Bailey Road - নাটক স্বরণী

Dhaka, ,Bangladesh
Bailey Road - নাটক স্বরণী Bailey Road - নাটক স্বরণী is one of the popular Public & Government Service located in ,Dhaka listed under Public places in Dhaka , Workplace & Office in Dhaka ,

Contact Details & Working Hours

More about Bailey Road - নাটক স্বরণী

রমনা পার্কের পুর্ব পাশ থেকে মন্ত্রী পাড়ার মাঝেখান দিয়ে যে রাস্তাটি সোজা পশ্চিমে শান্তিনগরের দিকে চলে গেছে সেটিই বেইলি রোড। এক সময় নাটক সরণি হিসাবেই ধরা হত এই রোডকে। সাংস্কৃতিক পরিমণ্ডলে এর গুরুত্বও ছিল অপরিসীম। বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিদের পদচারণায় এই সরণি হয়ে উঠত অন্যতম সরনীর একটি। এটাকে কেন্দ্র করে অনেকের স্বপ্ন আবর্তিত হত।

কালের বিবর্তনে বেইলি রোড এখন গুলশান, বনানী, ধানমণ্ডির পরই ঢাকার অভিজাত এলাকার তালিকায়। বেইলি রোডের আভিজাত্য আগের মতোই অটুট আছে বটে; কিন্তু হারিয়ে গেছে ‘নাটকপাড়া’ খ্যাতি। এখন বেইলি রোডকে বলা যায় ফাস্টফুড লেইন। অন্তত ৩০টি ফাস্টফুডের দোকান রয়েছে এই রাস্তায়। বর্তমানে এলাকাটি নাটক জন্য নয় বরং ভিড় জমে আড্ডা আর মুখরোচক খাবারের জন্য। মহিলা সমিতি থেকে শান্তিনগর মোড়ের দিকে এগুলে প্রথমেই যে ফাস্টফুডের দোকানটি নজরে আসবে তা হল লিনচিন চাইনিজ রেস্টুরেন্ট। আর দশ পা এগুলে কেএফসি, বিপরীত দিকে বুমারস ক্যাফে, বেকার কেক অ্যান্ড পেস্ট্রি ও সুইস কেক। কেএফসি থেকে ১৫ কদম সামনে এলে দেখতে পাবেন ৪ তলা ভবনের নিচতলায় গোল্ডেন ফুড, জলপিয়া বার্গার, সসেজ, ডমিনাস পিজ্জা, দোতলায় হেলভেশিয়া ফাস্টফুড; তারও ওপরে গার্ডেন ওয়াসিস রেস্টুরেন্ট। আনসার ক্যাম্পের পাশে আছে বেইলি হাট, যা কাবাবের জন্য প্রসিদ্ধ। শুধু যে ফাস্টফুড তা কিন্তু নয়, এখানে আছে মামা পেঁয়াজু নামে সিঙ্গারা, সমুচার দোকান, আর আছে একটি পিঠাঘর।

Bailey road is a well-known thoroughfare in Dhaka, the capital city of Bangladesh. It is a classic road in Dhaka. It runs through Shantinagar, connecting the Kakrail-Ramna road with the Siddheshwari junction. It is generally regarded as one of the classier areas of the city. The bailey road is considered as two distinct roads, one after another, they are the new baily road and the Baily road. The new Baily road is well recognized for its famous theatres, numerous boutiques, shops, schools, fast foods, restaurants and various hangout places. The other Baily road is reputable because of the officers club, Foreign Service academy and homes of ministers, officers and government officials. Bailey Road was featured in a song of the same name by Ayub Bachchu, lead singer of the popular rock band LRB. Bailey Road was officially renamed Natok Soroni (Theater Street), in recognition of the road's contributions to performing arts in the capital.

Bailey Road was named in honor of Sir Steuart Colvin Bayley, Lieutenant-Governor of Bengal from 1879-1882. However, in recognition of Bailey Road’s importance to the theatre community of Dhaka, on 26 August 2005 the Mayor of Dhaka, Sadek Hosen Khoka, announced that the name of the road would change to Natok Soroni, meaning "Theater Road". Theater personalities present during the name changing ceremony were Sayed Ahmed, Liakat Ali Lucky, M Hamid, Ramendu Majumdar and Mamunur Rashid.

Ramna was a forest like area during the British rein. Initially, Charles dos, the magistrate of Dhaka was responsible for its development. He transformed that area into a race course and garden, where the high class and rich people of that time used to visit. At 1840 developed into a small town. Gradually people started building houses at the north side of Ramna. In 1859 surveyor general divided Ramna into two different parts, and they are the Ramna plains and the race course. Government tried to modify the Ramna plains and turn it into the new capital city. He wanted to achieve this by building roads through 100 acre of Greenland. Beside the roads where several great buildings made for the residence of higher officials such as governor, justice, council members, secretary and division heads. Coming back from the scenes of Mughal Empire, even today Ramna has remained as one of the most notable and sophisticated areas. Baily road which lies between Ramna is also one the most prominent and prestigious road in Dhaka.

Map of Bailey Road - নাটক স্বরণী