eNation Dot IT

Hamid Mansion (GF), AladutPur, Narail Sadar, Narail, Narail, 7500 ,Bangladesh
eNation Dot IT eNation Dot IT is one of the popular Internet Service Provider located in Hamid Mansion (GF), AladutPur, Narail Sadar, Narail ,Narail listed under Internet/software in Narail , Internet Service Provider in Narail ,

Contact Details & Working Hours

More about eNation Dot IT

বর্তমানে আউটসোর্সিং মার্কেটগুলোতে বাংলাদেশের অবস্থান প্রথমদিকে। বাংলাদেশি তরুণেরা যেমন ঘরে বসে লাখ টাকা আয় করছেন তেমনি বহিবিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিচ্ছেন। কিন্তু নির্দিস্ট গাইড লাইন বা পথ না জানা থাকার কারনে আমাদের দেশের অনেকেই আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করতে পারছে না। আর এই সমস্যার কথা মাথায় রেখেই eNation dot IT এর উদ্যগে হতে যাচ্ছে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং স্কলারশিপ কোর্স-

• আমাদের আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং স্কলারশিপ কোর্সটিতে যা যা থাকছেঃ
১। অনলাইন মার্কেট প্লেস পরিচিতি এবং এদের মধ্যে পার্থক্য।
২। ফ্রিল্যান্সিং কি এবং কি কি ধরনের কাজ কি পরিমানে আছে
৩। ফ্রিল্যান্সিং করার জন্য কি কি প্রয়োজন এবং কিভাবে প্রস্তুতি নিবেন।
৩। কাজ করার ক্ষেত্র এবং ভিবিন্ন কাজ সম্পর্কে ব্যাসিক ধারনা।
৪। ফটো এডিটিং এর উপর ব্যাসিক ধারনা দেওয় হবে।
৫। আপনার জন্য উপযুক্ত কাজের ক্ষেত্র খুঁজে বের করা।
৬। মানি ট্রান্সফার পদ্ধতি ও অনলাইন ব্যাংকিং এর নিয়ম।
৭। কাজের জন্য অ্যাপ্লাই এবং কাজ পাওয়ার পদ্ধতি।
৮। প্রোফাইল ১০০% ভাগ যেভাবে সম্পন্ন করবেন।
৯। গুগোল এডসেন্স কি এবং এর মাধ্যমে আয়ের উপায়।
১০। ব্যাসিক এইচটিএমএল স্ট্রাকচার এবং ভিবিন্ন এইচটিএমএল ট্যাগ।
১১। প্রোফাইল এর পোর্টফোলিও পেজটি যেভাবে পরিপুর্ন করবেন।
১২। কভার লেটার এবং ওয়ার্ক সাবমিশন করার পদ্ধতি।
১৩। ব্লগস্পট সাইট বা নিজের ওয়েব-সাইটের মাধ্যমে যেভাবে আয় করবেন।
১৪। এসইও কি, এসইও কতপ্রকার ও কি কি।
১৫। অন-পেজ এসইও কি এবং কিভাবে করবেন।
১৬। odesk ও freelancer এর বিভিন্ন অংশের পরিচিতি।
১৭। elance এবং fivre এর উপর বিশেষ ক্লাস।
১৮। মার্কেট প্লেসে কাজ করার শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয়।

• আমাদের আউটসোর্সিং এর উপর স্কলারশিপ প্রোগ্রামটিতে যে সকল সুবিধা থাকছেঃ
• যোগ্যতা অনুশারে বিশেষ স্কলারশিপ থাকছে প্রথম পাঁচ জনের জন্য।
• প্রতিটি ক্লাসের ভিডিও অনলাইন স্ট্রিমিং এর মাধ্যমে আরকাইভ আঁকারে প্রদান করা হবে।
• প্রাকটিস করার জন্য প্রয়োজনীয় সোর্স ফাইল। প্রয়োজনীয় সকল সফটওয়্যার।
• প্রয়োজনীয় ক্লাসের লেকচার শীট নোট আঁকারে দেওয়া হবে।
• প্রতিটি ক্লাসে প্রজেক্টর এবং ওয়াইট বোর্ড এর সাহায্য নেওয়া হবে।
• লাইভ প্রজেক্টে কাজ করানোর মাধ্যমে বাস্তব কাজের অবিজ্ঞতা শেয়ার করা হবে।

Map of eNation Dot IT