Anowara

Chittagong, Chittagong, 4376 ,Bangladesh
Anowara Anowara is one of the popular Local Business located in Chittagong ,Chittagong listed under Local business in Chittagong , Tours & Sightseeing in Chittagong , County in Chittagong , State in Chittagong ,

Contact Details & Working Hours

More about Anowara

আনোয়ারা চট্টগ্রাম জেলার একটি উপজেলা।

আনোয়ারা উপজেলার মোট এলাকা ১৭৩.৫৩ বর্গ কিলোমিটার। এর উত্তরে পটিয়া, দক্ষিণে বাঁশখালী, পূর্বে চন্দনাঈশ উপজেলা, এবং পশ্চিমে চট্টগ্রাম শহরের বন্দর থানা অবস্থিত। উল্লেখযোগ্য বনভুমি: দেয়াং পাহাড়। কর্ণফুলী ও সাঙ্গু এখানকার প্রধান নদী।
হযরত শাহ্‌ মোহছেন আউলিয়া (রাঃ) এর পূণ্যভূমি, কর্ণফুলী নদীর তটে ও দেয়াং পাহাড়ের পাদদেশে শস্য-শ্যামল ঐতিহাসিক আনোয়ারা উপজেলা। চট্টগ্রাম জেলা শহরের অতি নিকটবর্তী এই আনোয়ারা উপজেলা। সংযোগ সেতু কর্নফুলী ৩য় ব্রিজ।

প্রশাসনিক অঞ্চল:

আনোয়ারা উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদ, ৭৮টি মৌজা, এবং ৭৮টি গ্রাম রয়েছে।ইউনিয়নগুলো হচ্ছে ।
যথাঃ আনোয়ারা, বারখাইন, বারসত, বুরুমছড়া, বটতলী, চাতারী, হাইলধর, পারইকোড়া, রায়পূর, জুইদণ্ডি

ইতিহাস:

ব্রিটিশ শাসনামলে ১৮৭৬ সালে আনোয়ারা থানা প্রতিষ্ঠিত হয়। উপকূলীয় এই থানার নামকরণের ইতিহাস সর্বজনবিদিত নয়। জনশ্রুতি, আনারা নামে এক মগ রাজা এই থানার অধিকর্তা ছিলেন। পরে লোকমুখের উচ্চারণে এটি আনোয়ারায় পরিণত হয়। ১৯৮৩ সালে আনোয়ারা থানা উপজেলায় উন্নীত হয়।

জনসংখ্যার উপাত্ত:

মোট লোক সংখ্যা (২০০১ সালে আদমশুমারি): ২,৩৯,৫৯৬ জন। পুরুষ ১,২২,৭৩৮ ও মহিলা ১,১৬.৮৩৮ জন।

শিক্ষা:

শিক্ষার হার শতকরা ৫৫ জন।
সরকারি প্রাথমিক বিদ্যালয় : ৮৮
রেজিঃ প্রাথমিক বিদ্যালয় : ১৪
কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় : ০৮
কিন্ডার গার্টেন্ড : ১৬
মাধ্যমিক বিদ্যালয় : ২৩
স্কুল এন্ড কলেজ : ০২
নিম্ন মাধ্যমিক বিদ্যালয় : ০১
মাদ্রাসা : ১১
কলেজ : ০২
কারিগরী কলেজ : ০১

অর্থনীতি:

প্রধান কৃষি ফসল ধান, আলু এবং বিভিন্ন ধরনের তরিতরকারী।
শিল্প কল-কারখানা: চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সি.ইউ.এফ. এল) ও কাফকো (কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানী) সার কারখানা।

দর্শনীয় স্থান:

বটতলীতে হযরত শাহ মোহছেন আউলিয়া (রাঃ) এর মাজার, বেসরকাররি পর্যটন ওয়ান্ডার গার্ডেন, হিলটপ পার্ক, দেয়াং পাহাড়, রুস্তমহাট, সরেঙ্গায় বন বিভাগের বনাঞ্চল, বন্দরে মেরীন একাডেমী, কাফকো, সিইউএফএল, পুরাতন আবহাওয়া অফিস, বটতলীতে বিমান বাহিনীর রাডার স্টেশন, রায়পুরে বাতিঘর, পারকীর সমুদ্র সৈকত ও ঝাউবন, পশ্চিম চালে আকবরী মসজিদ ও ষোলকাটাকয় ছুরুত বিবির মসজিদ, পরৈকোড়ার যোগেশ প্রসন্ন কুমারের জমিদার বাড়ি, মনুমিয়া-মলকা বানুর স্মৃতি বিজড়িত মনু মিয়ার মসজিদ ও দিঘী, পূর্ব পাড়া পুরান বাতিঘর, অপরূপ প্রকৃতির অপূবৃ সুন্দর পারকী সৈকত

কৃতী ব্যক্তিত্ব:

মামনুল উল আলম , বিশ্ববিখ্যাত টেবিল টেনিস খেলোয়াড়।(কাফকো) অনেজ চৌধুরী, বিশ্ববিখ্যাত টেবিল টেনিস খেলোয়াড়।(কাফকো) আদহাম আরিক রহমান , বিশ্ববিখ্যাত টেবিল টেনিস খেলোয়াড়।(কাফকো) আহনাফ আকিফ রহমান , বিশ্ববিখ্যাত টেবিল টেনিস খেলোয়াড়।

Map of Anowara