Tajpur The Beautiful Village

Tajpur,Utrail Hat,Shibchar,Madaripur, Madaripur, 7930 ,Bangladesh
Tajpur The Beautiful Village Tajpur The Beautiful Village is one of the popular Just For Fun located in Tajpur,Utrail Hat,Shibchar,Madaripur ,Madaripur listed under Landmark in Madaripur ,

Contact Details & Working Hours

More about Tajpur The Beautiful Village

**** তাজপুর গ্রামের সংক্ষিপ্ত ইতিহাস ও পরিচয় ।
ঢাকা বিভাগের অন্তর্গত মাদারীপুর জেলার শিবচর থানায় দত্তপাড়া ইউনিয়ন পরিষদের পাঁচ নং ওয়ার্ডের আওতায় আড়িয়াল খাঁ নদের পাড় ঘেঁষে গড়ে উঠা গ্রামের নাম তাজপুর । প্রায় ২৫০০+ নারী-পুরুষ-শিশু- বৃদ্ধের বসবাস এই গ্রামে । এই গ্রামের প্রতিটি মানুষ একজন আরেকজনের সাথে নিবিড়
সু-সম্পর্কের মাধ্যমে বসবাস করে আসছে সেই প্রাচীনকাল থেকে । মুসলমান ও হিন্দু এই দুই ধর্মের মানুষ বসবাস করে এই গ্রামে । ঈদ,পূজা-পার্বনে, প্রতিটি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে এরা একাসাথে আনন্দ ভাগা-ভাগী করে নেয় ।তাজপুর গ্রামে একটি মাত্র জামে মসজিদ । তাজপুর গ্রামের পশ্চিম দিকে হিন্দু পরিবারের বসবাস । চৌধুরী,শেখ,খাঁন,আকন্দ ও অন্যান্য গোষ্ঠীর বসবাস এই গ্রামে । সাধারণত তাজপুরে বসবাসরত পরিবার সমূহ ৯০% মধ্যবিত্ত ।
এই গ্রামের পরিবারে সরকারী,বেসরকারী,ব্যাঙ্কার,অধ্যাপক,শিক্ষক,প্রবাসী, ব্যাবসায়ী বিভিন্ন পেশাজিবী নারী- পুরুষের বসবাস । আড়িয়াল খাঁ নদের মাছ শিকার করেও অনেকে জিবীকা নির্বাহ করে ।নদের পার্শ্ববর্তী হওয়ার কারনে প্রধান ফসল বাদাম ।তাছাড়া আঁখ,ভুট্টা,গম,ধান চাষও হয় এই গ্রামের জমিতে । এছাড়া ফলজ,বনজ গাছ গাছালীতে ভরা এই তাজপুরে , গাছ-গাছলীর জন্য কাঠবিড়লী ও বিভিন্ন জাতের পাখির কলকাকলিতে মুখরিত থাকে তাজপুর গ্রাম । তাজপুর গ্রামে প্রায় ৮০% পাকা বাড়ী । প্রত্যেকটা বাড়ির সামনে বড় উঠান , সন্ধ্যা নামলে গরমের সময় সেই উঠানে মাদুর বিছিয়ে দিয়ে গল্পে বসে পরিবার বা গোষ্ঠীর সদস্যরা । তাজপুরের মানুষদের প্রধান বৈশিষ্ট্য হল এরা অনেক আত্মীয় পরায়ণ ও আমোদী । এরা অনেকেই সখের বসে হোক আর পূর্ব পুরুষ থেকেই হোক গৃহপালীত পশু গরু,ছাগল আর হাঁস,মুরগী লালন পালন করে আসছে । ঘরের আঙিনায় শাঁক –সবজী চাষ করে ও পুকুরে মাছ চাষ করেছেন এই গ্রামের মানুষেরা । তপ্ত দুপুরে আড়িয়াল খাঁর স্বচ্ছ পানিতে ঝাপিয়ে বেড়ায় কিশোর-কিশোরীরা ।তাজপুরের পার্শ্ববর্তী গ্রাম হল-খাড়াকান্দি,গুয়াগাছিয়া,দত্তপাড়া ও উৎরাইল । এছাড়া তাজপুর গ্রামের একটি আদি ইতিহাস আছে ( আত্ম পরিচয়ের সন্ধানে বই থেকে নেয়া পরের অংশটুকু )নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় যে আরবী ৯০০ হিজরী ইংরেজী ১৪৯৪ সালের দিকে জনাব ১। মজলিস আওলিয়া ২। জনাব দরবেশ আওলিয়া এবং ৩ । জনাব শাহ্‌ মোহাম্মদ আবু রেজা, এই তিন ব্যাক্তি পবিত্র সৌদি আরব থেকে ইসলাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে ভারত বর্ষের মুর্শিদাবাদে আগমন করেন । এই উদ্দেশ্যে তারা মুর্শিদাবাদের নবাবের সাথে কিছুদিন অতিবাহীত করেন । তারপরে তারা ফরিদপুর জেলার ফরিদশাহের আস্তানায় আসেন । সেখানে কিছুদিন অবস্থানের পর ফরিদশাহের আদেশক্রমে ফরিদপুর থেকে পূর্ব দিকে যাত্রা শুরু করেন । পথিমধ্যে তারা বিশ্রামের জন্য এক বটবৃক্ষের ছায়াতলে বসেন এবং মাথার তাজ ( পাগড়ী ) পাঁশে রাখেন । সেই থেকেই “তাজপুর” গ্রামের নাম প্রচলন হয়েছে । মূলত মাথার “তাজ” থেকে তাজপুর গ্রামের নামকরণ করা হয় । এরপর তারা আড়িয়াল খাঁ নদের পশ্চিম তীরে কুঠিবাড়িতে আশ্রয় নেন এবং সেখানেই বসবাস শুরু করেন । সেইখানে বসবাস করার মূল উদ্দেশ্য ছিল জলাভূমির পূর্ব দিকে বা তাজপুর গ্রামের নিকটবর্তী গ্রামে মগ উপজাতীরা বসবাস করতো তাদের ইসলাম ধর্মে দীক্ষিত করা ও ইসলাম সম্পর্কে জানানো । এই হল তাজপুর গ্রামের সংক্ষিপ্ত ইতিহাস ও পরিচয়।

Map of Tajpur The Beautiful Village