Raju Bhaskorjo-Chottor, TSC, Dhaka University - রাজু ভাস্কর্য চত্বর

TSC, Dhaka University, Dhaka, 1000 ,Bangladesh
Raju Bhaskorjo-Chottor, TSC, Dhaka University - রাজু ভাস্কর্য চত্বর Raju Bhaskorjo-Chottor, TSC, Dhaka University - রাজু ভাস্কর্য চত্বর is one of the popular Street located in TSC, Dhaka University ,Dhaka listed under Public places in Dhaka , Street in Dhaka , Historical Place in Dhaka ,

Contact Details & Working Hours

More about Raju Bhaskorjo-Chottor, TSC, Dhaka University - রাজু ভাস্কর্য চত্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি. এস. সি. প্রাঙ্গনে অবস্থিত - সন্ত্রাস বিরোধী রাজু স্মারক ভাস্কর্য - ঢাকার একটি অন্যতম প্রধান ভাস্কর্য নিদর্শন।
১৯৯২ সালের ১৩ই মার্চ গণতান্ত্রিক ছাত্র ঐক্যের সন্ত্রাস বিরোধী মিছিল চলাকালে সন্ত্রাসীরা গুলি করলে মিছিলের নেতৃত্বদানকারী বাংলাদেশ ছাত্র ইউনিয়নের-এর কেন্দ্রীয় নেতা মঈন হোসেন রাজু নিহত হন। রাজুসহ সন্ত্রাস বিরোধী আন্দোলনের সকল শহীদের স্মরণে নির্মিত এই ভাস্কর্য ১৭ই সেপ্টেম্বর, ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ. কে. আজাদ চৌধুরী উদ্বোধন করেন। এই ভাস্কর্য নিমার্ণে জড়িত শিল্পীরা ছিলেন ভাস্বর শ্যামল চৌধুরী ও সহযোগী গোপাল পাল। নির্মাণ ও স্থাপনের অর্থায়নে ছিলেন - ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আতাউদ্দিন খান (আতা খান) ও মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি, লায়ন নজরুল ইসলাম খান বাদল। ভাস্কর্যটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

Map of Raju Bhaskorjo-Chottor, TSC, Dhaka University - রাজু ভাস্কর্য চত্বর