দ্য কুঁড়েঘর- The KureGhor

Dhaka, 1207 ,Bangladesh
দ্য কুঁড়েঘর- The KureGhor দ্য কুঁড়েঘর- The KureGhor is one of the popular Home located in ,Dhaka listed under Community organization in Dhaka ,

Contact Details & Working Hours

More about দ্য কুঁড়েঘর- The KureGhor

ক’জন সৃষ্টিশীল তরুণের চিন্তা-ভাবনায় সৃষ্টি এই কুঁড়েঘরের।

আমরা শুধু অনলাইনেই নয়, অফলাইন অর্থাৎ বাইরের জগতেও ডালপালা ছিটিয়ে রাখতে চাই সমানভাবে।

এই পৃথিবীকে নতুন শিশুর বাসযোগ্য করে গড়ে তোলার জন্য আমরা আমাদের সবটা দেবো উজাড় করে, সবটা..

কবিতা, গল্প, উপন্যাস, আলোকচিত্র, তৈলচিত্র, গান, নাটক কিংবা সিনেমার মাধ্যমে তো বটেই; অন্য যত ভাবে সম্ভব- ঠিক তত ভাবে জীবনকে, সত্যকে সবার মাঝে উপলব্ধিযোগ্য করে গড়ে তুলবো আমরা। হ্যাঁ.. আমরাই..

মানবের জন্য, মানবতার জন্য কাজ করার বাসনা আমাদের আজন্ম..

পাশে চাই সবাইকে, পাশে রাখতে চাই সবাইকে, পাশে থাকতে চাই সবার..

Map of দ্য কুঁড়েঘর- The KureGhor