শেরশাহ'র শিরস্ক - The Helmet of Sher Shah

Motijheel, 152 R.K. Mission Road, Dhaka, 880 ,Bangladesh
শেরশাহ'র শিরস্ক - The Helmet of Sher Shah শেরশাহ'র শিরস্ক - The Helmet of Sher Shah is one of the popular Education located in Motijheel, 152 R.K. Mission Road ,Dhaka listed under Education in Dhaka ,

Contact Details & Working Hours

More about শেরশাহ'র শিরস্ক - The Helmet of Sher Shah

সম্রাট শেরশাহ (১৫৪০-১৫৪৫ খৃঃ) ভারতবর্ষের ভাগ্যাকাশে ধূমকেতুর মতো উদিত হলেও শ্রেষ্ঠতম শাসক ছিলেন। শাসক হিসেবে তিনি সুলতান কুতুবুদ্দীন আইবেক (১২০৬-১২২০ খৃঃ), ইলতুৎমিশ (১২১১-১২৩৬ খৃঃ), গিয়াসুদ্দীন বলবন (১২৬৬-১২৮৭ খৃঃ), আলাউদ্দীন খিলজী (১২৯৬-১৩১৬ খৃঃ) ও গিয়াসুদ্দীন তুঘলকের (১৩২০-১৩২৫ খৃঃ) যোগ্য উত্তরসূরি এবং সম্রাট আকবর (১৫৫৬-১৬০৫ খৃঃ) ও আলমগীরের (১৬৫৮-১৭০৭ খৃঃ) যোগ্য পূর্বসূরি ছিলেন। তবে, তিনি আলাউদ্দীন খিলজীর মতো খুনি ও পাষণ্ড এবং গিয়াসুদ্দীন বলবনের মতো অদূরদর্শী ছিলেন না। তেমনি, তিনি আলাউদ্দীন খিলজী ও আকবরের মতো অশিক্ষিতও ছিলেন না; বরং সুলতান মুহম্মদ বিন তুঘলকের (১৩২৫-১৩৫১ খৃঃ) মতো বিদ্বান ছিলেন। কিন্তু শেরশাহ তাঁর মতো ভারসাম্যহীন ও ব্যর্থ শাসক ছিলেন না। তদুপরি, তিনি আলাউদ্দীন খিলজী, মুহম্মদ বিন তুঘলক ও আকবরের মতো সেকুলার ছিলেন না; বরং অনেকটা সুলতান গিয়াসুদ্দীন বলবন, ফিরোজ শাহ তুঘলক (১৩৫১-১৩৮৮ খৃঃ), সেকান্দর লোদী (১৪৮৯-১৫১৭ খৃঃ) ও সম্রাট আওরঙ্গজেবের মতো ধার্মিক ও সুন্নী মুসলমান ছিলেন।

অবদান: ০১। তিনি সুশাসক ছিলেন। তাঁর আমলকে “সোনালী” যুগ বলা হয়। তাঁর রাজত্বে একজন বুড়ী ঝুড়ি-বোঝাই সোনাদানা মাথায় নিয়ে যে কোনো জায়গায় নির্ভয়ে যেতে পারতো! ইংরেজরাও স্বীকার করেছে যে, তারা শাসনকাজে তাঁর মতো দক্ষতা দেখাতে পারে নি! ডঃ কে, দত্ত লিখেছেন: “প্রজাদের জুলুম না করে তাদের সুখ ও সন্তোষের উপরেই তিনি তাঁর মহত্ত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।” মিঃ উইলিয়াম ক্রূক লিখেছেন: “সবার আগে শেরশাহ জনগণের সদিচ্ছায় ও সহযোগিতায় ভারতে একটি সালতানাত কায়েমের উদ্যোগ নেন।”

০২। তিনি সুবিচারক ছিলেন। এ ব্যাপারে তিনি কোনো সাম্প্রদায়িকতা কিংবা স্বজনপ্রীতির ধার ধারতেন না; এমন কি নিজের ছেলেকেও তিনি রেহাই দেন নি। তিনি বহু শত্রুরাজ্যে হানা দিয়েছিলেন। কিন্তু তাঁর সুবিচারের কারণে সেসব এলাকার বাসিন্দারা কখনো দেশত্যাগ করে নি; বরং তারা শেরশাহের সেনাদের করে সহায়তা করেছে। সুবিচার, উদারতা ও মহত্ত্ব দিয়ে এভাবেই তিনি তাদের হৃদয় জয় করতেন। তিনি বলতেন: “সকল ধর্মীয় কাজের মাঝে সুবিচার সবার উপরে। বিশ্বাসী বা অবিশ্বাসী সকল (সু)শাসকই সুবিচারকে প্রাধান্য দিয়েছেন।”

০৩। তিনি সুসংগঠক ছিলেন। একমাত্র তিনি তাঁর বিবাদমান আফগান জাতিকে তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন।

০৪। পাঞ্জাব থেকে সোনারগাঁ পর্যন্ত লম্বা “সড়কে আযম” তাঁর অন্যতম কীর্তি। “গ্র্যান্ড ট্রাঙ্ক রোড” এ সড়কেরই বর্তমান সংস্করণ। এছাড়া, রাজধানী আগ্রা হতে বুরহানপুর, যোধপুর ও চিতোর এবং লাহোর থেকে মুলতান পর্যন্ত রাস্তাগুলোও তাঁর আমলে নির্মিত হয়েছে।

০৫। ১৫৪১ খৃষ্টাব্দে তিনি ভারতবর্ষে প্রথম ঘোড়ার ডাকের প্রচলন করেন। তাঁর আমলে একজন সংবাদ-বাহকের ঘোড়ায় চড়ে ৬০০ মাইল পার হওয়ার রেকর্ড রয়েছে!

০৬। পথিকদের সুবিধার জন্যে তিনি রাজপথগুলোর পাশে চার মাইল পরপর সরাইখানা নির্মাণ করেন। ওগুলো সংখ্যায় মোট ১,৭০০টি ছিলো এবং প্রতিটিতে তত্ত্বাবধায়ক ও পাহারাদার ছিলো। দ্রুত খবরা-খবর আদান-প্রদানের জন্যে দু’টি করে ঘোড়া সব সময়ে প্রস্তুত থাকতো। হিন্দু ও মুসলমানদের জন্যে আলাদাভাবে থাকা-খাওয়ার বন্দোবস্ত ছিলো। বিশুদ্ধ পানির জন্যে প্রতিটির সামনে একটি করে পুকুর কাটা হয়েছিলো। এগুলোর পানি সবাই খেতে পারতো। যারা সরাইখানায় গিয়ে উঠতো - পদ-মর্যাদা অনুসারে, তাদের ও তাদের ঘোড়াগুলোর জন্যে সরকারী খরচে থাকা-খাওয়ার ব্যবস্থা ছিলো। প্রতিটি সরাইখানায় আবার একটি করে কুয়ো ও ইটের তৈরী মসজিদ ছিলো। প্রতিটি মসজিদে একজন করে ইমাম ও মুয়াজ্জিন নিযুক্ত ছিলেন। আশেপাশের জমিজমার উৎপাদিত ফসল থেকেই সরাইখানার যাবতীয় খরচ নির্বাহ করা হতো। রাস্তার দু’ পাশে ফলবান গাছপালা লাগানো হয়েছিলো যেনো গরমের দিনে ক্লান্ত পথিকরা সেসবের ছায়ায় জিরাতে পারে এবং সেগুলোতে তাদের ঘোড়াগুলো বাঁধতে পারে।

০৭। তিনি বিদ্যোৎসাহী ছিলেন। প্রজাদের সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে তিনি বহু শিক্ষালয় প্রতিষ্ঠা করেন। যেমন- পাঞ্জাবের নুর মাদরাসা, নার্নাউলের শেরশাহ মাদরাসা ইত্যাদি।

০৮। তিনি মুদ্রা ব্যবস্থায় আমূল সংস্কার করেন। তিনিই প্রথম মহর নামের প্রায় এক ভরি (১৬৯ গ্রেইন) ওজনের সোনার পয়সা, রূপিয়া নামের এক ভরি (১৮০ গ্রেইন) ওজনের রূপার পয়সা এবং দাম নামের প্রায় দু’ ভরি (৩৩০ গ্রেইন) ওজনের তামার পয়সা চালু করেন। পরবর্তী মোগল বাদশাগণ, এমনকি ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ১৮৩৫ খৃঃ পর্যন্ত ঐ রূপার পয়সার অনুসরণ করেছে।

০৯। তিনি ঘোড়াচিহ্নিত আইন পুনরায় চালু করেন। এ আইনে সেনা ও তার ঘোড়ার বিবরণ লিখে প্রত্যেকের জন্যে একটি নম্বর নির্দিষ্ট করে তাকে শেরশাহের সামনে আনা হতো। তিনি নম্বর পরখ করে তার বেতন ধার্য করতেন এবং ঐ সেনা তাঁর সামনেই নিজের ঘোড়াও চিহ্নিত করতেন। ফলে, যুদ্ধে অযোগ্য ঘোড়া ব্যবহৃত হতো না এবং ভুয়া সেনারাও অংশ নিতে পারতো না। ঘোড়াচিহ্নিত না করলে, তিনি কোনো সেনাকে এক কপর্দক বেতনও দিতেন না।

১০। তিনিই প্রথম “পাট্টা” (মালিকানা দলিল) ও “কবুলিয়ত” (চুক্তি দলিল) প্রথা চালু করেন।

১১। তিনি ভূমি জরিপ রীতিও পুনরায় চালু ও এর উন্নতি বিধান করেন। এ রীতিতে প্রতিবার ফসল তোলার সময়ে চষা জমি মেপে ফসলের রকম অনুসারে ও উৎপাদন অনুপাতে রাজস্ব নির্ধারিত হতো। ফলে, কৃষকরা জুলুম থেকে রক্ষা পায়। জমির খাজনা আদায়ে যেমনি কোনো গাফিলতি হতো না - তেমনি কোনো সঙ্গত কারণে ফসল না ফললে বা ফসল নষ্ট হলে, খাজনা মওকুফ করা হতো; এমন কি প্রয়োজনে সরকারের তরফ থেকে কৃষিঋণও দেয়া হতো।

১২। চৌসার যুদ্ধে জিতে তিনি তাঁর প্রিয় আমের নাম রাখেন চৌসা। এটিই অপভ্রংসিত হয়ে চোসা আম হয়েছে।

শেরশাহ সূরি জ্ঞান, প্রজ্ঞা ও বীরত্বে দ্বিতীয় আলেকজান্ডার ছিলেন। তাঁরই সম্মানে এ পাতার নাম রাখা হয়েছে, “শেরশাহ’র শিরস্ক”।

Although Emperor Sher Shah rose in the fate of India subcontinent as a comet, he was one of the great rulers. He was the worthy successor of Sultan Qutubuddin Aibak (1206-1220 CE), Istutmish (1211-1236 CE), Ghiyasuddin Balban (1266-1287 CE), Alauddin Khilji (1296-1316 CE) & Ghiyasuddin Tughluq (1320-1325 CE) and was the worthy predecessor of the Emperor Akbar (1556-1605 CE) & Alamgir (1658-1707 CE). But he was not marderer & heretic person like Alauddin Khilji and was not short-sighted person like Ghiyasuddin Balban. Similarly, he was not uneducated person like Alauddin Khilji & Akbar; rather he was well-educated person like Sultan Muhammad Bin Tughluq (1325-1351 CE). But Sher Shah was not Jekyll & Hyde person and unsuccessful ruler like him. Moreover, he was not secular like Alauddin Khilji, Muhammad Bin Tughluq & Akbar; rather he was pious & Sunni Muslim like almost Sultan Ghiyasuddin Balban, Fioz Shah Tughluq (1351-1388 CE), Sikandar Lodi (1489-1517 CE) & Emperor Alamgir.

Credit: 01. He was a good ruler. His reign is mentioned as golden era. An old woman was able to carry a gold-laden basket taking her head anywhere fearlessly during his reign. The English historians confessed that no government could show so much wisdom like him. Dr. K. Dutt said: “He (Sher Shah) wanted to build his greatness on the happiness & contentment of his subject not by oppressing them.” Mr. W. Crooke said: “Sher Shah was the first who attempted to found an Indian Empire broadly based upon the people’s will.”

02. He was an impartial judge. He would never consider any communalism or nepotism; even he didn’t exempt his son about this matter. He raided more enemy territories. But due to his good judgment, those residents never left their homelands; rather they helped his force. Thus, he used to win their hearts by his wise judgment, kindness & nobility. He used to say: “The impartial judgment is the highest of all religious deeds. All Believer or Non-believer (good) rulers gave priority it.”

03. He was a good organizer. Only he could unite his contentious Afghan nation under his successful leadership.

04. Sarak-I-Azam (the largest road) was long from Punjab to Sonargaon which is one of his celebrities. The Grand Tank Road is its modern edition. Besides, the roads from Agra to Burhanpur, Jodhpur & Chittoor and from to Multan were built in his reign.

05. In 1541 CE he introduced the mounted post or horse courier system in India subcontinent at first. There was a record that riding horse a postman crossed 600 miles in his reign.

06. He built rest-houses four miles consecutively beside the highways for the fasilities of the travelers. There were 1,700 rest houses totally and were caretaker & guard in each. Always, two horses were ready for fast communications. There was separate accommodation for the Hindus & the Muslims. For pure drinking water, a pond in front of each rest-house was dug. Everybody could drink the water. According to status, there was accommodation at the expense of government for them who used to move into the rest-houses. Besides, there were a well & a brick-Masjid in each rest-house. There were an Imam & a Muazzin for each Masjid. All expenses would be managed from the production of the surrounding lands. The fruit trees were planted both side of the high roads that the tired travelers can take shelter in the shade of those and can tie the ropes of their horses with those.

07. He was an education-encourager. He founded many Madrasas to make the citizens as an educated nation. For example: Noor Madrasa of Punjab, Sher Shah Madrasa of Narnaul etc.

08. He reformed the monetary system radically. At first, he who introduced Mohur which was gold-coin & weight was almost one Tola (169 grains), Rupiya which was silver-coin & weight was one Tola (180 grains) and Dam which was copper-coin & weight was almost two Tolas (330 grains). The next Mughal Emperors, even the East-India company followed that Rupiya.

09. He introduced the Branding of Horse Law again. Accordingly, an army would write the description of him & his horse and having selected a number for everyone and he would be brought to Sher Shah. By testing he would fix his salary and that army would brand own horse in front of him. Thereupon, no unfit horse & no false army would join in the war. Without branding horse, he wouldn’t pay salary even a penny any army.

10. At first, he who introduced the custom of Patta (ownership deed) & Qabuliyat (contract deed).

11. He also introduced the custom of land-survey again. Accordingly, the ploughed land would be measured in every harvest and according to the variety of the crop & its production ratio land-tax would be fixed. As a result, the farmers were safe from the oppression. As there was no negligence to collect land-tax, so their land-tax would be excused if the crops wouldn’t be grown or would be wasted due to legal reason; even the government would give the agricultural loan too.

12. Being won in the battle of Chausa he named his favorite mango Chausa. It is converted in Cosa Mango.

Sher Shah Suri was the second Alexander in knowledge, wisdom & heroism. In his honor, this page is named “The Helmet of Sher Shah”.

Map of শেরশাহ'র শিরস্ক - The Helmet of Sher Shah