Alo Resort - Sajek Valley

Sajek Valley, Khagrachari,
Alo Resort - Sajek Valley Alo Resort - Sajek Valley is one of the popular Ski Resort located in Sajek Valley ,Khagrachari listed under Ski Resort in Khagrachari , Tour Agency in Khagrachari ,

Contact Details & Working Hours

More about Alo Resort - Sajek Valley

সাজেক আলো রির্সোট এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম।

সাজেকে বেড়াতে এলে কোথায় থাকবেন ?
----------------------------------------------------
পরিবার পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার আগে যে বিষয়টি খুব বেশী ভাবি বা চিন্তা করি তা হলো নিরাপত্তা। এছাড়াও হোটেল/ রির্সোট নির্বাচন করতে গিয়ে ভাবতে হয় হোটেল সেবার মান ও লোকেশন নিয়ে। আপনার এই সব চিন্তা, দুচিন্তা দূর করতে এবং সাজেক ভ্রমণকে নিরাপদ, র্নিবিঘœ ও আনন্দময় করে আপনাকে বা আপনার টিমকে পুরোপুরি প্রফুল্ল রাখতে সাজেক, রুইলুই পর্যটন এলাকায় আছে প্রথম বেসরকারী উদ্যোগে র্নিমিত

আলো রির্সোট।
-------------------
আমাদের রির্সোটের রুমগুলো পর্যটকদের চাহিদা এবং ভৌগলিক অবস্থানগত দিক বিবেচনা করে বানানো ও সাজানো হয়েছে। আমাদের রয়েছে দক্ষ স্টাফ, যাদের অকøান্ত সেবায় আপনার সাজেক ভ্রমণ হয়ে উঠবে আনন্দময় এবং সাশ্রয়ী। আমরা আপনার পরিবার-পরিজন ও বন্ধুÑবান্ধবদের মনোমুগ্ধকর ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সাজেক প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি। এর নৈসর্গিক সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। দিগন্ত বিস্তÍৃত বিশাল সাজেক পাহাড়। এই সব দিগন্ত বিস্তৃত পাহাড়ে মাঝে মাঝে মেঘের আনাগোনা যা আপনাকে মুগ্ধ করবেই। সুদূর পূর্বদিকে ভারতের মিজোরাম প্রদেশ যেখানে সারি সারি পাহাড়-পর্বত পরিবেষ্ঠিত দৃশ্য যা দেখে প্রতিটি মানুষকে আন্দোলিত করে। রাতের বেলার দৃশ্য সে এক অনুভূতি! মিটিমিটি করে আলো জ¦লছে যেন জোনাকি পোকার লুকোচুরি খেলা যা না দেখে ভাষায় বর্ণনা করা কঠিন। বর্ষাকালে দৃশ্য সে এক অভূতপূর্ব মনে হয় যেন মহাসাগরের কোন্ এক তীরবর্তী জায়গায় আমরা বসবাস করছি। মনে হয় যেন, মেঘের লুকোচুরির খেলায় বাংলাদেশ ও ভারত একাকার হয়ে গেছে।
রুইলুই পর্যটন এলাকা হতে কংলাক পাহাড় পর্যন্ত ভ্রমণ আপনাদের সুবিধার্থে আমরাই সহযোগিতা করতে পারি। যেখানে আপনি একসঙ্গে অনেকগুলো দর্শনীয় স্থান দেখার সৌভাগ্য হবে। সাজেক ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে বর্ষা এবং শীত মৌসুম। এই দুই ঋতুতে আপনার সাজেক ভ্রমণের স্বার্থকতা থাকবে। সাজেক ছাড়াও আপনারা খাগড়াছড়ি জেলায় নি¤œলিখিত দশর্নীয় স্থানসমূহ পরিদর্শন করতে পারবেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলার দর্শনীয় স্থানসমূহ ঃ
১। খাগড়াছড়ি সদরে অবস্থিত জেলা পরিষদ হর্টিকালচার পার্ক ও ঝুলন্ত ব্রিজ।
২। খাগড়াছড়ি সদর থেকে ১০ কি.মি. দূরে আলুটিলা গুহা, পর্যটন কেন্দ্র ও রিসাং ঝর্ণা।
৩। খাগড়াছড়ি সদর থেকে রাঙামাটির পথে নুনছড়ি দেবতা পুকুর।
৪। খাগড়াছড়ি সদর থেকে দীঘিনালার পথে কৃষি গবেষণা কেন্দ্র।
৫। খাগড়াছড়ি সদর থেকে পানছড়ি ইউনিয়ন সদরে অবস্থিত শান্তিপুর অরণ্য কুটির।
৬। খাগড়াছড়ি থেকে সাজেক, রুইলুই যাওয়ার পথে হাজাছড়া ঝর্ণা।
৭। খাগড়াছড়ি বাজারের পাশের্^ অবস্থিত শত বছরের প্রাচীনতম য়ংড বৌদ্ধ বিহার।

আলো রির্সোটে রুম বুকিং এর নিয়মাবলী ঃ
১. কমপক্ষে ২ সপ্তাহ বা ১ মাস (বিশেষ করে পর্যটন মৌসুমে) আগে নির্দিষ্ট ফোন নাম্বারে যোগাযোগ করে রুম বুকিং করতে হবে। রুম বুকিং এর জন্য যোগাযোগের নাম্বার- ০১৮৬৩-৬০৬৯০৬
২. রুম কনফারমেশনের জন্য রুম ভাড়া বাবদ ৫০% পরিশোধ করতে হবে। অগ্রীম পরিশোধের জন্য বিকাশ নাম্বার- ০১৮৬৭-৯১৬৪৭০ (চবৎংড়হধষ ঘঁসনবৎ)।
৩. অগ্রিম পরিশোধ ছাড়া কোন রুম নিশ্চিত করা হয়েছে বলে গণ্য করা হবে না।
৪. যারা রির্সোটের ব্যবস্থাপনায় যেতে আগ্রহী তাদেরকে অবশ্যই অগ্রীম জানাতে হবে এবং আলোচনা সাপেক্ষে পরে উল্লেখিত বিকাশ নাম্বারে অ্যাডভান্স ৫০% (অফাধহপব) করতে হবে।
৫. হরতাল বা বিশেষ কোন অস্থিতিশীল পরিস্থিতি বা ব্যক্তিগত বা পারিবারিক সমস্যাজনিত কারণে রুম বুকিং তারিখ পরির্বতনযোগ্য। অন্যথায় রুম বাতিল বলে গণ্য হবে না।
৬. রুম বুকিং নিশ্চিত করার পর কোন ব্যক্তি বা দল অন্যত্র থাকতে চাইলে সেক্ষেত্রে সম্পূর্ণ ভাড়া(ভঁষষ ঢ়ধুসবহঃ) দিতে হবে।
আমাদের রিসোর্ট এর নিয়মাবলী ঃ
১. কক্ষে প্রবেশের সাথে সাথে রেজিষ্টারে নাম, ঠিকানা ও মোবাইল নং সহ যাবতীয় তথ্যাবলী লিপিবদ্ধ করতে হবে এবং রুম ভাড়া পরিশোধ করতে হবে।
২. কক্ষে রক্ষিত সকল প্রকার জিনিসপত্র যতœসহকারে ব্যবহার করুন এবং কোন জিনিসপত্র ব্যবহারকালীন সময়ে নষ্ট হলে তা ব্যবহারকারীকেই অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে;
৩. কক্ষের ভিতর কোন প্রকার মাদক বা নেশা জাতীয় দ্রব্য সেবন করা যাবে না;
৪. মূল্যবান মালামাল বা জিনিসপত্র নিজ দায়িত্বে রাখতে হবে, হারানো গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না;
৫. কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিত বহিরাগত কাউকে নিয়ে কক্ষে প্রবেশ করা যাবে না;
৬. কক্ষ ত্যাগের পূর্বে ব্যবহার্য জিনিসপত্র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মীকে বুঝিয়ে দিতে বাধ্য থাকবেন;
৭. পানি ব্যবহারের ক্ষেত্রে মিতব্যয়ী হউন;
৮. রিসোর্ট এর সকল মালামাল, সম্পত্তি সংরক্ষনে সহযোগিতা করুন;
৯. রাত ১০ টার মধ্যে অবশ্যই কক্ষে প্রবেশ করতে হবে এবং এরপর আর কোন প্রকার হট্টগোল করা যাবেনা যা পারিপার্শিক পরিবেশের জন্য ক্ষতি করে;
১০. চেক ইন সকাল ৯টা হতে সন্ধ্যা ৭টা এবং চেক আউট দুপুর ১২টা;
১১. আপনার সহযোগিতার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মীর সাথে যোগাযোগ করুন।

Map of Alo Resort - Sajek Valley