সহীহ্ হাদিস

-NA-,
সহীহ্ হাদিস সহীহ্ হাদিস is one of the popular Religious Bookstore located in ,-NA- listed under Religious Book Store in -NA- , Media in -NA- ,

Contact Details & Working Hours

More about সহীহ্ হাদিস

আল্লাহ্ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেনঃ

ادْعُ إِلِى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُم بِالَّتِي هِيَ أَحْسَنُ

“ডাক তোমার রবের পথের দিকে, হিকমাত ও উত্তম ওয়াজের মাধ্যমে। আর লোকদের সাথে পরস্পর বিতর্ক কর উত্তম পন্থায়। (নাহলঃ ১২৫)

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

“তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকবে, যারা মানব জাতিকে কল্যাণের দিকে দাওয়াত করবে, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে বাঁধা দেবে, তারাই সফলকাম।” (আলে ইমরানঃ ১০৪)

وَمَنْ أَحْسَنُ قَوْلاً مِّمَّن دَعَا إِلَى اللَّهِ

“এর চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যে আল্লাহর দিকে ডাকে।” (ফুস্সিলাতঃ ৩৩)

রাসূলুল্লাহ (সাঃ) এর নির্দেশ:

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو,أَنَّ النَّبِيَّ(صـ)قَالَ: بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً

“আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত নবী (সাঃ) বলেছেন, একটি আয়াত হলেও তা আমার পক্ষ থেকে পৌছিয়ে দাও।”(বুখারী)

عن ابن مسعودٍ (رضـ) قال سمعت رسول الله (صـ) يقول: نضَّر اللهُ إمرَأً سمع منا شيئاً فبلَّغه كما سمعه فرُبَّ مبلّغٍ أوْعَى له مِنْ ساَمِعْ

“ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সা. কে বলতে শুনেছি, তিনি বলেছেনঃ আল্লাহ সেই ব্যক্তির মুখ উজ্জল করুন, যে আমার হাদীস শুনেছে এবং যেভাবে শুনেছে সেভাবেই তা অন্যের নিকট পৌছিয়েছে। কেননা অনেক সময় যাকে পৌছানো হয়, সে ব্যক্তি শ্রোতা অপেক্ষা অধিক রক্ষণাবেক্ষণকারী বা জ্ঞানী হয়ে থাকে।”(তিরমিযী)

কাজেই, পেইজটির উদ্দেশ্য হচ্ছে, দ্বীনের অত্যাবশ্যকীয় আকীদা ও ইবাদত সংক্রান্ত বিষয়াদির সঠিক জ্ঞান প্রদানের লক্ষে সহায়ক হাদিস গ্রন্থ, ওয়েবসাইট ও লেকচার সমূহের সাথে পরিচিত করা ।

Map of সহীহ্ হাদিস