Potaka Bhaban -পতাকা ভবন

Kurigram, Gorashtan Para., Rangpur, 5600
Potaka Bhaban -পতাকা ভবন Potaka Bhaban -পতাকা ভবন is one of the popular Museum/Art Gallery located in Kurigram, Gorashtan Para. ,Rangpur listed under Museum/art gallery in Rangpur ,

Contact Details & Working Hours

More about Potaka Bhaban -পতাকা ভবন

পতাকা ভবন কুড়িগ্রামের একটি ঐতিহাসিক বাড়ি । ১৯৭১ সালের ১৭ ই মার্চ কুড়িগ্রাম এ প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেন বাড়িটির স্বত্বধিকার চৌধুরী শফিকুল ইসলাম এই সন্মাননাথে এই বাড়িটির নাম করণ পতাকা ভবন করা হয় । এই বাড়িটি "চৌধুরী বাড়ি" নামে কুড়িগ্রামে খ্যাত. এই বাসায় গড়ে উঠেছে উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বড় জাদুঘর । জাদুঘরের নাম করুন করা হয়, "সংগ্রাম থেকে স্বাধীনতা চৌধুরী জাদুঘর" ।এই বাড়ির ছাদে গড়ে উঠেছে বাংলাদেশের মধ্যে সব থেকে বড় বাগান । প্রায় ৭০০ বিরল প্রজাতির গাছ রয়েছে এই বাগানে । এই বাগানের জন্যে প্রধানমন্ত্রীর জাতীয় পদককে ও ভূষিত হন । কুড়িগ্রামের মানুষ তাকে উপাধি দেন , "কুড়িগ্রামের একটি ফুল চৌধুরী শফিকুল". এছাড়া মাদার তেরেছা , বঙ্গবন্ধু এওয়ার্ড, মৌলনা ভাসানী সহ অনেক পদকে অলংকৃত এই ঐতিহাসিক বাড়িটি ঘিরে .

Map of Potaka Bhaban -পতাকা ভবন