Jagdal High School,Panchagarh

Address, Panchagarh, 5000 ,Bangladesh
Jagdal High School,Panchagarh Jagdal High School,Panchagarh is one of the popular High School located in Address ,Panchagarh listed under School in Panchagarh , High School in Panchagarh ,

Contact Details & Working Hours

More about Jagdal High School,Panchagarh

অত্র বিদ্যালয়টি বাংলাদেশের সর্ব উত্তরে
হিমালয় কন্যা জেলা পঞ্চগড় এর সদর
উপজেলার, জেলা সদর হতে প্রায় ৯ কিঃ মিঃ
উত্তরে পঞ্চগড়ে তেঁতুলিয়া এশিয়ান হাইওয়ের
পাশে তিন দিকে তরুঘেরা বেষ্টিত মনোরম
পরিবেশে জগদল নামক স্থানে অবস্থিত।
বিদ্যালয়ের সামনে একটি বিশাল খেলার মাঠ
রয়েছে যাহা পঞ্চগড় সদর উপজেলার ‘ঘ’
সাবজোন হিসাবে পরিচিত। প্রতিষ্ঠানটি অত্র
এলাকার সর্ব উত্তরের মানুষের ঐকান্তিক
পরিশ্রমে ও সার্বিক সহযোগিতায় ১৯৬৪ সালে
স্থাপিত হয়। কয়েক বছর পর ১লা জানুয়ারী
১৯৬৮ইং সালে প্রতিষ্ঠানটি উচ্চ বিদ্যালয়
হিসাবে স্বীকৃতি লাভ করে। দীর্ঘদিন সরকারী
সুযোগ সুবিধা পেয়ে ১৯৮৫ সালে এম.পি.ও ভুক্ত
হয় এবং ১৯৬৯ সালে প্রথম এস.এস.সি পরীক্ষায়
অংশগ্রহন করে। বিগত স্বাধীনতা যুদ্ধে জগদল
যুদ্ধ ক্ষেত্র হওয়ায় বিদ্যালয়টি নিঃচিহ্ন হয়ে
যায় এবং পাক হানাদারদের আবাস স্থল
হিসাবে ব্যবহার হয়। স্বাধীন হওয়ার পর পুনরায়
অত্র এলাকার জন সাধারণ ও সরকারের
সহযোগিতায় প্রতিষ্ঠানটি পুনরায় দাঁড়িয়ে
যায়। বর্তমানে বিদ্যালয়টিতে মানবিক ও
বিজ্ঞান বিভাগ চালু রয়েছে। প্রতিষ্ঠানটিতে
ষষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত ছাত্র/
ছাত্রীর সংখ্যা পাচ শতাধিক। প্রতিষ্ঠানটি
দক্ষ ম্যনেজিং কমিটি ও অভিজ্ঞ শিক্ষক
মণ্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে।
জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষার ফলাফল
সন্তোষজনক প্রতিষ্ঠানটি ২০১০ সাল হতে
জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষা কেন্দ্র
হিসাবে চালু রয়েছে। প্রতিষ্ঠানটি বিগত
কয়েক বছর ধরে প্রাক প্রাথমিক ও প্রাথমিক
শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্র হিসাবে
ব্যবহার হচ্ছে। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর
উন্নতির জন্য সরকারের সু-দৃষ্টি কামনা করছি।
Copyright@ http://jagdalhighschool.edu.bd

Map of Jagdal High School,Panchagarh

OTHER PLACES NEAR JAGDAL HIGH SCHOOL,PANCHAGARH