শ্রী শ্রী হরিঠাকুর মন্দির ও ধর্ম্মশালা,হাটখোলা,বরিশাল

হাটখোলা রোড,বরিশাল, Barisal, 8200
শ্রী শ্রী হরিঠাকুর মন্দির ও ধর্ম্মশালা,হাটখোলা,বরিশাল শ্রী শ্রী হরিঠাকুর মন্দির ও ধর্ম্মশালা,হাটখোলা,বরিশাল is one of the popular Hindu Temple located in হাটখোলা রোড,বরিশাল ,Barisal listed under Religious Organization in Barisal , Hindu Temple in Barisal ,

Contact Details & Working Hours

More about শ্রী শ্রী হরিঠাকুর মন্দির ও ধর্ম্মশালা,হাটখোলা,বরিশাল

শ্রী শ্রী রাধাকৃষ্ণ জয়তুঃ

শ্রী শ্রী হরিঠাকুর মন্দির ও ধর্মশালা সম্পর্কীত কিছু তথ্য ->
হরিঠাকুর মন্দির বরিশাল তথা সমগ্র দক্ষিণাঞ্চলের সবচেয়ে ঐতিহ্যবাহী কৃষ্ণ মন্দির । এই মন্দির ১৩৫৬ বঙ্গাব্দে প্রতিষ্ঠা করা হয়,ভারতীয়উপমহাদেশের বহু জ্ঞানী-গুনী ব্যাক্তিবর্গরা এই মন্দিরে এসেছিলেন তাই এটি একটি তীর্থক্ষেত্রও বটে ।
এছাড়াও মন্দিরে রয়েছে বাংলাদেশ সরকার অনুমোদিত প্রাক-প্রাথমিক স্তর পর্যন্ত মন্দির ভিক্তিক শিক্ষাদানের ব্যবস্থা যেখানে অনেক বাচ্চারা পড়াশোনা করে ।

*মন্দিরে প্রতিদিন প্রাতঃকালীন ভোগ,মধ্যাহ্ন কালীন ভোগ সন্ধ্যায় আরতি ও ভোগ ।
*প্রতি পূর্ণিমায় বিশেষ ভোগ ।
*প্রতি বত্‍সর কার্তিক মাস ও নিয়ম সেবা উপলক্ষে কীর্তন,অন্নকুট ও ৭৭ দিন ব্যাপি ভগবত পাঠ ।
*প্রতি বত্‍সর রথযাত্রা,জন্মাষ্টমী উত্‍সব,ঝুলনযাত্রা,রাসলীলা,দোল উত্‍সব, বাত্‍সরিক শ্রী শ্রী শীতলা, কালী,ব্রক্ষা পূজা ও শ্রী শ্রী হরি পূজা, ৭ দিন ব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ
মহানাম যজ্ঞানুষ্ঠান করা হয়।
*বাবা লোকনাথ ব্রক্ষচারীর তিরোধান দিবস উপলক্ষে ১৯ জ্যৈষ্ঠ বিশেষ অনুষ্ঠান পালিত হয়।

ইহা ছাড়াও বছরের বিভিন্ন সময়ে নানাবিধ ধর্মীয় উত্‍সবে ও ধর্মীয় আলোচনা সভায় মন্দির প্রাঙ্গন সর্বদা মুখরিত হয়ে থাকে ।

এই পেইজটির মাধ্যমে আশাকরি দেশ-বিদেশের সকলকে এই মন্দিরটির ঐতিহ্য সম্পর্কে জানাতে পারব এবং মন্দিরের সকল উত্‍সবে সবাইকে অংশীদার করতে পারব। আশাকরি সবাই এই পেইজের সাথে থাকবেন,নমস্কার।

Map of শ্রী শ্রী হরিঠাকুর মন্দির ও ধর্ম্মশালা,হাটখোলা,বরিশাল

OTHER PLACES NEAR শ্রী শ্রী হরিঠাকুর মন্দির ও ধর্ম্মশালা,হাটখোলা,বরিশাল