Iqra Darul Quran Cadet Madrasah

House-5 Road-8 Block-C Section-10, Mirpur, 1216 ,Bangladesh
Iqra Darul Quran Cadet Madrasah Iqra Darul Quran Cadet Madrasah is one of the popular School located in House-5 Road-8 Block-C Section-10 ,Mirpur listed under Education in Mirpur , School in Mirpur ,

Contact Details & Working Hours

More about Iqra Darul Quran Cadet Madrasah

আল্লাহ রাব্বুল আলামিন এ বিশ্বপরিমন্ডল সৃষ্টি করে মানুষকে তাঁর প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আর তাঁর প্রতিনিধিত্বের দায়িত্ব পালনের জন্য মানুষকে দিয়েছেন জ্ঞান ও বিবেক। সুপ্ত ও বিবেককে জাগ্রত করতে হলে চাই আল্লাহ প্রদত্ত জ্ঞানের অবাধ চর্চা ও নিবিড় অনুশীলন। আল্লাহ বলেন-পড় তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং এ পড়াটি যদি আল্লাহর নামে না হয়ে কোন অলিক জড়বাদী ও বস্তুবাদী ধারনার ভিত্তিতে হয় তাহলে জ্ঞানের যে সংজ্ঞা প্রতিষ্ঠিত ও সার্বজনীন তা ব্যাহত হবে। যেমন, বলা হয় “ Education is the harmonious development of body, mind and soul" শরীর, মন ও আত্মার সুসামঞ্জস্য বিধানই শিক্ষা।

শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। আর শিক্ষার জন্য প্রয়োজন যুগোপযোগী সিলেবাস, উপযুক্ত পরিবেশ এবং উন্নত পাঠদান পদ্ধতি। ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জনের একমাত্র মাধ্যম হল ইসলাম শিক্ষা। বর্তমানে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সাধারণ এবং মাদরাসা শিক্ষা এ দু’ভাগে বিভক্ত। সাধারণ শিক্ষাব্যবস্থাকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে যুগোপযোগী করার প্রচেষ্টা চলছে প্রতিনিয়তই। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, মাদরাসা শিক্ষাব্যবস্থায় বর্তমান শিক্ষাদান পদ্ধতিতে পরিচালিত কোন আধুনিক প্রতিষ্ঠান নেই বললেই চলে। অপরদিকে এ শিক্ষাব্যবক্ষায় কুরআন-সুন্নাহভিত্তিক কারিকুলাম থাকা সত্ত্বেও আধুনিক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির অপ্রতুলতার কারণে অভিভাবকগণ তাদের সন্তানদের মাদরাসায় ভার্তি করতে আগ্রহী হন না। অথচ কুরআন-সুন্নাহভিত্তিক মাদরাসা শিক্ষাব্যবস্থা থেকেই বেরিয়ে এসেছিলেন অঙ্কশাস্ত্রের অন্যতম বিষ্ময় আল খাওয়ারেজমী, দার্শনিক ইমাম গাজ্জালী, ঐতিহাসিক ইবনে খালদুন, চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনাসহ অসংখ্য মনীষী।

তাই একবিংশ শতাব্দীর জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতায় অবদান রাখতে মাদরাসা শিক্ষাব্যবস্থার উন্নতি সাধন এবং এ শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করার বিকল্প নেই। আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সঃ) এমন একদল সুশিক্ষিত আদর্শ নাগরিক তৈরি করেছিলেন, যারা সফলতার সাথে বিশ্ব পরিচলনার দায়িত্ব পালন করেছেন। মাদরাসা শিক্ষাকে আধুনিক ও সকলের নিকট গ্রহনযোগ্য করে গড়ে তুলে ইসলামের মৌলিক সৌন্দর্য ছড়িয়ে দিয়ে বাংলাদেশকে বিশ্বসভায় মাথা উচু করে দাঁড়ানোর লক্ষ্যে সৎ ও যোগ্যতাসম্পন্ন নাগরিক তৈরীর দৃঢ় প্রত্যয়ে ২০১১ খ্রিস্টাব্দ থেকে ইকরা দারুল কুরআন ক্যাডেট মাদরাসার পদযাত্রা। মহান আল্লাহ আমাদের মহতী উদ্যোগকে কবুল করুন-আমীন।

Map of Iqra Darul Quran Cadet Madrasah