হামার তুষভান্ডার

Tushbhandar, Lalmonirhat, 5520 ,Bangladesh
হামার তুষভান্ডার হামার তুষভান্ডার is one of the popular Community Organization located in Tushbhandar ,Lalmonirhat listed under Public places in Lalmonirhat , Home in Lalmonirhat ,

Contact Details & Working Hours

More about হামার তুষভান্ডার

হামার তুষভান্ডার"......আমাদের সাথে থাকুন ।।
http://goo.gl/forms/bO08aeGnrL">পেজের নাম "হামার তুষভাণ্ডার" বলতে আঞ্চলিক ভাষায় বোঝানো হয়েছে "আমাদের তুষভাণ্ডার"। এটি ছোট একটি মফস্বল শহর। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার অধীনে একটি ইউনিয়ন। এর রয়ছে প্রাচীন এবং ঐতিহ্যবাহী ইতিহাস।

কথিত আছে, এখানকার জমিদার খাজনা হিসেবে প্রজাদের কাছে তুষ নিতেন। এভাবেই এলাকার নামকরন হয়ে যায় তুষভাণ্ডার। জমিদারের সেই প্রাচীন বাড়ির কিছু অংশ এখনও দাড়িয়ে আছে। বাংলাদেশের প্রাচীন প্রত্নতত্তের অংশ এই জমিদার বাড়ি।

এছাড়াও "তুষভাণ্ডার আর এম এম পি সরকারী উচ্চ বিদ্যালয়" রংপুর অঞ্চলের অন্যতম প্রাচীন একটি বিদ্যাপীঠ। ১৮৬৭ সাল থেকে আলকিত ও শিক্ষিত করে তুলছে এই জনপদকে। পরবর্তীতে ১৯৮৮ সালে এটিকে সরকারীকরণ করা হয়। সেই সাথে "তুষভাণ্ডার নছর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়" প্রতিষ্ঠিত হয়, যার ফলে প্রত্যন্ত অঞ্চলের মেয়েরাও শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে নেই।

তুষভাণ্ডার লালমনিরহাট জেলার অন্যতম একটি বাণিজ্যিক এলাকা। সময়ের আবর্তনে বিভিন্ন এলাকার মানুষ এসে বসবাস শুরু করেছে, যুক্ত হয়েছে এই জনপদে।

রয়েছে বীর বিক্রম উপাধি প্রাপ্ত একজন শহিদ মুক্তিযোদ্ধার সমাধি। তাঁর নাম শহিদ ক্যাপ্টেন তমিজ উদ্দিন। এছাড়াও আরও অনেক মুক্তিযোদ্ধা আছেন। আছেন অনেক খ্যাতি সম্পন্ন ব্যাক্তিত্ত, যারা তুষভাণ্ডার এলাকাটির নাম উজ্জ্বল করেছেন।

কেউ জীবিকার তাগিদে আবার কেউ পরাশুনার জন্যে দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তাদের সবাইকে ফেসবুক জগতে যুক্ত করতে, প্রিয় জন্মস্থানের খবরাখবর জানিয়ে দিতে আমাদের পেজের এই প্রয়াস। সেই সাথে পুরো বিশ্বকে জানাতে চাই "হামার তুষভাণ্ডারের" ইতিহাস ঐতিহ্য।

সাথে থাকবেন।
ধন্যবাদ।

Map of হামার তুষভান্ডার