মাভৈঃ আবৃত্তি সংসদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, Sylhet, ,Bangladesh
মাভৈঃ আবৃত্তি সংসদ মাভৈঃ আবৃত্তি সংসদ is one of the popular Organization located in শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ,Sylhet listed under Organization in Sylhet ,

Contact Details & Working Hours

More about মাভৈঃ আবৃত্তি সংসদ

মাভৈঃ আবৃত্তি সংসদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর একমাত্র আবৃত্তি সংগঠন । ১৯৯৮ সালের ১৫ নভেম্বর এ প্রতিষ্ঠার পর থেকে সিলেট তথা সমগ্র বাংলাদেশের আবৃত্তি অঙ্গনে মাভৈঃ আবৃত্তি সংসদ একটি সুপরিচিত নাম । আবৃত্তি চর্চা ও নিয়মিত কার্যক্রমের মাধ্যমে মাভৈঃ আবৃত্তি সংসদ প্রতিষ্ঠা করেছে এর নিজস্ব অবস্থান । বর্তমানে মাভৈঃ আবৃত্তি সংসদ “বাংলাদেশ আবৃত্তি সমন্বয়” পরিষদের তালিকাভুক্ত সংগঠন ।
মাভৈঃ আবৃত্তি সংসদের নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে জাতীয় দিবসগুলোতে অনুষ্ঠান আয়োজন, পহেলা বৈশাখ উদযাপন, মৌলিক প্রযোজনা, নবীন বরণ, কর্মশালা, বৃন্দ প্রযোজনা, শ্রুতিনাটক, পিঠা উৎসব ও কবিতার আসর, ফল উৎসব, বনভোজন, মাসিক প্রকাশনা “প্রজাপতি” প্রকাশ, সাপ্তাহিক আড্ডা ।
এছাড়াও মাভৈঃ আবৃত্তি সংসদ বিভিন্ন অঞ্চলের আবৃত্তি সংগঠনের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে ।

যোগাযোগ: ২০৫, ইউনিভার্সিটি সেন্টার (২য় তলা), শাবিপ্রবি, সিলেট-৩১১৪
ই-মেইল: maavoisust@gmail.com
মুঠোফোন: ০১৭৭৬৯৫১৪০৮ (অফিস), ০১৬৮০৯২৯৪১২ (সভাপতি)

Map of মাভৈঃ আবৃত্তি সংসদ