Jamia Mohammadia Darus Sunnah

Kulaura, 3230 ,Bangladesh
Jamia Mohammadia Darus Sunnah Jamia Mohammadia Darus Sunnah is one of the popular Mosque located in ,Kulaura listed under Education in Kulaura , Mosque in Kulaura ,

Contact Details & Working Hours

More about Jamia Mohammadia Darus Sunnah


প্রতিষ্ঠানের নাম : জামিয়া মুহাম্মদিয়া দারুস সুন্নাহ

ঠিকানা : আহমদাবাদ ,৩ নং ওয়ার্ড , কুলাউড়া পৌরসভা ,মৌলভীবাজার,৩২৩০

প্রতিষ্ঠাতা মুহতামিম : হযরত মাওলানা হাফিজ ফয়জুর রহমান রহ.

বর্তমান মুহতামিম : হাফিজ মাওলানা মাহমুদুর রহমান ইমরান

প্রতিষ্ঠাকাল : ২০০৫ সালের ১৩ নভেম্বর।
জামিদাতা গন

জনাব মরহুম হাজী তছির আলী রহ.।

জনাব হাজী আছদ উল্লাহ ।

জনাব হাজী আব্দুল খালিক সাহেব ।

জনাব আব্দুর রহমান সাহেব ,লন্ডন প্রবাসী।

জনাব হাজী আফরুজ মিয়া (আফরুজ) ও বেগম হাজী মুহিবুন নেছা ২তলা বিল্ডিং সহ উত্তরবাজারে একখন্ড জমি।

মতাদর্শ : আহলে সুন্নাত ওয়াল জামাত ও সালফে সালিহীনের অনুসারী।
লক্ষ-উদ্দেশ্য

মুসলিম শিশুদের শুরুতেই ইসলামি শিক্ষার আলোকে লালিত-পালিত হওয়ার সুযোগ সৃষ্টি করা।

ইসলামী রীতিনীতি ও চালচলনে অভ্যস্ত করে গড়ে তোলা।

জাতি ও জগতের সেবার জন্য সুযোগ্য কারী,হাফিয,আলেম,মুফতি,মুহাদ্দীস,মুফাসসির,লেখক,প্রচারক তথা দ্বীনে দায়ী তৈরি করা।

সাহাবায়ে কেরাম ও সালাফে সালিহীনদের ভাবধারা,আক্বীদা-বিশ্বাস,আমল-আখলাকে সুযোগ্য উত্তরাধিকারী তৈরী পরিবেশ গড়ে তোলা।

সকল প্রকার ঈমান-ইসলাম বিরোধী কার্য্যকলাপ প্রতিরোধে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া।

আল্লাহবিমূখ জনতাকে আল্লাহমুখী করতে প্রচেষ্টা অব্যাহত রাখা।

প্রতিষ্ঠাকালিন জামিয়া : প্রাথমিক ভাবে হিফজ বিভাগ দ্বারা জামিয়ার কার্যক্রম শুরু হয়।

বর্তমান অবস্থা : পর্যায়ক্রমে নুরানী বিভাগ ও কিতাব বিভাগ চালু করা হয় ।বর্তমানে হিফজ বিভাগ,নূরানী বিভাগ ও হেদায়াতুন নাহু পর্যন্ত কিতাব বিভাগের কার্যক্রম চলছে।
শিক্ষা বোর্ড

জামিয়া বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ)অন্তর্ভূক্ত।তাছাড়া আঞ্চলিক বোর্ড আজাদ দীনি এদারা সিলেট বিভাগ ,তানযীমুল মাদারিসিল আরাবিয়্যাহ মৌলভীবাজার ও তানযীমুল মাদারিস লি তাহফিজীল কুরআনিল কারীম শিক্ষা বোর্ডের অধীনে কয়েকটি ক্লাশের ফাইন্যাল পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জামিয়ার বৈশিষ্ট

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজ দ্বারা হিফজ বিভাগ পরিচালিত

অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা নুরানী বিভাগ ও মিযান – হেদায়াতুন নাহু জামাত

নিয়মিত ডায়েরি সংরক্ষণ

নিরিবিলি ও মনোরম পরিবেশে আবাসিক ব্যবস্থা

নূরানী পদ্ধতিতে জরুরী মাসায়েল শিক্ষাদান

শিক্ষার পাশাপাশি আদব-আখলাক ও চরিত্র গঠনের ব্যবস্থা

আবাসিক ছাত্রদের রুচিসম্মত খাবার পরিবেশন

গরীব, অসহায় মেধাবী ছাত্রদের ফ্রী থাকা- খাওয়ার ব্যবস্থা।

আয়ের উৎস : জামিয়ার সম্পূর্ণ কার্যক্রম দ্বীন দরদী মুসলিম ভাই বোনদের দান খয়রাতের মাধ্যমে পরিচালিত হয়।
ব্যায়র খাত সমুহ

জামিয়ার ফান্ড ২টি ।জেনারেল ও গোরাবা ফান্ড । জেনারেল ফান্ড থেকে শিক্ষক বেতন,বিল,নির্মান ইত্যাদি কাজে ব্যয় হয়।গোরাবা ফান্ড হতে গরীব ছাত্রদের খানা,বই খাতা কলম ,কাপড়,চিকিৎসা খাতে ব্যয় হয়।

Map of Jamia Mohammadia Darus Sunnah