পরিবর্তন স্কুলঃ সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা কেন্দ্র

Poriborton School, Murad Jong Road, West Banktown, Savar, Dhaka, 1347 ,Bangladesh
পরিবর্তন স্কুলঃ সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা কেন্দ্র পরিবর্তন স্কুলঃ সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা কেন্দ্র is one of the popular Elementary School located in Poriborton School, Murad Jong Road, West Banktown, Savar ,Dhaka listed under Non-profit organization in Dhaka , Elementary School in Dhaka ,

Contact Details & Working Hours

More about পরিবর্তন স্কুলঃ সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা কেন্দ্র

পরিবর্তন স্কুলঃ সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা কেন্দ্র এর সংক্ষিপ্ত ধারণাপত্র

লক্ষ্যঃ
সকল শিশুর জন্য আনুষ্ঠানিক গুনগত শিক্ষা নিশ্চিত করে দারিদ্রতা দূরীকরনের মাধ্যমে একটি স্থায়িত্বশীল, সমমর্যাদাপূর্ণ ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ করা।

উদ্দেশ্যঃ
সকল শিশুর শারীরিক শাস্তি মুক্ত শিশুবান্ধব গুনগত শিক্ষা ব্যবস্থায় তালিকাভুক্তি ও অংশগ্রহণ করবে।
শিশুরা সব ধরণের শোষণ ও নির্যাতন থেকে সুরক্ষিত থাকবে এবং শিশুদের অধিকার পাওয়ার বিষয়টি সমুন্নত ও নিশ্চিত হবে।
দরিদ্র পরিবারের যুব নর-নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং তাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন হবে।

টার্গেট শিশুঃ
প্রাথমিক পর্যায়ে সুবিধাবঞ্চিত ১৫০ জন শিশু।

শিশুর ধরণঃ
সমানুপাতিক হারে ৫ বছর বয়স থেকে শিশু
গরিব পরিবারের শিশু যাদের মাসিক আয় ৫ হাজার টাকার নিচে
পারিবারিক যত্ন-পরিচর্যার অভাবে থাকা শিশু
অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠা শিশু
স্কুলে পড়ে না এবং স্কুল থেকে ঝরে পরা শিশু
অপুষ্টি ও রুগ্ন শিশু
বাস্তবায়ন প্রক্রিয়াঃ
এই শিক্ষা কেন্দ্রটি পরিবর্তন চ্যারিটি ফাউন্ডেশন দ্বারা বাস্তবায়িত হবে। বাস্তবায়ন কাঠামো টি ৩টি পর্যায় অনুসরণ করে পরিচালিত হবে।

১ম পর্যায়ঃ নির্বাহী কমিটি স্কুলের বিভিন্ন নীতিমালা তৈরি ও দিক নির্দেশনা দিবে এবং বিদ্যালয়ের যাবতীয় কর্মসূচী তদারকি করবে।

২য় পর্যায়ঃ প্রধান শিক্ষকের সরাসরি তত্ত্বাবধানে জাতীয় শিক্ষাবোর্ডের কারিকুলাম অনুসরণ করে শিক্ষাদান করা হবে।

৩য় পর্যায়ঃ শিক্ষাকেন্দ্র ও প্রতিটি শিক্ষার্থীর ব্যাক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করবে।

Map of পরিবর্তন স্কুলঃ সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা কেন্দ্র

OTHER PLACES NEAR পরিবর্তন স্কুলঃ সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা কেন্দ্র