Institute of Development Education and Achievment

Khorki Pirbari, Jessore, 7400
Institute of Development Education and Achievment Institute of Development Education and Achievment is one of the popular Organization located in Khorki Pirbari ,Jessore listed under School in Jessore , Organization in Jessore , College & University in Jessore ,

Contact Details & Working Hours

More about Institute of Development Education and Achievment

IDEA কী এবং কেন?
=========================================================

Institute of Development, Education and Achievement (IDEA)

মানুষ যা ভাবতে পারে, চিন্তা করতে পারে, বিশ্বাস করতে পারে- তা অর্জন করতে পারে! প্রয়োজন শুধু এই বিশ্বাস কে কর্ম কৌশলে রুপান্তর করা, কর্ম কৌশলকে দক্ষতায় রুপান্তর করা আর অর্জিত জ্ঞানকে প্রজ্ঞায় রুপান্তর করা। তবেই নিশ্চিত হবে উন্নয়ন, হাতের মুঠোই আসবে কাঙ্ক্ষিত অর্জন। এই মূলমন্ত্রে বিশ্বাস করেই IDEA এর জন্ম। মূলতঃ স্থানীয় সম্পদ সদ্ব্যবহারের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন, যথাযথ শিক্ষণ পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন প্রদানে IDEA একটি অনন্য প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। IDEA বিশ্বাস করে শিক্ষার্থীদের অন্তর্নিহিত সৃজনশীল আইডিয়া-ই বদলে দিতে পারে লাখো জীবন। আনতে পারে কাঙ্ক্ষিত সাফল্য।

IDEA- Development
.....................................

IDEA বিশ্বাস করে- উন্নয়ন পিপাসু মানুষের আশেপাশেই ছড়িয়ে আছে উন্নয়নের প্রয়োজনীয় উপকরণ। আপাত অ-যত্নে পড়ে থাকা উন্নয়ন উপকরণসমূহের যথাযথ লালনে IDEA সমন্বয়কের ভূমিকা পালন করে। IDEA- Development এর আওতায় প্রস্তাবিত প্রকল্পগুলো হলো।
• IDEA- হস্তশিল্প
• IDEA- কারুশিল্প
• IDEA- বুনন শিল্প
• IDEA- যুব উন্নয়ন
• IDEA- বনায়ন ইত্যাদী

IDEA- Education
..................................

যথাযথ শিক্ষণ পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন ও আলোকিত মানুষ গড়ে তুলতে IDEA-Education প্রতিজ্ঞাবদ্ধ। কোমলমতি শিশু থেকে বিদ্যালয়ের দুরন্ত কৈশর, তারন্যদীপ্ত কলেজ জীবন কিংবা স্বপ্নের মর্যাদাপূর্ন চাকুরীর প্রত্যাশা- সবই যেন গতানুগতিক শৃংখলে বাধা। IDEA-Education বিশ্বাস করে, শৃংখলাই শৃংখল মুক্তির পথ। তাই শিক্ষায় সাফল্যে প্রয়োজন আন্তরিক প্রচেষ্টা, পরিবেশ, শৃংখলা, সহজকৃত কৌশল এবং যথাযথ কান্ডারী- দক্ষ শিক্ষক। IDEA-Education হলো এই সব কিছুর নান্দনিক সংমিশ্রন।
IDEA-Education এর আওতায় প্রস্তাবিত প্রকল্পগুলো হলো-

• IDEA- BCS
• IDEA- JOB
• IDEA- HSC
• IDEA-SSC
• IDEA- JSC
• IDEA- PSC
• IDEA- SPOKEN ENGLISH

IDEA- BCS
....................

বর্তমান শিক্ষাপদ্ধতি, পাঠক্রমের সাথে চাকুরীর পরীক্ষার পদ্ধতি ও বিষয়বস্তু সম্পূর্ণ পৃথক। আর সে কারণে একজন শিক্ষার্থীকে আলাদা ভাবে চাকুরীর পরীক্ষায় উত্তীর্ণ হতে দীর্ঘ প্রস্তুতি নিতে হয় যা হতে হয় পরিকল্পিত ও বিস্তারিত। পেশাগত জীবনে মর্যাদাপূর্ন অবস্থান, সামাজিক ও আর্থিক নিরাপত্তা তাই যেন সোনার হরিণ। ভবিষ্যত বিনির্মানের প্রতিযোগিতায় নিজের অবস্থান সুদৃঢ় করে তুলতে শিক্ষার্থীরা যতটা না সচেতন, তার চেয়ে বেশি বিভ্রান্ত। পারিপার্শ্বিক ব্যার্থতার পরাবৃত্ত আর কাল্পনিক ভয়কে সাথী করে বিসিএস সোনার হরিনের স্বপ্ন দেখার সাথে সাথে তাই মনের বাঘও হানা দেয় স্বপ্ন হত্যায়। উদ্বেগ, উৎকন্ঠা আর বেকারত্বের অভিশাপ তাই হয়ে উঠে নিত্যসঙ্গী। ধৈর্য, দৃঢ় মনোবল আর অক্লান্ত পরিশ্রমই একমাত্র মুক্তির উপায়।
গতানুগতিক কোচিং সেন্টারের ধারণাকে ভেঙ্গে দিয়ে IDEA গড়ে তুলেছে Learning Centre. IDEA-BCS মানে গৎ বাধা Lecture sheet নির্ভর একঘেয়ে শিক্ষকের কথার ফুলঝুরি আর আকাশ কুসুম স্বপ্ন দেখানো বাহারি বিজ্ঞাপন নয়। IDEA-BCS মানে নিজেকে নিজেই গড়তে পারার অল্প একটু সহযোগিতা আর যথাযথ পথ নির্দেশনা। IDEA বিশ্বাস করে, BCS এর পথ যাদের চেনা, যাদের স্বপ্ন সফল হয়েছে তারাই যদি স্বপ্ন দেখায় তবে স্বপ্ন আর অধরা থাকতে পারে না। তাই IDEA-BCS এর প্রতিটি ক্লাস সম্মানিত বিসিএস ক্যাডার কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয়। তাই IDEA-ই IDEA-BCS Learning Centre এর বৈশিষ্ট্য, IDEA নিজেই নিজের বিশেষত্ব।

IDEA -Achievement
...................................

সাফল্যের short-cut কোন পথ নেই। জীবনের কাঙ্ক্ষিত অর্জনেরও তাই কোন সুনির্দিষ্ট Grammar নেই। কিন্তু সফল মানুষদের জীবন-যাপনের (অতিত কি বর্তমান) আছে কিছু সাধারণ বৈশিষ্ট্য। IDEA বিশ্বাস করে, এই সাধারণ বৈশিষ্ট্যের যথাযথ লালন ও নিজ জীবনে এগুলোর যথাযথ পরিচর্যা আপাত- সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে। IDEA-Achievement এর আওতায় নিয়মিত পরিচালিত হয় ‘সফল যারা কেমন তারা?‘ প্রোগ্রাম, যেখানে পেশাগত জীবনে সফল ব্যক্তিদের সাথে সাফল্য প্রত্যাশীদের আন্তরিক মিথস্ক্রীয়ার মাধ্যমে ঘটে স্বপ্ন ও সম্ভবনার যথাযথ লালন।

IDEA সংক্রান্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ
০১৯৭২-৯১৯১৯৩
০১৯৭৩-৯১৯১৯৩

Map of Institute of Development Education and Achievment