Lalmonirhat Govt. Technical School & College

Mission More,Lalmonirhat,Bangladesh, Lalmonirhat, 5500 ,Bangladesh
Lalmonirhat Govt. Technical School & College Lalmonirhat Govt. Technical School & College is one of the popular School located in Mission More,Lalmonirhat,Bangladesh ,Lalmonirhat listed under Technical Institute in Lalmonirhat , School in Lalmonirhat , High School in Lalmonirhat ,

Contact Details & Working Hours

More about Lalmonirhat Govt. Technical School & College

Welcome to The Lalmonirhat Technical School and College

লালমনিরহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন প্রতিষ্ঠান। এটি লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ের সন্নিকটে (ভোকেশনাল মোড়) ২,৭৫ একর জমিতে ১টি প্রশাসনিক ভবন, ৩তলা বিল্ডিংসহ ৩টি একাডেমিক ভবন, ৪টি ওয়ার্কশপ, ১টি মেইন স্টোর এবং ৬টি আবাসিক ভবন নিয়ে জেলার একমাত্র সরকারি কারিগরি এ প্রতিষ্ঠানটি লালমনিরহাট ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট (ভিটিআই) নামে ২টি ট্রেড/বিভাগে ১৯৭৮ সাল থেকে ১৯৯৪ পর্যন্ত ১ বছর মেয়াদী কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষা দিয়ে আসছিল। পরবর্তীতে আরও ২টি ট্রেড/বিভাগ বৃদ্ধি করে ১৯৯৫ সাল থেকে সাধারণ শিক্ষার সমমানের এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম চালু করা হয়। এরই ধারাবাহিকতায় এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমও চালু করা হয়। ২০০৪ সালে সরকার এ প্রতিষ্ঠানটিকে লালমনিরহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএসসি) এ উন্নীত করে।

History

১৯৭৩ সালে আরডিআরএস (Rangpur Dinajpur Rehabilitation Service - RDRS) কর্তৃক কারিগরি প্রশিক্ষণ সেন্টার হিসেবে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। ১৯৭৮ সালের ৩১ জানুয়ারী আরডিআরএস (Lutheran World Federation - Rangpur Dinajpur Rehabilitation Service - RDRS) কর্তৃক জনবল, জমি , অবকাঠামো (ভবন, ওয়ার্কশপ, আবাসিক), মেশিনারীসহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় কে হস্তান্তর করে। শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তর এ প্রতিষ্ঠানটিকে লালমনিরহাট ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট (ভিটিআই) নামে ২টি ট্রেড/বিভাগে (মেশিনিষ্ট ও ফার্ম মেশিনারী) ১ বছর মেয়াদী কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছে। পরবর্তীতে আরও ২টি ট্রেড/বিভাগ (ইলেক্ট্রিক্যাল ও বিল্ডিং মেইন্টেন্যান্স) বৃদ্ধি করে ১৯৯৫ সাল থেকে সাধারণ শিক্ষার সমমানের এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম চালু করা হয়। এরই ধারাবাহিকতায় এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমও চালু করা হয়। ২০০৪ সালে সরকার এ প্রতিষ্ঠানটিকে ইন্টারমেডিয়েট কলেজে উন্নিত করে লালমনিরহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএসসি) নামে নামকরণ করে। ২০০৫ সাল থেকে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমে দ্বিতীয় শিফট চালু করা হয়।

Map of Lalmonirhat Govt. Technical School & College