পূর্ব রতন পুর

পূর্ব রতন পুর, Barisal, 8250 ,Bangladesh
পূর্ব রতন পুর পূর্ব রতন পুর is one of the popular Property Lawyer located in পূর্ব রতন পুর ,Barisal listed under Media/news/publishing in Barisal ,

Contact Details & Working Hours

More about পূর্ব রতন পুর

পূর্ব রতনপুর একটি গ্রামরে নাম। এ গ্রামরে নাম করা হয়ছেে কোন এক হিন্দু জমিদারের নাম অনুসারে । মূলত রতন পুর একটি বিস্তৃণি এক গ্রাম। স্বাধীনতার পর এ রতন পুর ভেঙ্গে কয়কেটি গ্রামরে সৃষ্টি হয় তাদরে মধ্যে র্পূব রতনপুর অন্যতম।
অবস্থান: র্পূব রতন পুর বরশিাল জলোর মেহেন্দিগঞ্জ উপজলোর কাজির হাট থানার বিদ্যানন্দপুর ইউনয়িনরে উত্তর-র্পূব কোণে অবস্থতি। এর র্পূব পাশে বহমান কালাবদর (লতা )নদী, উত্তরে লতা ইউনয়িন, পশ্চিমে বরশিাল হিজলা পাকা সড়ক এবং দক্ষনিে মাধপরায় গ্রাম। গুগল মানচত্রিরে এর অবস্থান 22°50′01.8″N 90°26′13.0″E ।
জনসংখ্যা ও আয়তন: র্পূব রতন পুরে বাস করে প্রায় তিন হাজার জনসংখ্যা। এ গ্রামরে বেশির ভাগ জনসংখ্যা মুসলমি এবং কিছু হিন্দু সম্পাদয় বাসকরে । এর আয়তন প্রায় পাঁচ কলিোমটিার।
প্রতিষ্ঠান: গ্রামের বেশির ভাগ মুলিম তাই এ ভূখন্ডে পাঁচটি মসজিদ, দুইটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি হাফিজিয়া মাদ্রাসা আছে।
ভাষা ও সংস্কৃতি: যেহেতু বাঙালি তাই এখানকার সকলে স্পষ্ট বাংলা ভাষায় কথা বলে। যদি বরিশালের উপদ্বীপে অবস্থান বিদায় কিছুটা বরশিালরে টান আছে, তবে সবাই বরিশালের আঞ্চলকি ভাষায় কথা বলে না। এখানে সবাই এক সুতই গাথা মলার মত বাস করে। তাই কবরি ভাষায়-

আমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো ঘর
থাকি সেথা সবে মিলে কেহ নাহি পর।
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই
একসাথে খেলি আর পাঠশালে যাই।
হিংসা ও মারামারি কভু নাহি করি,
পিতা-মাতা গুরুজনে সদা মোরা ডরি।
আমাদের ছোটো গ্রামে মায়ের সমান,
আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ।
মাঠভরা ধান আর জলভরা দিঘি,
চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি।
আমগাছ জামগাছ বাঁশ ঝাড় যেন,
মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন।
সকালে সোনার রবি পূব দিকে ওঠে
পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে।

Map of পূর্ব রতন পুর