Moyurpongkhi Shishu-Kisshor Somajkollan Songstha

Section-6,Block-D,Road-14,House-4,Mirpur,Dhaka-1216 ., Mirpur, 1216
Moyurpongkhi Shishu-Kisshor Somajkollan Songstha Moyurpongkhi Shishu-Kisshor Somajkollan Songstha is one of the popular Nonprofit Organization located in Section-6,Block-D,Road-14,House-4,Mirpur,Dhaka-1216 . ,Mirpur listed under Non-governmental organization (ngo) in Mirpur , Non-profit organization in Mirpur ,

Contact Details & Working Hours

More about Moyurpongkhi Shishu-Kisshor Somajkollan Songstha

কার্যনির্বাহী পরিষদ :
রুহিত সুমন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
সাথী খান, ভাইস-চেয়ারম্যান
মোঃ হৃদয় রহমান, ভাইস-চেয়ারম্যান
জি. এম কামরুল হাসান, নির্বাহী পরিচালক
সাইফুল ইসলাম সিয়াম, সাধারণ সম্পাদক
মোঃ আবদুল আজিজ, আন্তর্জাতিক সম্পাদক
মোঃ সাইদুর রহমান শাওন, সমাজকল্যাণ সম্পাদক
ফুয়াদ হাসান রাজ, প্রচার ও দপ্তর সম্পাদক
রাকিব ইসলাম, কেন্দ্রীয় সদস্য
মোহাইমিন হায়দার পলক, কেন্দ্রীয় সদস্য
নাসির হোসেন, কেন্দ্রীয় সদস্য
ইমরান খান অনিক, কেন্দ্রীয় সদস্য
ফাহিম মমিন, কেন্দ্রীয় সদস্য
স্থায়ী পরিষদ :
মোঃ তন্ময় রহমান, স্থায়ী সদস্য
লক্ষ্য/উদ্দেশ্য :
* দারিদ্র্য, ক্ষুধা ও বেকারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বনির্ভরতা অর্জনে আত্ননির্ভরশীল সু-সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা । নাগরিক কর প্রদানে সকলকে উৎসাহিত করা ।
* নিরক্ষরতা দূরীকরণ ও জীবনভিত্তিক শিক্ষার জন্য সুবিধাবঞ্চিত শিশু, নারী, প্রাপ্ত বয়স্ক ও অসমর্থ ব্যক্তিদের জন্য শিক্ষাকেন্দ্র স্থাপন এবং পূনর্বাসন কার্যক্রমের ব্যবস্থা করা ।
* সংগঠনের মুখপত্র হিসেবে ও শিশুদের কথা তুলে ধরার জন্য নিয়মিত সাময়িকী প্রকাশ এবং বিভিন্ন ধরনের সচেতনামূলক ম্যাগাজিন, বই, লিফলেট ও জাতীয়/আন্তর্জাতিক দিবসে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা ।
* সকলকে বই পড়ায় উৎসাহ প্রদান এবং আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে গণগ্রন্থাগার প্রতিষ্ঠা করা ।
* পরিবেশ রক্ষায় সামাজিক বনায়ন, নার্সারী তৈরি ও ফলজ, বনজ, ভেষজ উদ্ভিদ রোপন এবং সর্বত্র বৃক্ষ রোপণের সু-ব্যবস্থা করা ।
* মা ও শিশুর স্বাস্থ্য কার্যক্রম পরিচালনা করা এবং আর্থিক সাহায্য প্রদান করা । অবহেলিত, দুস্থ, সুবিধাবঞ্চিত শিশু ও হতদরিদ্র জনগোষ্ঠির সু-চিকিৎসা এবং দারিদ্রতা নিরসনে সহায়তা করা ।
* মানসম্মত স্বাস্থ্য সেবার জন্য বিভিন্ন প্রচার মাধ্যম পত্র-পত্রিকা, সাময়িকী, বেতার, টিভিতে কথিকা, সাক্ষাৎকার ইত্যাদি প্রচারের ব্যবস্থা করা । ক্যান্সার ও এইডস প্রতিরোধে কার্যক্রম গ্রহণ ও চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করা ।
* বণ্যা, ঘূর্ণিঝড়, মহামারীসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সেবা দান ও পূনর্বাসন এবং চিকিৎসার ব্যবস্থাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে সরকারর সাথে সহযোগিতা করা ।
* এতিম ও গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান এবং লেখাপড়ায় সহায়তা করার লক্ষ্যে শিক্ষা উপকরণসহ আর্থিক সাহায্য প্রদান করা ।
* সুবিধাবঞ্চিত শিশু, নারী, বয়স্ক, শারীরিকভাবে অক্ষম এবং মানসিক প্রতিবন্ধীদের পূনর্বাসন কেন্দ্র ও শিশু বিকাশকেন্দ্র স্থাপন করা ।
* সমাজের বাল্য বিবাহ, বহু বিবাহ ও নারী নির্যাতনসহ যৌতুক প্রথা উচ্ছেদ করার বিষয়ে জনগণকে সচেতন করা । নির্যাতিত, তালাকপ্রাপ্ত সহায় সম্বলহীন নারীদের পাশে থেকে আইনি সহযোগিতা প্রদান, তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও পূনর্বাসনের ব্যবস্থা করা ।
* মাদকের কুফল ও অপব্যবহার সম্পর্কে জনগণকে সচেতন করা ও পূনর্বাসন ব্যবস্থা করা ।
* অসহায়, দুঃস্থদের হস্তশিল্প প্রশিক্ষণের মাধ্যমে উপার্জনক্ষম করা । অসহায়, দুঃস্থ ও বিধবা মহিলাদের উপার্জনের জন্য সেলাই মেশিন, হাঁস-মুরগি, গরু-ছাগল, মাছের পোনা, কৃষিজাত পণ্য ইত্যাদি সরবরাহ করা ।
* বিজ্ঞান চর্চায় সকলকে উৎসাহ প্রদান করা । নতুন নতুন আবিষ্কার ও গবেষনা কাজে বিজ্ঞান মনস্কদের সার্বিক সহযোগিতা করা এবং কুসংস্কার দূরীকরণে কাজ করা ।
* সাহিত্যচর্চা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান কর্মসূচি, বই মেলা, বিজ্ঞান মেলা, মহাকাশ পর্যবেক্ষন, কুইজ-বিতর্ক প্রতিযোগিতা এবং বার্ষিক শিক্ষা/আনন্দ সফর ও বনভোজনের ব্যবস্থা করা । বিনোদনের জন্য সকল ভালো মাধ্যম গ্রহণের ব্যবস্থা করা ।
* ছাত্র-শিক্ষক, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, সংগঠক, বিজ্ঞানী, সাংবাদিক, সমাজসেবী, বুদ্ধিজীবিসহ দেশের সম্পদ সকল মেধাবী ব্যক্তিদের মেধা বিকাশে সহযোগিতা এবং যথাযথ সম্মান ও মূল্যায়নের ব্যবস্থা করা ।
* আত্নরক্ষামূলক, বেকারত্ব নিরসনমূলক, স্ব-কর্মসংস্থানমূলক ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে তথ্যপ্রযুক্তি নির্ভর দেশের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমের ব্যবস্থা করা । সভা, সেমিনার, কর্মশালা, গবেষনা ও সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো যথাযথ মর্যাদার সাথে পালনের সু-ব্যবস্থা করা ।
* বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং স্বাধীনতার সঠিক ইতিহাস সবার মাঝে জানানোর ব্যবস্থা করা । সকল ধর্মের মানুষের প্রতি শ্রদাধশীল থাকা এবং বাংলাদেশ তথা পৃথিবী থেকে সকল প্রকার অন্যায় দূর করে সত্য ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা ।
* ভ্রমণের মাধ্যমে বাংলাদেশ তথা সারা বিশ্বের ভাষা, স্থাপত্য ও প্রাচীন নিদর্শন সম্পর্কে জানানোর ব্যবস্থা করা । কন্যাদায় পিতাকে সহায়তা দান, মৃতের সৎকারের ব্যবস্থা করা ।
* সুবিধাবঞ্চিত শিশু, অসহায় দুস্থদের মাঝে শীত বস্র প্রদান, এতিম হাফেজ শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ এবং ঈদ বা বিভিন্ন উৎসবে খাদ্য, বস্র ও আর্থিক সহায়তা প্রদান । কার্যক্রমের সুবিধার্থে অন্যান্য প্রতষ্ঠান/সংগঠনের সাথে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করা । সরকারী ও বেসরকারী সকল সংগঠনের সাথে মানবকল্যাণ, সমাজসেবামূলক ও উন্নয়নমূলক কার্যক্রমে সম্পর্ক স্থাপন করা ।

Map of Moyurpongkhi Shishu-Kisshor Somajkollan Songstha