোকার্ডিওগ্রাফী, কলপোস্কপী ও এন্ডোসকপি করানোর সুযোগ এবং ব্লাড ব্যাংক রয়েছে।

প্রাথমিক পর্যায়ে বহির্বিভাগে মহিলা ও শিশুদের শুধুমাত্র সাধারণ চিকিৎসা এবং অন্তবিভাগে শুধুমাত্র অপুষ্ট শিশুদের সেবাদানের মাধ্যমে আদ্‌-দ্বীন হাসপাতাল, ঢাকা শাখার কার্যক্রম শুরু হয়। ২ বড় মগবাজার, ঢাকায় হাসপাতালটির অবস্থান। উল্লেখ্য, আশির দশকে এই হাসপাতালটি যুরাজ্যের সেভ দি চিলড্রেন কর্তৃক পরিচালিত ৬০ শয্যা বিশিষ্ট একটি শিশু পুষ্টি কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পরে সেভ দি চিলড্রেন কর্তৃপক্ষ এটি পরিচালনার সকল দায়িত্বভার আদ্‌-দ্বীন এর উপর ন্যস্ত করে। এই কেন্দ্রটিকে ১৯৯৭ সালের ১ নভেম্বর দোয়া অনুষ্ঠানের মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে আদ্‌-দ্বীন হাসপাতাল নামে উদ্বোধন করা হয়। ২০০৮ সাল থেকে এখানে মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় বর্তমানে এই হাসপাতালটি আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল নামে পরিচিতি লাভ করেছে।
সমপ্রসারণ
১৯৯৮ সালে সম্পূর্ণ নিজস্ব খরচে নতুন আঙ্গিকে বহির্বিভাগ ও অন্ত বিভাগ পুনঃপ্রতিষ্ঠা করা হয়। রুগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়া এবং সেবার পরিধি বাড়ার ফলে পরবর্তীকালে হাসপাতাল সংলগ্ন এলাকায় জমি ক্রয়ের মাধ্যমে বহির্বিভাগ ও অন্ত বিভাগের ব্যাপক সমপ্রসারণ করা হয়। ২০০২ সালের ৬ জুন সমপ্রসারণকৃত নতুন অন্ত বিভাগ এবং ২০০৪ সালের ৩০ ডিসেম্বর ৬তলা বিশিষ্ট নতুন বহির্বিভাগ ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এছাড়া এই হাসপাতালে রয়েছে ৫টি ফার্মেসী, উপমা নামে ১টি হস-শিল্পের শো-রুম, উৎস নামে ১টি ডিপার্টমেন্টাল স্টোর এবং মায়ের ছোঁয়া নামে একটি রুচিসম্মত ক্যাফেটরিয়া।

Map of Ad-din Hospital