Pioneer Physiotherapy & Rehabilitation Centre

Shahed Latif Road,Mollertek, Uttara, Dhaka, 1230 ,Bangladesh
Pioneer Physiotherapy & Rehabilitation Centre Pioneer Physiotherapy & Rehabilitation Centre is one of the popular Physical Therapist located in Shahed Latif Road,Mollertek, Uttara ,Dhaka listed under Health/medical/pharmaceuticals in Dhaka , Physical Therapist in Dhaka ,

Contact Details & Working Hours

More about Pioneer Physiotherapy & Rehabilitation Centre

ফিজিও (শারিরীক) এবং থেরাপি
(চিকিৎসা) শব্দ দুটি মিলে
ফিজিওথেরাপি বা শারিরীক
চিকিৎসার সৃস্টি। ফিজিওথেরাপি
আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক
অন্যতম এবং অপরিহার্য শাখা। একজন
ফিজিওথেরাপি চিকিৎসক
স্বাধীনভাবে রোগীর বিভিন্ন
স্বাস্থ্য সমস্যা (প্রধানত বাত-ব্যথা,
আঘাত জনিত ব্যথা, প্যারালাইসিস
ইত্যাদি) নির্ণয় সহকারে পরিপূর্ন
চিকিৎসা সেবা প্রদান করে থাকেন।
ফিজিওথেরাপি'র সূচনা:
ফিজিওথেরাপি চিকিৎসা নতুন কোন
চিকিৎসা পদ্বতি নয়। প্রাচীন গ্রীসে
হিপোক্রেটাস ম্যাসেজ ও ম্যানুয়াল
থেরাপি দ্বারা ফিজিওথেরাপি
চিকিৎসার সূচনা করেছিলেন।
খ্রিস্টপূর্ব ৪৬০ সালে হেক্টর
ফিজিওথেরাপি চিকিৎসার একটি
শাখা ব্যবহার করতেন যাকে বর্তমানে
হাইড্রোথেরাপী বলা হয়। তথ্য-উপাত্ত
অনুসারে ১৮৯৪ সালে
ফিজিওথেরাপি চিকিৎসার বর্তমান
ধারা অর্থাৎ ম্যানুয়াল থেরাপি,
ম্যানিপুলেটিভ থেরাপি, এঙ্ারসাইজ
থেরাপি, হাইড্রোথেরাপি,
ইলেক্ট্রোথেরাপি ইত্যাদি প্রবর্তন
করা হয়। নিউজিল্যান্ডে ১৯১৩ এবং
আমেরিকাতে ১৯১৪ সালে
ফিজিওথেরাপি চিকিৎসা শুরু হয়।
বাংলাদেশে ফিজিওথেরাপি:
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও
পুনর্বাসনের জন্য ১৯৭২ সালে বিদেশী
ফিজিওথেরাপিষ্ট দ্বারা স্বাধীন
বাংলাদেশে ফিজিওথেরাপি
চিকিৎসার সূচনা হয়। ফিজিওথেরাপী
চিকিৎসার গুরুত্ব ও অনুধাবন করে ১৯৭৩
সালে আরআইএইচডি (বর্তমানে নিটোর)
ফিজিওথেরাপী চিকিৎসার উপর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা
অনুষদের (এমবিবিএস ও বিডিএস একই
অনুষদের অধিভুক্ত) অধিনে স্মাতক
ডিগ্রি চালু করা হয় । বর্তমানে
ইন্সটিটিউট অব
হেলথ টেকনোলজি ( ঢাকা ও
রাজশাহী),
নিটোর, সিআরপি, পিপলস্
ইউনিভার্সিটি, গণবিশ্ববিদ্যালয়,
স্টেট্ কলেজ অব হেলথ্ সায়েন্স সহ ৭টি
ইনষ্টিটিউটে ফিজিওথেরাপী
গ্রাজুয়েশন কোর্স চালু রয়েছে।
কেন এই ফিজিওথেরাপি :
আমরা যদি আমাদের শরীরের বিভিন্ন
রোগের কথা চিন্তা করি তাহলে
দেখতে পাব যে, শুধুমাত্র ঔষধ সব
রোগের পরিপুর্ণ সুস্থতা দিতে পারে
না। বিশেষ করে যে সব রোগের উৎস
বিভিন্ন মেকানিক্যাল সমস্যা সেসব
ক্ষেত্রে ঔষধের ভূমিকা
তুলনামূলকভাবে কম। যেমন: বাত - ব্যথা,
স্পোর্টস ইনজুরি, হাড় ক্ষয় জনিত রোগ,
জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, স্ট্রোক,
প্যারালাইসিস ইত্যাদি। তাহলে এসব
রোগ হতে পরিপুর্ণ সুস্থতা লাভের
উপায় কি?
মাল্টি ডিসিপ্লিনারি টিম:
বর্তমানে উন্নত বিশ্বে সব ধরনের
শারিরীক সমস্যার পরিপূর্ণ সমাধানের
লক্ষ্যে চিকিৎসা বিজ্ঞানে এক নতুন
ধারার প্রবর্তন হয়েছে। যাকে বলা হয়
মাল্টি ডিসিপ্লিনারি টিম। এই
টিমে থাকেন সার্জন, মেডিসিন
স্পেশালিষ্ট, জেনারেল
ফিজিশিয়ান, ফিজিওথেরাপিষ্ট,
অকুপেশনাল থেরাপিষ্ট, নার্স,
সোশ্যাল ওয়ার্কার। রোগীর শারিরীক
সমস্যা দুর করে কার্যক্ষমতা ফিরিয়ে
আনার ক্ষেত্রে ফিজিওথেরাপিষ্টের
ভূমিকা অপরিসীম।
ফিজিওথেরাপিষ্ট কে :
ফিজিওথেরাপিতে শুধুমাত্র ব্যাচেলর
অথবা পোষ্ট গ্রাজুয়েশন
ডিগ্রিধারীকেই ফিজিওথেরাপিষ্ট
বলা যাবে। বর্তমানে আমাদের দেশে
বিভিন্ন মানের ফিজিওথেরাপিষ্ট
আছেন।
কোয়ালিফাইড ফিজিওথেরাপিষ্ট :
যিনি কমপক্ষে ফিজিওথেরাপি
ব্যচেলর ডিগ্রি (৪ বছ

Map of Pioneer Physiotherapy & Rehabilitation Centre