Osmaninagar Upazila

Osmaninagar, Sylhet, 3100 ,Bangladesh
Osmaninagar Upazila Osmaninagar Upazila is one of the popular Arts & Entertainment located in Osmaninagar ,Sylhet listed under Community organization in Sylhet ,

Contact Details & Working Hours

More about Osmaninagar Upazila

সিলেটের অন্যতম প্রাচীন জনপদ বালাগঞ্জ থানা পরিষদের মর্যাদা পায় ১৯২২ সালের ১০ জানুয়ারী। এর প্রায় এক শ’ বছর পর ওসমানীনগর থানা প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়। এরই অংশ হিসেবে বিএনপি সরকারের আমলে ১৯৯৪ সালের ১০ সেপ্টেম্বর একটি ভাড়া করা বাড়িতে অস্থায়ী ভিত্তিতে ওসমানীনগর পুলিশ তদন্ত কেন্দ্রের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৯৯ সালের ১ জুন পুলিশ তদন্ত কেন্দ্রটি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ইলাশপুর নামক স্থানে নিজস্ব ভূমিতে স্থানান্তর করা হয়। তৎকালীন অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক হাশমত উল্লাহ এই তদন্ত কেন্দ্র (পুলিশ ফাঁড়ি)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর ২০০১ সালের ২২ মার্চ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ওসমানীনগর থানার কার্যক্রম উদ্বোধন করেন। ২৮০ দশমিক ৩৫ বর্গ কিলোমিটার আয়তনের এ থানায় ২ লক্ষাধিক লোকসংখ্যা । ৮টি ইউনিয়ন ও ৭২টি ওয়ার্ড নিয়ে ওসমানী নগর উপজেলার গঠিত।

Map of Osmaninagar Upazila