BloodinfoBD.com

Gulshan, Dhaka, 1212
BloodinfoBD.com BloodinfoBD.com is one of the popular Nonprofit Organization located in Gulshan ,Dhaka listed under Blood Bank in Dhaka , Non-profit organization in Dhaka ,

Contact Details & Working Hours

More about BloodinfoBD.com

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
অনলাইন ব্লাড ব্যাংক www.bloodinfobd.com এর পক্ষ থেকে আপনাকে সু-স্বাগতম।
মানুষ মানুষের জন্য.....
জীবন জীবনের জন্য.....
একটু সহানুভূতি কি.....
মানুষ পেতে পারে না.....!
মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামীন মানুষকে তাঁর প্রতিনিধি করে মূলতঃ মানুষের কল্যাণের নিমিত্তে এ পৃথিবীতে পাঠিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র আল-কুরআনে মানুষকে উদ্দেশ্য করে বলেছেন,
كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ
You are the best community that ever emerged for humanity:
অর্থাৎ “তোমরাই সর্ব্বোত্তম জাতি। তোমাদেরকে মানুষের কল্যানে সৃষ্টি করা হয়েছে।” (সূরা: আল-ইমরান, আয়াত-১১০)
মহান আল্লাহ্ আরও বলেন,
وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا
and he who saves a life shall be as if he had given life to all mankind.
অর্থাৎ “যে কেউ কোন এক ব্যক্তির জীবন রক্ষা করলো, সে যেন গোটা মানবজাতির জীবন রক্ষা করল।” (সূরা: আল-মায়েদা, আয়াত-৩২)
মানব রক্তের কোন বিকল্প হয় না - রক্তদানে জীবন বাঁচে। মানুষ মানুষের জন্য যত অবদান রাখতে পারে তার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল রক্তদান। স্বাস্থ্য বিজ্ঞানীদের মতে, রক্ত দেয়া স্বাস্থ্যের জন্যে উপকারি শুধু নয়, রক্ত দিলে একজন মানুষ মুক্ত থাকতে পারেন বেশ কয়েকটি মারাতœক রোগের ঝুঁকি থেকে। সুতরাং রক্তদান নিজেকে সুস্থ রাখার পাশাপাশি অপরের জীবনকেও রক্ষা করে। এক গবেষণায় দেখা যায় যে, বাংলাদেশে প্রতিদিন প্রায় ৩০,০০০ (ত্রিশ হাজার) ব্যাগ রক্তের প্রয়োজন হয়। এই প্রয়োজন পূরণে দেশে অনেকগুলি সামাজিক সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গড়ে উঠেছে অনেক ব্লাড ব্যাংক। যেগুলিতে রক্ত সংরক্ষনের ব্যবস্থা রয়েছে। এতকিছুর মাঝেও প্রশ্ন রয়েছে রক্তের মান ও বিশুদ্ধতা নিয়ে। সেজন্য প্রয়োজন এমন একটি প্রতিষ্ঠান যারা তাৎক্ষনিকভাবে ফ্রেশ ও বিশুদ্ধ রক্তের যোগান দিয়ে এ সমস্যার সমাধান দেবে।
আমাদের স্বাতন্ত্র্য :
আমরা প্রচলিত অর্থে ব্লাড ব্যাংক নই। আমাদের সদস্যগণরাই স্ব-স্ব ব্লাড ব্যাংক। অর্র্থ্যাৎ আমরা স্বেচ্ছা-রক্তদাতাদের তথ্য সংরক্ষনকারী একটি প্রতিষ্ঠান বা অনলাইন ডাটাবেইজ। বলতে পারেন, এটি একটি সম্পূর্ণ ক্রিয়েটিভ নিউ কনসেপ্ট। এখানে দেশের যে কোন স্থান থেকে যে কোন ব্যক্তি অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে তার তথ্যাদি প্রদান করে আমাদের সদস্য হতে পারেন। আবার দেশের যে কোন প্রান্ত থেকে যে কোন সময়ে রক্তের প্রয়োজন পূরণে আমাদের তাৎক্ষণিক সহয়োগিতা নিতে পারবেন। আমাদের কাছে আপনার সমস্যাটাই বড়। আমাদের কল সেন্টার দেশবাসীর সেবায় ২৪ ঘন্টা প্রস্তুত বয়েছে। তাহলে আসুন, আর দেরী নয়। আজই আমাদের অনলাইন সার্ভিস গ্রহন করে মানবকল্যাণে নিজেকে নিবেদিত করতে www.bloodinfobd.com এর সদস্য হই এবং অন্যদেরকেও উৎসাহিত করি।
নিবেদক
কতৃপক্ষ
ব্লাড ইনফরমেশন বিডি

Map of BloodinfoBD.com