Md Faizus Sazzad

122, Kazi Nazrul Islam Avenue, Dhaka, 1000
Md Faizus Sazzad Md Faizus Sazzad is one of the popular Health & Wellness Website located in 122, Kazi Nazrul Islam Avenue ,Dhaka listed under Health & Wellness Website in Dhaka ,

Contact Details & Working Hours

More about Md Faizus Sazzad

ডাঃ মোঃ ফাইজুস সাজ্জাদ একজন হৃদরোগ চিকিৎসক, সার্জন, ইনভেন্টর, রিসার্চার, বুক ও রিভিউ রাইটার, টিচার ও ট্রেনার । মিনিমালি ইনভেসিভ হার্ট সার্জারি, হার্ট ভাল্ভ সার্জারি, হার্ট ফেইলর সার্জারি ও ভেনট্রিকুলার এসিসট ডিভাইস তার প্রধান আগ্রহের কেন্দ্র।

দীর্ঘ দিন তিনি সিঙ্গাপুর, ইন্ডিয়া, জাপান ও স্কটল্যাল্যান্ডে উচ্চতর প্রশিক্ষণ গ্রহন করেন। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাস্পাতালে "ক্লিনিক্যাল রিসার্চ ফেলো" হিসাবে কর্মরত ছিলেন।

ডাঃ সাজ্জাদ একজন ইনভেন্টর। ২০১৬ সালে, তার আবিষ্কৃত "সার্জিকাল রিটরাকটর ডিভাইসটি" ইউ এস পেটেন্ট এজেন্সিতে তালিকাভুক্ত হয়। হার্ট অপারেশান এ নতুন যুগের সূচনায় এ যন্ত্র ব্যবহৃত হবে বলে চিকিৎসকরা মনে করেন।

২০০৫ সালে তিনি ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে চাকুরী শুরু করেন। দেশের স্বনামধন্য কার্ডিয়াক সার্জন ডাঃ লুতফর রাহমান এর সাথে প্রায় ৪ বছরের অধিক সময় সার্জিকাল সহযোগী হিসাবে কর্মরত ছিলেন। এই সময়ে তিনি প্রায় দুই হাজার হার্ট অপারেশান এর সঙ্গে যুক্ত ছিলেন। ওপেন হার্ট সার্জারি, বাইপাস, বিটিং হার্ট অপারেশান, ব্লাডলেস বাইপাস, প্লাটিনাম বাইপাস বা টোটাল আরটারই রিভাসকুলারাইজেশান ইত্তাদি অপারেশানে তিনি এসময় দক্ষ হয়ে ওঠেন ।

২০০৭ সালে তিনি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে মাস্টার্স অব সার্জারি, কার্ডিও-থোরাসিক সার্জারি কোর্সে ভর্তি হন। এই কোর্সের অংশ হিসাবে তিনি শহীদ সোহরাওয়ার্ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে "জেনেরাল সার্জারি" তে প্রশিক্ষণ গ্রহন করেন। এই সময় তিনি জাতীয় হৃদরোগ হাসপাতাল (এন আই সি ভি ডি), জাতীয় বক্ষ ব্যাধি হাসপাতালে (এন আই ডি সি এইচ)- থোরাসিক ও ভাস্কুলার সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহন করেন।

২০১২ সালে তার সম্পাদিত "ক্লিনিক্যাল এডজাঙ্কটস" বইটি প্রকাশিত হয়। এটি মাস্টার্স অব সার্জারি, কার্ডিও-থোরাসিক সার্জারি কোর্সের সহযোগী পাঠ্য বই বলে বিবেচিত।

২০১০ -২০১২ সাল পর্যন্ত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে কার্ডিয়াক সার্জারিতে গবেশনারত ছিলেন। দেশের প্রখ্যাত কার্ডিয়াক সার্জন প্রফেসর ফারুক আহমেদ, তার গবেষণার গাইড ছিলেন। এই গবেশনা পরবর্তীতে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। ২০১৩ সালে, এশিয়ান থোরাসিক কার্ডিও ভাস্কুলার সার্জন সোসাইটিতে "ইয়াং রিসার্চার এওয়ার্ড"- এর মনোনয়ন লাভ করে। ২০১৩ সালে তিনি এই গবেষণার ফলাফল সোসাইটির ২৩তম অধিবেশনে প্রকাশ করেন। একই সালে তিনি সাফল্যের সাথে মাস্টার্স অব সার্জারি, কার্ডিও-থোরাসিক সার্জারি কোর্স সমাপ্ত করেন।

২০১৪ সালে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল, সিঙ্গাপুরে যোগদান করেন। এখানে তিনি প্রফেসার থিওডর কফিদিসের তত্ত্বাবধানে তিনটি গবেষণা সমাপ্ত করেন। সেই সাথে মিনিমালি ইনভেসিভ হার্ট অপারেশানে দক্ষতা অর্জন করেন। তিনি সিঙ্গাপুরের প্রথম "থ্রি ডি এসিসটেড" হার্ট সার্জারি টিমের সদস্য ছিলেন। প্রফেসার কফিদিসের নেতৃতে তারা প্রথম এল-ভি ই ডি (লেফট ভেনট্রিকুলার এসিসট ডিভাইস) প্রতিস্থাপন করেন। ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল, সিঙ্গাপুরে তিনি ৬৫০টি হার্ট সার্জারিতে নেতৃত্ব দেন।

২০১৪ সালে তিনি হো চি মিং সিটি হার্ট হাসপাতালে প্রফেসার ও্যান ফানের ততাবধানে হার্ট ভাল্ভ সার্জারিতে প্রশিক্ষণ গ্রহন করেন। এখানে তিনি হার্ট ভাল্ভে রিপেয়ার অপারেশানে দক্ষতা লাভ করেন। ভাল্ভ প্রতিস্থাপন না করে নিজের হার্ট ভাল্ভ ঠিক করার আধুনিক পদ্ধতি হল ভাল্ভে রিপেয়ার অপারেশান। একই বছর তিনি "এশিয়ান সোসাইটি অব কার্ডিও ভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জনদের" আন্তর্জাতিক অধিবেশনে গবেষণা পত্র প্রকাশ করেন।

২০১৫ সালে তিনি জাপানে প্রখ্যাত টকিও ইউনিভার্সিটি তে প্রফেসার হিরকুনি আরাই এর ততাবধানে রবোটিক হার্ট অপারেশানে প্রশিক্ষণ গ্রহন ক্করেন। এই সময় তিনি মিনিমালি ইনভেসিভ হার্ট অপারেশানে অধিক উন্নত প্রজুক্তির সংস্পর্শে আসেন।

২০১৬ সালে তিনি "ওয়ার্ল্ড সোসাইটি অব কার্ডিও ভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জনদের" মেম্বেরশিপ অর্জন করেন। এই বছর তিনি রয়াল কলেজ অব সার্জন, আয়ারল্যান্ডে এওরটিক সার্জারির উপর গবেষণা পত্র প্রকাশ করেন। স্কটল্যান্ডে
তিনি প্রফেসার পল সারজেন এর তত্ত্বাবধানে পরিচালিত "এনাসটমোটিক স্কিল ল্যাব" এ অংশগ্রহণ করেন। এই কোর্সে তিনি যৌথভাবে প্রথম স্থান লাভ করেন।

দেশে বিদেশে তার প্রকাশিত অনেক গুলো বিজ্ঞানিক প্রবন্ধ রয়েছে। তিনটি আন্তর্জাতিক জার্নালে তার নিবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশ সহ ভারত, মালায়সিয়া, ভিয়েতনাম, স্কটল্যান্ড, দক্ষিণ কোরিয়া তে কমপক্ষে ১১টি আন্তজাতিক গবেষণা পত্র প্রকাশ করেছেন।

২০০৯ সালে তিনি ইন্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যোগদান করেন। ২০১৩ সালে এই হাপাতালের বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জন হিসাবে পদন্নোতি লাভ করেন। বর্তমানে তিনি সহকারি কনসালটেন্ট হিসাবে কাজ করছেন।

Map of Md Faizus Sazzad