কাশিয়ানী উপজেলা-Kashiani Upazila

Kashiani,Gopalgonj,Dhaka, Kasiani, 8130 ,Bangladesh
কাশিয়ানী উপজেলা-Kashiani Upazila কাশিয়ানী উপজেলা-Kashiani Upazila is one of the popular Landmark & Historical Place located in Kashiani,Gopalgonj,Dhaka ,Kasiani listed under Landmark in Kasiani ,

Contact Details & Working Hours

More about কাশিয়ানী উপজেলা-Kashiani Upazila

কাশিয়ানীর নাম করণের ইতিহাসঃ এককালের একটি বিখ্যাত গ্রাম। এখন গোপালগঞ্জ জেলার একটি উপজেলা। এটি ৩০০১৪র্ উত্তর অক্ষাংশ এবং ৮৯০১২র্ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মধুমতি নদী এবং বারাশিয়া নদীও এই উপজেলার মূখ্য নৌপথ। নওয়াব আলীবর্দি খাঁর আমলে এই গ্রামের জমিদার ছিলেন বাবু দর্পনারায়ণ সেন। নিজ গ্রামে তিনি স্থাপন করেছিলেন কাশীনাথ দেবের ৫টি মূর্তি সহ ৫টি সুদৃশ্য মন্দির। কাশীনাথ দেবের নামানুসারে দর্পনারায়ণ সেনের গ্রামটির নাম হয়ে যায় কাশিয়ানী। অন্যমতে শোনা যায় যে, এ অঞ্চলে পূর্বে প্রচুর কাশফুল হতো, এজন্য এ উপজেলার নাম হযেছে কাশিয়ানী। ১৯০৮ সালে মুকসুদপুরকে ভেঙ্গে কাশিয়ানী একটি সতন্ত্র থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ সালে কাশিয়ানী মানউন্নিত থানায় রম্নপান্তরিত হয়।

Map of কাশিয়ানী উপজেলা-Kashiani Upazila