পটিয়া উপজেলা - Patiya Upazila

????? ?????? ( ?????? ??? ????????? - ?? ) ?????? ???? ?????????, Chittagong, ???? ,Bangladesh
পটিয়া উপজেলা - Patiya Upazila পটিয়া উপজেলা - Patiya Upazila is one of the popular Region located in ????? ?????? ( ?????? ??? ????????? - ?? ) ?????? ???? ????????? ,Chittagong listed under City in Chittagong , Public places in Chittagong ,

Contact Details & Working Hours

More about পটিয়া উপজেলা - Patiya Upazila

অবস্থান

চট্টগ্রাম জেলার অর্ন্তগত পটিয়া উপজেলার আয়তন ৩১৬.৪৭ বর্গ কিমি। উত্তরে চান্দঁগাও থানা ও বোয়ালখালী উপজেলা, দক্ষিণে চন্দনাইশ ও আনোয়ারা উপজেলা, পূর্বে রাঙ্গুনিয়া ও চন্দনাইশ উপজেলা এবং পশ্চিমে কোতোয়ালী, ডবলমুরিং ও বন্দর (চট্টগ্রাম) থানা। প্রধান নদী কর্ণফুলী। নবনির্মিত কর্নফুলী ৩য় ব্রিজ চট্টগ্রাম নগর ও পটিয়া উপজেলার সংযোগ সেতু। এই উপজেলার উপর দিয়ে গেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক।

ইতিহাস

ব্রিটিশ শাসনামলে ১৮৪৫ সালে পটিয়ায় একটি থানা প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৪ সালে এটিকে উপজেলায় উন্নীত করা হয়। ১৯৩০ এর দশকে এখানে ব্রিটিশ-বিরোধী বিপ্লবী, বিশেষতঃ যুগান্তর দল ও চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন অভিযানের সাথে জড়িত বিপ্লবীরা এখানে সক্রিয় ছিলেন। ১৯৩০-এর দশকে কালারপোল সংঘর্ষে বিপ্লবী স্বদেশ রায় ইংরেজ সেনাদের গুলিতে নিহত হন। ১৯৩৩ সালের ফেব্রুয়ারীতে গৈড়লা গ্রামে বিপ্লবী দলের অধিনায়ক সূর্যসেন ও ব্রজেন্দ্রসেন ইংরেজ সেনাদের হাতে ধরা পড়েন। ১৯৭১ সালে পাকবাহিনীর দুটি বোমারু বিমান পটিয়া সদরে কয়েকদফা বোমা হামলা চালিয়ে অনেক বেসামরিক লোককে হত্যা করে। ১৯৭১ সালের ৩মে মুজাফফরাবাদ গ্রামে পাকবাহিনী ও রাজাকার-আলবদর সদস্যরা অসংখ্য ঘরবাড়ী জ্বালিয়ে দেয় এবং নির্বিচারে গণহত্যা চালায়। ১৯২৯ সালে পটিয়া উপজেলার রশিদাবাদে জন্মগ্রহণ করেন চট্টগ্রামের বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী আবদুল গফুর হালী। তাঁর লেখা অসংখ্য আঞ্চলিক ও মাইজভান্ডারী গান সারা বাংলাদেশে জনপ্রিয়। আবদুল গফুর হালীকে নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্য চলচ্চিত্র ‘মেঠো পথের গান’। [২]

জনসংখ্যার উপাত্ত

জনসংখ্যা প্রায় ৫,০০০০০ জন। নির্বাচনী এলাকা: ২৮৮ (চট্টগ্রাম-১২), পটিয়া অংশ , পশ্চিম পটিয়ার ৫টি ইউ,পি চট্টগ্রাম - ১৩ আসনের অন্তর্ভুক্ত।

শিক্ষা

শিক্ষার হার ৬৩%।

প্রশাসনিক অঞ্চল

পটিয়া উপজেলায় রয়েছে একটি পৌরসভা, ৯টি ওয়ার্ড, ১৭টি ইউনিয়ন পরিষদ, ১২০টি মৌজা, এবং ১২৪টি গ্রাম। পটিয়া শহর এলাকার আয়তন ৯.৯৬ বর্গ কিলোমিটার। শহর এলাকাটি ৯টি ওয়ার্ড এবং ৯টি মহল্লায় বিভক্ত।

ইউনিয়ন গুলো হচ্ছেঃ
আশিয়া
কচুয়াই
কাশিয়াইশ
কুসুমপুরা
কেলিশহর
কোলাগাঁও
খরনা
ছনহরা
জঙ্গলখাইন
জিরি
দক্ষিণ ভূর্ষি
ধলঘাট
বরলিয়া
ভাটিখাইন
শোভনদন্ডী
হাবিলাস দ্বীপ
হাইদগাঁও
সুচক্রদণ্ডি।

অর্থনীতি

ক্ষুদ্র ও মাঝারী শিল্প সংক্রান্ত তথ্যাবলী
এস. আলম. ষ্টীল
এস. আলম ভেজিটেবল
চেমন ইস্পাত
ওয়েশটারন মেরিন শিপ ইয়ার্ড
ডায়মন্ড সিমেন্ট
হক্কানী পেপার মিল
আম্মবীয়া নিটিং
বনফুল বিস্কুট ফেক্টরী
শাহ আমানত নিটিং
বিসিক শিল্প নগরী
গাউছিয়া পোলট্টি ফার্ম
জম জম মৎস্য খামার
আল্লাই সল্ট ক্রসিং

এছাড়াও পটিয়া উপজেলার ইন্দ্রপুলে লবণ শিল্প কারখানা, বি সি ক শিল্প নগরীতে বিভিন্ন শিল্প কারখানা, উপজেলার বিভিন্ন অঞ্চলে পোলট্টি ও ডেইরী শিল্প, দুগ্ধ খামার গড়ে উঠেছে। মৎস্য উৎপাদন, ডেইরী, পোলট্টি ফার্ম, লবণ শিল্প এবং জাহাজ শিল্প এ উপজেলার সম্ভাবনাময় খাত। পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে কর্নফুলী নদীর তীরে ওয়েস্টার্ন মেরিন শীপ ইয়ার্ড জাহাজ শিল্প প্রতিষ্ঠান আছে। এখানে মাঝারী ধরনের জাহাজ তৈরী করা হয়। বর্তমানে উক্ত শিল্পের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা হচ্ছে। প্রধান প্রধান কৃষি ফসল: ধান, আলু, পান, শাকসবজি।

দর্শনীয় স্থান
1.বৌদ্ধ তীর্থ চক্রশালা মন্দির - পটিয়া সদর থেকে প্রায় দুই কিলোমিটার পূর্বে এর অবস্থান। বৌদ্ধ যুগে চট্টগ্রামের আদি নাম ছিল চট্টলা। তবে এটি চক্রশালা নামেই পরিচিত । পূর্বে এই স্থানে শুধু একটি মন্দির ছাড়া আর কিছুই ছিলনা। সেই মন্দির এর গায়ে পাথরে খোদাই করে লিখা আছে "ফরাতারা স্থুপ-নবতর সংস্কার - ১৯৮৭ খ্রিষ্টাব্দ । এই স্থানে তথাগত বুদ্ধ রেঙ্গুন থেকে আসার পথে অবকাশ যাপন করেন এবং তিনি চংক্রমণ করেছিলেন বলেই এই স্থান টিকে চক্রশালা নামে অভিহিত করা হয়। [৩]
2.ঠেগরপুনি বুড়াগোঁসাই মন্দির - পটিয়া উপজেলা সদর থেকে ৪ কি.মি. দক্ষিণে ঠেগরপুনি গ্রামে এর অবস্থান। এই স্থানটি আরাকান রাজ্যের আরাকান পর্বতমালা অংশ ছিল। আনুমানিক ৩৫০-৪০০ বছর পূর্বে ছান্দামা রাজার আমলে এই স্থানে একটি দীঘি ছিল , এটি ছান্দামা দীঘি নামে পরিচিত ছিল। কালক্রমে উক্ত রাজবংশ বিলুপ্ত হয় এবং ধীরে ধীরে তা পরিত্যক্ত বনে পরিণত হয়। উক্ত বনের মাটির নিচে চাপা পড়ে প্রাচীন বুদ্ধমুর্তিটি। পরে সেই মুর্তিটি মাটির নীচ থেকে উধ্বার করে সেই জায়গাতেই মন্দির নির্মাণ করা হয়। [৩]
3.মুসা খাঁ মসজিদ - ১৬৫৮ খ্রিঃ, ১০৬৬ হিজরী সনে শাবান মাসে আজিজ খাঁ মাওলানা হুলাইন গ্রামে এ মসজিদ নির্মাণ করেন। ইহা প্রাচীণ ঐতিহ্যমন্ডিত একটি দর্শনীয় স্থান।
4.বুড়া কালী মন্দির - ধলঘাট গ্রামে তৎকালীন জমিদার রাজা রাম দত্ত এটি প্রতিষ্ঠা করেছেন।
5.মহিরা ক্ষেত্রপাল - চৈত্র সংক্রান্তির সময় এখানে মেলা বসে। দুই’শ বছর পূর্বে এটি প্রতিষ্ঠিত।
6.ধলঘাট প্রীতিলতা ওয়াদ্ধাদার ট্রাস্ট - বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্ধাদার পটিয়ার ধলঘাট ইউনিয়নে জন্মগ্রহণ করেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে বীবত্বপূর্ণ অভিযানে অংশ গ্রহণ করে আত্মউৎসর্গ করেন। ধলঘাটে প্রীতিলতার স্মৃতি মন্ডিত বাসস্থান ও তাঁর আবক্ষমুর্তি অন্যতম দর্শণীয় স্থান ।
7.কে ই পি জেড দেয়াং পাহাড়ে অবস্থিত।

কৃতী ব্যক্তিত্ব
আবদুর রহমান (১৯০২-১৯৭৭) - জন্ম. পটিয়া গ্রাম, শিক্ষাবিদ ও লেখক।[তথ্যসূত্র প্রয়োজন]
আবদুল করিম সাহিত্যবিশারদ (১৮৭১-১৯৫৩) - জন্ম. সুচক্রদন্ডী গ্রাম, সংগ্রাহক ও লেখক।
আহমদ শরীফ (১৯২১ - ১৯৯৯) - জন্ম. সুচক্রদন্ডী গ্রাম, শিক্ষাবিদ, সাহিত্য সমালোচক, লেখক ও গবেষণামূলক প্রবন্ধকার।
কালীপদ ভট্টচার্য (?-১৯৭৮) - জন্ম. ধলঘাট গ্রাম, সাহিত্যিক।[তথ্যসূত্র প্রয়োজন]
জীবন আলী (জীবন পন্ডিত) - জন্ম. খানমোহনা গ্রাম, সঙ্গীতজ্ঞ ও পুঁথি লেখক।[তথ্যসূত্র প্রয়োজন]
নবীনচন্দ্র দাস (১৮৫৩-১৯১৪) - জন্ম. আলমপুর গ্রাম, সাহিত্যিক।[তথ্যসূত্র প্রয়োজন]
নির্মলকুমার সেন (১৮৯৮-১৯৩২) - জন্ম. কোয়েপাড়া গ্রাম, সূর্য সেনের বিপ্লবী দলের সদস্য।
পূর্ণেন্দু দস্তিদার (১৯০৯-১৯৭১) - জন্ম. ধলঘাট গ্রাম, রাজনীতিবিদ ও লেখক।[তথ্যসূত্র প্রয়োজন]
প্রীতিলতা ওয়াদ্দেদার (১৯১১-১৯৩২) - জন্ম. ধলঘাট গ্রাম, সূর্য সেনের বিপ্লবী দলের সদস্য।
বিপিনবিহারী নন্দী (১৮৭০-১৯৩৭) - জন্ম. খাইন গ্রাম, কবি।[তথ্যসূত্র প্রয়োজন]
শশাঙ্কমোহন সেন (১৮৭২-১৯২৮) - জন্ম. ধলঘাট গ্রাম, শিক্ষাবিদ, কবি ও সাহিত্য সমালোচক।[তথ্যসূত্র প্রয়োজন]
অন্নদাচরণ খাস্তগীর (১৮৩০ - ১৮৯০) - জন্ম. সুচক্রদন্ডী গ্রাম, খ্যাতনামা চিকিৎসক ও গবেষণামূলক প্রবন্ধকার।
অপূর্ব সেন ভোলা (১৯১৫ - ১৯৩২) - জন্ম. ছাত্রডান্ডি গ্রাম, সূর্য সেনের বিপ্লবী দলের সদস্য। ১৯৩২ সালের ১৩ জুন পটিয়ার ধলঘাটে ইংরেজ সিপাহীদের গুলিতে শহীদ হন।[তথ্যসূত্র প্রয়োজন]
অর্ধেন্দু দস্তিদার (? - ১৯৩০) - জন্ম. ধলঘাট গ্রাম, সূর্য সেনের বিপ্লবী দলের সদস্য। জালালাবাদ পাহাড়ে বৃটিশ সৈন্যের সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন।[তথ্যসূত্র প্রয়োজন]
আলী রজা (কানু ফকীর) - জন্ম. ওশখাইন গ্রাম, যোগ, সঙ্গীত ও আধ্যাত্মিক বিষয়ে বহু গ্রন্থের রচয়িতা।
কেদারনাথ দাশগুপ্ত (১৮৭৮ - ১৯৪২) - জন্ম. ভাটিখাইন গ্রাম, ব্যারিস্টার, লেখক ও স্বদেশী আন্দোলনে উদ্বুদ্ধ বুদ্ধিজীবী।[তথ্যসূত্র প্রয়োজন]
আবদুল গফুর হালী(১৯২৯...।)-জন্ম-রসিদাবাদ,স্নজ্ঞীত বিষয়ক[৪]
আসকর আলী পন্ডিত- জন্ম:১৮৪৬। স্থায়ী বসতি:পটিয়ার শোভনদণ্ডি গ্রামে।

বিবিধ
সরকারী হাসপাতাল ০১টি
স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক ২২টি
পোষ্ট অফিস ১৯টি
নদ-নদী কর্ণফুলী
হাট-বাজার ২৮টি
ব্যাংক ১১টি

ধর্মীয় প্রতিষ্ঠান
মসজিদ ৪৭৬টি
মন্দির ৩৭টি
প্যাগোডা ০১টি
গির্জা ০২টি
সন্ন্যাসীর আশ্রম ২১টি

Map of পটিয়া উপজেলা - Patiya Upazila