বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী , টঙ্গী শাখা সংসদ

Gazipur, 1705 ,Bangladesh
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী , টঙ্গী শাখা সংসদ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী , টঙ্গী শাখা সংসদ is one of the popular Organization located in ,Gazipur listed under Organization in Gazipur ,

Contact Details & Working Hours

More about বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী , টঙ্গী শাখা সংসদ

মানুষের কাছে পেয়েছি যে বানী, তাই দিয়ে রচি গান
মানুষের লাগি ঢেলে দিয়ে যাব মানুষের দেয়া প্রাণ ।।
----- সত্যেন সেন

১৯৬৮ সাল, ২৯শে অক্টোবর। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতা প্রায়াত সত্যেন সেন।
উদীচী বর্তমানে সারা দেশের প্রতিটি জেলায় তথা বিশ্ববিদ্যালয়গুলোতে একের অধিক শাখা নিয়ে বিস্তৃত আছে। শুধু দেশেই নয়, দেশের গণ্ডি পেরিয়ে উদীচী শিল্পী গোষ্ঠী একের অধিক শাখা বিস্তার করে আছে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্সে।
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, টঙ্গী শাখা, গাজীপুর।
প্রতিষ্ঠা করেন আব্দুল খালেক ১৯৭২ সালের ২রা ডিসেম্বর।
এটিই উদীচী’র প্রথম শাখা।

তখন থেকেই নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে আজ পর্যন্ত অত্যন্ত সফলতার সাথে বভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তৎকালীন সময়ে উদীচী টঙ্গী শাখাই একমাত্র সাংস্কৃতিক সংগঠন যারা প্রগতিশীল সাংস্কৃতিক চর্চায় টঙ্গী তথা গাজীপুরবাসীকে উদ্ভত করেছে। শুরুতে উদীচী টঙ্গী শাখা এখানকার শিল্পাঞ্চলের শ্রমিক অধিকার আদায়ের লক্ষ্যে গণ সঙ্গীত পরিবেশন করে আসলেও পরবর্তীতে তারা গণ সঙ্গীতের পাশাপাশি নাটক চর্চাও করে আসছে যা বর্তমান পর্যন্ত অব্যাহত আছে। উদীচী টঙ্গী শাখা সাংস্কৃতিক সংগঠন হলেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও জাতীয় দুর্যোগের সময় সাধ্যানুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হল বন্যা’ ৯৮, সিডর, শীত বস্ত্র প্রদান সহ প্রভৃতি।

উদীচী টঙ্গী শাখা’র উল্লেখযোগ্য প্রযোজনা সমুহ –

গীতি নাটক – ইতিহাস কথা কও
নাট্যকার – মাহমুদ সেলিম
নির্দেশনা – মাধব আচার্য
মঞ্চায়ন – ১৩৫

নাটক – রয়েল বেঙ্গল টাইগার
নাট্যকার -
নির্দেশনা – খ ম খুশী
মঞ্চায়ন – ১৮

নাটক – একাত্তুরের বাজান
নাট্যকার – হাসান স্বপন
নির্দেশনা – জিল্লুর রহমান দীপু
মঞ্চায়ন – ৩৭


নাটক – সোনার খাঁচায়
নাট্যকার – মহিদুল ইসলাম
নির্দেশনা – মোকছেদ মিলন
মঞ্চায়ন – ১৭

নাটক – পন্তাকালি
নাট্যকার – মান্নান হীরা
নির্দেশনা – জহিরুল ইসলাম সুমন
মঞ্চায়ন – ৩৮

নাটক – মিছিলে আরেকবার
নাট্যকার -
নির্দেশনা – মোকছেদ মিলন
মঞ্চায়ন – ৬


নাটক – কুসুম কাহিনী
ইম্প্রুভাইজেশন
নির্দেশনা – উজ্জ্বল লস্কর
মঞ্চায়ন – ৩

নাটক – ইতিহাসের ইতিবৃত্ত
মূল ভাবনা ও নির্দেশনা – ডঃ শামসুল বারী
মঞ্চায়ন – ১২

নাটক – অর্ধবৃত্ত
নাট্যকার – বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান
নির্দেশনা – ডঃ শামসুল বারী
মঞ্চায়ন – ৪৭


নাটক – চৌরাস্তা
নাট্যকার – ডঃ মিলন ভৌমিক
নির্দেশনা – মাইনুদ্দিন স্বাধীন
মঞ্চায়ন – ১২

নাটক – বৃত্ত
নাট্যকার –মোস্তফা হীরা
নির্দেশনা – উজ্জ্বল লস্কর
মঞ্চায়ন –২৬

নাটক – দীপালীর উপাখ্যান
নাট্যকার – প্রদীপ কর
নির্দেশনা –
মঞ্চায়ন – ৮

নাটক – খুবসুরৎ
নাট্যকার – আব্দুল হাই দুর্বার
নির্দেশনা – উজ্জ্বল লস্কর
মঞ্চায়ন – ২

নাটক – বিষ বৃক্ষের রক্ত
রচনা : সগীর মোস্তফা
নির্দেশনা: উজ্জল লস্কর
মঞ্চায়ন – ২



বর্তমানে মহরা চলছে,

নাটক – খুবসুরৎ
নাট্যকার – আব্দুল হাই দুর্বার
নির্দেশনা – উজ্জ্বল লস্কর

নাটক – বিষ বৃক্ষের রক্ত
রচনা : সগীর মোস্তফা
নির্দেশনা: উজ্জল লস্কর

উদীচী টঙ্গী শাখা’র সদস্যবৃন্দ ( অনেকেই আছেন যারা বর্তমানে লেখাপড়া ও চাকুরীর জন্য দেশের বিভিন্ন জায়গায় ও দেশের বাইরে অবস্থান করছেন ) –
প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল খালেক / বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান / হাসান মোল্লা / ডঃ শামসুল বারী / মাধব আচার্য / রবি / মুন রহমান / নাজিম আহমেদ / জিল্লুর রহমান দিপু / সুলতানা আক্তার / শহীদুল্লাহ ভুঁইয়া স্বপন / জাহাঙ্গীর আলম / রিনি আক্তার / ইমরান / ফারদীন লস্কর উজ্জ্বল / মহিউদ্দীন রাকিব / মাহফুজা আক্তার বীণা / বিরহী জীবন / সোনিয়া / লিমন / মলি / চন্দন আচার্য / তনয় মজুমদার / বাবুই উরাং / হাফিজুল ইসলাম হিমেল / রাজীব / রুবেল / রাজন / ইশতিয়াক / জাহাঙ্গীর / জনি / রাহা / দিনা / রুবেল-২ / নাদিম / সজল / জাকির / শারমিন / রফিকুল ইসলাম রানা / শাহীন / নাইম / সায়েম / শফিকুল ইসলাম সবুজ / আনোয়ার পারভেজ / রুবানা / রেহানা পারভীন / সজনী / বৃষ্টি / বন্যা / ইতি / রানী / এল্মা জামিন দোলন / মোস্তাফিজুর রহমান রতন/ মেহেদী হাসান সজীব / আরিফ / ত্রিবাকা ।

Map of বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী , টঙ্গী শাখা সংসদ

OTHER PLACES NEAR বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী , টঙ্গী শাখা সংসদ