Noakhali PAGE

maijdee court road,maijdee,noakhali, Noakhali, 3800 ,Bangladesh
Noakhali PAGE Noakhali PAGE is one of the popular Nonprofit Organization located in maijdee court road,maijdee,noakhali ,Noakhali listed under Non-profit organization in Noakhali , Social Club in Noakhali , Social Services in Noakhali ,

Contact Details & Working Hours

More about Noakhali PAGE

নোয়াখালী পেইজ "Noakhali PAGE" একটি অলাভজনক অনলাইন ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন সেচ্ছাসেবক উন্নয়নমুলক,সমাজসেবামুলক কাজ নোয়াখালী পেইজ পরিবারের সদস্য এবং অন্যান্য বিত্তবান মানুষের সহযোগীতার মাধ্যমে সম্পূর্ণ করে থাকি। নোয়াখালী জেলার জরুরী অথবা প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে সরাসরি আমাদের কমিউনিটির সাহায্যে এগিয়ে আসার চেষ্টা করি । এসব কর্মকান্ডের জন্য রয়েছে আমাদের সামান্যতম কিছু নিয়ম কানুন।

ওয়েব সাইট বা সোশ্যাল মিডিয়াতে পোষ্ট করা সংক্রান্ত নোয়াখালী পেইজ’র নীতিমালাঃ

১. মিডিয়াতে পোষ্ট করা সংক্রান্তঃ

১.০১ নোয়াখালী পেইজে প্রকাশিত সকল (ওয়েব সাইট বা সোশ্যাল মিডিয়াতে) পোষ্ট করার নৈতিক ও প্রযুক্তি সংক্রান্ত হতে হবে। সৃজনশীল, তথ্যবহুল ও মানসম্মত পোষ্ট নোয়াখালী পেইজে প্রাধান্য পাবে।
১.০২ সকল পোষ্ট মূল ভাষা অবশ্যই বাংলায় এবং পোষ্ট কমপক্ষে ৮০ ভাগ বাংলা ভাষা থাকতে হবে, ইংরেজি বা অন্য কোন ভাষায় পোষ্ট করা যাবে না।ফোনেটিক ব্যবহার করে ( ইংরেজি কিবোর্ড লেআউট দিয়ে বাংলা লেখা) বাংলা লিখতে পারেন।
১.০৩ ইংরেজী বাংলা মিশ্রিত করে, ইংরেজি হরফ দিয়ে বাংলা লিখে, অথবা বাংলা ভাষার অহেতুক বিকৃত করে কোন পোষ্ট করা যাবে না।
১.০৪ টেকনিক্যাল টার্মগুলোর অহেতুক বাংলা প্রতিশব্দ ব্যবহার থেকে বিরত থাকুন। ট্যাকনিক্যাল ট্রার্ম গুলো লেখার ক্ষেত্রে সেগুলো ইংরেজি হরফে অথবা বহুল প্রচলিত হলে বাংলাতে উচ্চারণ লিখুন। কোন ট্রার্মের বহুল ব্যবহৃত পরিভাষা থাকলে সেটি ব্যবহার করুন।
১.০৫ বিভিন্ন সফটওয়্যারের ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি পোষ্ট সরাসরি প্রকাশ বা আপলোড করা যাবে না। লিংক দেওয়া যাবে। প্রয়োজনে অন্য কোথাও টেক্সট ফাইল হিসেবে আপলোড করে লিংক দেওয়া যাবে। ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি বিষয় গুলো নোয়াখালী পেইজে নিরুৎসাহিত করে। বরং ওপেনসোর্স ও ফ্রিওয়্যারকে স্বাগত জানায়।
১.০৬ হ্যাকিং, ক্র্যাকিং, ফিসিং, সাইবার ক্রাইম ইত্যাদি বিষয় নিয়ে অবশ্যই পোষ্ট করা যাবে যেমন হ্যাকিং-ক্র্যাকিং টেকনিকিউ, নিউজ, হ্যাকারদের খবর ইত্যাদি। কিন্তু তা কোন সাইট, সার্ভিস বা গোষ্টিকে কেন্দ্র করে নয়।
১.০৭ বিভিন্ন সংবাদ পত্রিকা, সংবাদ মাধ্যম, কমিউনিটি ব্লগ, উইকি থেকে খবর, সংবাদ, তথ্য বা অন্য লেখা প্রকাশ করা হলে পোষ্ট স্থায়িত্ব বা স্থগিতের বিবেচনা নোয়াখালী পেইজ বহন করবে। নোয়াখালী পেইজে বিবেচনায় পোষ্ট স্থায়ি যোগ্য হলে তা স্থায়ি হবে অন্যথায় স্থগিত করা হবে।
১.০৮ নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা বা অন্য কোন উৎস থেকে হুবহু বা আংশিক কপি পেস্ট করে বা নিজের নামে পোষ্ট করা যাবে না। প্লেইজারিজম থেকে সর্বদা বিরত থাকুন।
১.০৯ নিজের লেখা নয় এরকম, অন্যের মানসম্মত লেখা হুবহু কপি পেস্ট করে পোষ্ট করা যাবে তবে তা অবশ্যই নোয়াখালী পেইজে নীতিমালা বান্ধব এবং প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) উল্লেখ করতে হবে।
১.১০ পূর্বে প্রকাশিত নিজের লেখা বা নিজের ব্যক্তিগত ব্লগের লেখা, লেখক নিজে হুবহু পোষ্ট করতে পারবে। এক্ষেত্রে পূর্বে প্রকাশিত সূত্রের (লিংক) উল্লেখ লেখকের ইচ্ছাধীন। তবে একাধিক ব্লগে বা একাধিক অন্য কোন কম্যুনিটি ব্লগিং প্লাটফরম এ পূর্বে প্রকাশিত হয়ে থাকলে প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) দিতে হবে।
১.১১ নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা নোয়াখালী পেইজে পোষ্ট করতে নোয়াখালী পেইজের বিশেষ কোন শর্ত বা বাধ্যবাধকতা নেই। তবে সেটা অবশ্যই নিজের লেখা হতে হবে। ব্লগিং কমিউনিটির ক্ষেত্রে যে সমস্যাটা হয় তা হল ব্লগার বা ভিসিটররা এক লেখা বিভিন্ন সাইটে দেখলে তা তাদের মনে কিছুটা বিরূপ ক্রিয়ার সৃষ্টি করে। তাই নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা নোয়াখালী পেইজে পোষ্ট করেন তবে অবশ্যই ‘পূর্বে আমার ব্লগে / এই জায়গায় প্রকাশিত’ লিখে তাতে লিংক করে দিতে হবে।
১.১২ অর্ধেক পোষ্ট করে বাকি টিউন পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক দেয়া যাবে না। সম্পূর্ণ পোষ্ট করে প্রয়োজনে লেখক ও লেখার সূত্র উল্লেখ করে পোষ্ট করা যাবে।
১.১৩ পোষ্ট করে ডাউনলোড করার জন্য নিজের ব্লগে বা অন্য কোন ব্লগের ঠিকানা দেওয়া যাবে না। ডাউনলোডের জন্য নীতিমালা ১.১৬ মেনে প্রয়োজনীয় লিংক পোষ্ট অবস্থান করতে হবে। প্রয়োজনে পোষ্ট’র মধ্যে "আমার ব্লগ" উল্লেখ করে সাক্ষার হিসেবে নিজের ব্লগের লিংক দেওয়া যাবে।
১.১৪ কোন রকমের এ্যাডসেন্স বা এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক এবং এফিলিয়েট লিংক দিয়ে করা সর্টলিংক দিয়ে পোষ্ট করা যাবে না।
১.১৫ পোষ্ট এমন কোন লিংক, সাইট ও ব্লগের ঠিকানা ও লিংক ব্যবহার করা যাবে না যাতে এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক বা এফিলিয়েট ফাইল হোস্টের লিংক অবস্থান করে।
১.১৬ রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে পোষ্ট কোন প্রকার এফিলিয়েট ফাইল হোস্টের লিংক, এফিলিয়েট ফাইল হোস্টের লিংক দিয়ে করা সর্টলিংক ব্যবহার করা যাবে না। এধরনের অন্যান্য এফিলিয়েট ফাইল হোস্ট ব্যবহার করা যাবে না। সফটওয়্যার, গেমস বা অন্য যে কোন কিছু রিভিউ এর ক্ষেত্রে এর মূল প্রোডাক্ট পেইজের লিংক দিন। আর তা সম্ভব না হলে নন-এফিলিয়েট ফাইল হোস্টিং ব্যবহার করুন। শুধুমাত্র নোয়াখালী পেইজ বান্ধব ‘নন-অ্যাফিলিয়েট ফাইল হোস্ট’ ও ‘নন-অ্যাফিলিয়েট লিংক ও সর্টলিংক’ ব্যবহার করুন। নোয়াখালী পেইজ বান্ধব ও নোয়াখালী পেইজ নিষিদ্ধ ফাইল হোস্ট, লিংক ও সর্টলিংক এর পূর্ণ তালিকা দেখে নিন।
১.১৭ রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে পোষ্ট কোন প্রকার অ্যাফিলিয়েট লিংক, ইউআরএল শর্টেনার বা সর্টলিংক ব্যবহার করা যাবে না। শুধুমাত্র নোয়াখালী পেইজ বান্ধব ‘নন-অ্যাফিলিয়েট ফাইল হোস্ট’ ও ‘নন-অ্যাফিলিয়েট লিংক ও সর্টলিংক’ ব্যবহার করুন। নোয়াখালী পেইজ বান্ধব ও নোয়াখালী পেইজ নিষিদ্ধ ফাইল হোস্ট, লিংক ও সর্টলিংক এর পূর্ণ তালিকা দেখে নিন।
১.১৮ অনলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে পোষ্ট করার ক্ষেত্রে পোষ্ট অবশ্যই দিকনির্দেশনা ও প্রোণদনা মূলক হতে হবে। রেফারাল সংগ্রহ, নিজেস্ব দল গঠন অথবা কাজ করানোর উদ্দেশ্যে কোন প্রকার অনলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে পোষ্ট করা যাবেনা।
১.১৯ চাকুরির বিজ্ঞপ্তি, লোক নিয়োগ, অনলাইন আয়ের জন্য লোক নিয়োগ ইত্যাদি চেয়ে কোন প্রকার পোষ্ট করা যাবে।
১.২০ জনস্বার্থে নয় শুধু মাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে এমন কোন বিজ্ঞাপনী মূলক পোষ্ট প্রকাশ করা যাবে না। প্রতিষ্ঠানের বা পণ্যের উদ্দেশ্য এবং কার্যক্রমের সঠিক ও পূর্ণ বিবরণ দিয়ে পোষ্ট করা যাবে এবং তা অবশ্যই জন স্বার্থে হতে হবে।
১.২১ প্রচারণার ও প্রমোশনের উদ্দেশ্যে বাণিজ্যিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক সংঘ দ্বারা আয়োজিত বিভিন্ন সেমিনার, প্রতিযোগিতা, আলোচনাসভার আয়োজনের খবর ও অংশগ্রহণের খবর প্রকাশ করা যাবে না। শুধুমাত্র বিশ্বস্ত মুক্ত কমিউনিটি, সংঘ, অবাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিশ্বস্ত গ্লোবাল প্রতিষ্ঠান ও কমিউনিটি দ্বারা আয়োজিত বিভিন্ন আয়োজনের খবর প্রকাশ করা যাবে। আপনার বাণিজ্যিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক সংঘ ও বাণিজ্যিক কমিউনিটির সুষ্ঠু প্রচারণার জন্য টেকটিউনস এডভার্টাইজিং info@noakhalipage.com এর সহয়তা নিন।
১.২২ ডলার কেনা অথবা বেচা উভয় পোষ্ট সম্পাদককে এবং ডলার কেনা বেচা নিয়ে মন্তব্যে কোন প্রকার যোগাযোগের ঠিকানা দিলে সেই সম্পাদক কেও কোন রকম কারণ দর্শানো ছাড়াই স্থায়ী ভাবে ব্লক করা হবে।
১.২৩ পণ্য বা সেবা ক্রয়ের জন্য পোষ্ট সরাসরি পণ্য ও সেবার মূল্য উল্লেখ করা, যোগাযোগের ঠিকানা দেওয়া, ফোন নম্বর উল্লেখ করা যাবে না এবং সম্পূর্ণ ভাবে নিষিদ্ধি। আপনার পণ্যের সহজ ও সুষ্ঠু প্রচারের জন্য নোয়াখালী পেইজ এডভার্টাইজিং info@noakhalipage.com এর সহয়তা নিন।
১.২৪ প্রচারণার উদ্দেশ্যে একই সাইট বিভিন্ন ভাবে ফিচার করা যাবে না। এ ধরনের আচরণ থেকে সর্বদা বিরত থাকুন।
১.২৫ অনৈতিক, অশ্লীল, কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো ছবি, তথ্য ও লেখা প্রকাশ করা যাবে না।
১.২৬ ধর্ম, ধর্মগ্রন্থের বাণী ও সামাজিক প্রক্ষাপটকে আঘাত করে এমন কোন বিষয় নিয়ে পোষ্ট করা যাবে না বা এধরনের লেখা, পোষ্ট থাকা যাবে না।
১.২৭ অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য পোষ্ট ব্যবহার করা যাবে না।

২. মন্তব্য করা সংক্রান্তঃ

২.১ সম্পাদক কিংবা ননসম্পাদক, কাউকে গালিগালাজ করা যাবে না।
২.২ কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না।
২.৩ অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য ব্যবহার করা যাবে না।
২.৪ মন্তব্যে সরাসরি অথবা ইমেইল ঠিকানা উল্লেখ করে ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদির জন্য অনুরোধ করা যাবে না।
২.৫ মন্তব্য সরাসরি ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদির লিংক, টেক্স, ফাইল ইত্যাদি প্রকাশ করা যাবে না।
২.৬ প্রচারণার উদ্দেশে মন্তব্য কোন সাইট বা সার্ভিসের লিংক প্রকাশ করা যাবে না।
২.৭ মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব টেকটিউনস বহন করে না।
এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য নোয়াখালী পেইজ যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো সম্পাদক বা ভিজিটরের মন্তব্য অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার ক্ষমতা রাখে।

৩. সম্পাদক আইডি ও নাম সংক্রান্তঃ

৩.১ সম্পাদক আইডি ও নাম হিসেবে এমন কোনো নাম বা ছদ্মনাম ব্যবহার করা যাবে না যা অন্য সম্পাদক এর নামকে হেয় করে।
৩.২ বিশিষ্ট রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অনুসারে শ্রদ্ধেয় কোনো ব্যক্তি, বর্গ, গোষ্ঠিকে ব্যঙ্গ করে কোন সম্পাদক আইডি এবং নাম তৈরি ও ব্যবহার করা যাবে না।
৩.৩ সামাজিকভাবে কোনো প্রচলিত নামকে হেয় করে কিংবা সামাজিক-সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে অশালীন মনে হয় এমন কোন সম্পাদক আইডি ও নাম ব্যবহার করা যাবে না।
এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য নোয়াখালী পেইজ যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো সম্পাদক আইডি অপসারণ/বাতিল বা বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করার ক্ষমতা রাখে।
৪. নীতিমালার পরিবর্তনঃ

৪.১ নোয়াখালী পেইজ নীতিমালা পরিবর্তনশীল। বিশেষ প্রয়োজনে নীতিমালার একটি বা একাধিক বিষয় পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধনের সকল ক্ষমতা টেকটিউনস বহন করে। তবে তা মূল নীতিমালার খুব একটা পরিবর্তন না করেই এ পরিবর্তন সাধিত হবে। নীতিমালার সর্বশেষ পরিবর্তনের তারিখ এই পাতার একদম উপরে প্রকাশ করা হবে। নীতিমালা বড় ধরনের কোন পরিবর্তন হলে অবশ্যই তা ঘোষনা দিয়ে জানিয়ে দেওয়া হবে।

শেষ কথাঃ
আমাদের দল মত পথ চলা ধর্ম কর্ম সব কিছুই ভিন্ন কিন্তু হৃদয়ে সবার প্রিয় বাংলাদেশ, নোয়াখালী পেইজ পরিবার তার এই দায়িত্বশীল উক্তি ও স্বাধীনতায় বিশ্বাস করে। উপরে উল্লেখিত নীতিমালা কেবল বিশেষ ক্ষেত্রেই ব্যবহার করা হবে। আমরা কারো বাক বা চিন্তা স্বাধীনতার পথে বাঁধা হয়ে দাঁড়াতে চাই না। চিন্তার সংঘাত কিংবা সমালোচনা একটি ব্লগিং কমিউনিটিতে থাকতে পারে কিন্তু যখন এই সংঘর্ষ, চিন্তা কিংবা আদর্শের গন্ডী পেরিয়ে ব্যক্তি সংঘর্ষে রূপ নেয় তখন আর তা সুস্থ্ পরিবেশের পরিচায়ক হয় না। এই ব্লগ সাইটের পরিবেশ ব্লগাররাই ঠিক করে নেবে; আমরা কতিপয় কুরূচিপূর্ণ ব্লগারকে একটি সুস্থ সাবলীল ব্লগ কমিউনিটিকে প্রভাবিত করতে দিতে পারি না। যে সব পোস্ট আপত্তিকর এবং কেবলি সংঘাত তৈরির উদ্দেশ্যে লেখা, ব্লগাররা তা এড়িয়ে যাবেন কারণ এগুলো সম্বন্ধে বেশি আলোচনার অর্থ হলো এ ধরণের নোংরা পোস্টের গুরুত্ব বাড়িয়ে দেয়া । আমরা আশা করি, সকলে তাদের ধৈর্য্য-সহমর্মিতা দিয়ে সংঘাত দূর করবেন এবং আমাদের জাতির উন্নয়নে সবচেয়ে প্রয়োজন যে একতার তা অর্জন করবেন ।

বিঃদ্রঃ নোয়াখালী পেইজ এর বর্তমান নীতিমালার যে কোন বিষয়ে এবং যে কোন সময়ে সকল প্রকার পরিবর্তন ও পরিবর্ধনের ক্ষমতা রয়েছে নোয়াখালী পেইজ কতৃপক্ষের।

প্রয়োজনে নোয়াখালী পেইজ এর যোগাযোগ পেইজ অথবা ই-মেইল মাধ্যমে info@noakhalipage.com সরাসরি কতৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন

Map of Noakhali PAGE