ঐতিহাসিক রাজবাড়ী

Rajbari,Dhaka,Bangladesh, -NA-, 7700 ,-NA-
ঐতিহাসিক রাজবাড়ী ঐতিহাসিক রাজবাড়ী is one of the popular City located in Rajbari,Dhaka,Bangladesh ,-NA- listed under City in -NA- , Public places in -NA- ,

Contact Details & Working Hours

More about ঐতিহাসিক রাজবাড়ী

admin : www.">রাজবাড়ী জেলা:
প্রশাসনিক
বিভাগ
ঢাকা
আয়তন (বর্গ
কিমি)
১,১১৮
জনসংখ্যা মোট: ৯,৪০,৩৬০
পুরুষ:৫০.০২%
মহিলা: ৪৯.৯৮%
শিক্ষা
প্রতিষ্ঠানের
সংখ্যা:
বিশ্ববিদ্যালয়:

কলেজ : ২৪
মাধ্যমিক
বিদ্যালয়: ৪১২
মাদ্রাসা : ৫৬
শিক্ষার হার ২৬.৪ %
বিশিষ্ঠ
ব্যক্তিত্ব
কাজী
মোতাহার
হোসেন , মীর
মোশাররফ
হোসেন
প্রধান শস্য ধান, পাট, আখ
রপ্তানী পণ্য আখ,
চীনাবাদাম,
পাট
রাজবাড়ী জেলা
বাংলাদেশের মধ্যাঞ্চলের
ঢাকা বিভাগের
একটি প্রশাসনিক অঞ্চল।
ভৌগোলিক সীমানা
রাজবাড়ী জেলার উত্তরে পদ্মা,
পশ্চিম থেক পূর্বে। পদ্মা ও যমুনার
সঙ্গমস্থল দৌলতদিয়ার সামান্য
উত্তরে আরিচা ঘাটে। পদ্মার অপর
পারে পাবনা ও মানিকগঞ্জ।
দক্ষিণে পদ্মার শাখা নদী গড়াই।
গড়াই-এর ওপারে ঝিনাইদহ ও
মাগুরা। জেলার পূর্বে ফরিদপুর ও
পশ্চিমে কুষ্টিয়া।
রাজবাড়ীকে ঘিরে পদ্মা,
চন্দনা, গড়াই ও হড়াই নদী।
প্রশাসনিক এলাকাসমূহ
রাজবাড়ী সদর উপজেলা
গোয়ালন্দ উপজেলা
পাংশা উপজেলা
বালিয়াকান্দি উপজেলা
কালুখালি উপজেলা
নামকরণের ইতিহাস
প্রাথমিক ইতিহাস
অর্থনীতি
চিত্তাকর্ষক স্থান
১। শাহ পাহলোয়ানের মাজারঃ
রাজবাড়ী অঞ্চলে ষোড়শ
শতকে ধর্ম প্রচারের জন্য আগমন
করেন শাহ পাহলোয়ান এর মত
আউলিয়ারা। ১৪৮০ হতে ১৫১০
খ্রিস্টাব্দের মধ্যে শাহ
পাহলোয়ান বোগদাদ শরীফ
পরিত্যাগ করে ফরিদপুর
অঞ্চলে এসে চন্দনা নদীর
তীরে বাসস্থান নির্মাণ
করে উপাসনা করছিলেন। কথিত
আছে শাহ পাহলোয়ান মৃত্যুর সময়
শিষ্যদের তার কবর পূর্ব-পশ্চিম
লম্বা-লম্বি দিতে বলেছিলেন।
কিন্তু তার শিষ্যবর্গ প্রচলিত
বিধানমতে যথানিয়মে তাকে কব
রস্থ করেন। কিন্তু
সকালে দেখা গেল তার কবর
ঘুরে পূর্ব-পশ্চিম লম্বা-
লম্বি হয়ে গিয়েছে। শাহ
পাহলোয়ানই
রাজবাড়ী অঞ্চলে ইসলাম
প্রচারের ভিত রচনা করে গেছেন।
২। দাদ্শী মাজার শরীফঃ
রাজবাড়ী শহর থেকে রেল লাইন
ধরে পূর্বদিকে ১
কিঃমিঃ দূরে দাদ্শী খোদাই
দরগা। ইসলাম প্রচারের
উদ্দেশ্যে কামাল শাহ নামক এক
আউলিয়া ষোড়শ
শতকে এতদঞ্চলে আগমন করেন।। ১৮৯০
সালে গোয়ালন্দ ঘাট পর্যন্ত
রাজবাড়ী রেল লাইন স্থাপনের
সময় জঙ্গলের মধ্যে দরগাটির সন্ধান
মিলে। সেই হতে দরগাটি এ
অঞ্চলের মানুষ খোদাই
দরগা নামে কামাল শাহ
আউলিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন
করে আসছেন।
৩। জামাই পাগলের মাজারঃ
রাজবাড়ী শহরের ৬
কিঃমিঃ দক্ষিণ-
পূর্বে আহলাদিপুর মোড়ে জামাই
পাগলের স্মৃতি চিহ্ন
হিসেবে একটি শেড নির্মিত হয়।
১৯৬০ সালের দিকে জামাই পাগল
নামে এক
ব্যক্তিকে সেখানে নেংটি পর
া অবস্থায় শেওড়া গাছের
নীচে মজ্জুম অবস্থায় দেখা যেত।
তাকে কেহ প্রশ্ন করলে তিনি একই
প্রশ্নের পুনরাবৃত্তি করতেন। তার
মৃত্যুর পর উক্ত স্থানে জামাই
পাগলের মাজার
নামে একটি মাজার
গড়ে উঠেছে।
লোকশ্রুতি আছে জামাই পাগল এক
বোবা মেয়েকে পানিতে চেপ
ে ধরে ছেড়ে দিলে সে কথা
বলতে শুরু করে।
৪। নলিয়া জোড় বাংলা মন্দিরঃ
বালিয়াকান্দি থানার
নলিয়া গ্রামে একটি জোড়
বাংলা মন্দিরের ধ্বংসাবশেষ
রয়েছে। এর গঠন বিচিত্র। এ
মন্দিরটি ১৭০০
সালে তৈরী বলে পন্ডিতগণ
মনে করেন।
৫। সমাধিনগর মঠ
( অনাদি আশ্রম)ঃ বালিয়াকান্দ
ি উপজেলার জঙ্গল ইউনিয়নে ১৯৪০
সালে স্বামী সমাধী প্রকাশরণ্য এ
মঠটি নির্মাণ করেন যার উচ্চতা ৭০
ফুট (গম্বুজসহ), দৈর্ঘ্য প্রায় ৮০ ফুট
এবং প্রস্থ ৫০ ফুট। এটি অনাদি আশ্রম
বলে পরিচিত। স্বামীজী এ
আশ্রমের মাধ্যমে ঐ এলাকার
মানুষকে আলোর পথে অগ্রায়ণ
করে গেছেন।
৬। রথখোলা সানমঞ্চঃ
রাজবাড়ী শহর থেকে দুই স্টেশন
পশ্চিমে প্রাচীন হড়াই নদীর
তীরে বর্তমান পদ্মার
কাছাকাছি বেলগাছি একটি ঐত
িহ্যবাহী স্থান। বেলগাছির
অদূরে হাড়োয়ায় স্থাপিত
হয়েছে কষ্টি পাথরের মদন মোহন
জিউর। মদন মোহন এর মূর্তিটি পাল
আমলের। বেলগাছিতে রাম
জীবনের নামে গড়ে ওঠে আখড়া।
রাম জীবনের স্মৃতি চিহ্ন
হিসেবে সেখানে সানমঞ্চ ও
দোলমঞ্চের ধ্বংসাবশেষ রয়েছে।
৭। নীলকুঠিঃ ১৮৫৭
সালে সিপাহী বিদ্রোহের পর
নীলকরদের অত্যাচার
আরো বৃদ্ধি পায়
এবং প্রজা সাধারণ অতিষ্ট
হয়ে সংঘবদ্ধভাবে নীলকরদের
বিরূদ্ধে রুখে দাড়ায়। শুরু হয়
নীলবিদ্রোহ।
রাজবাড়ীতে নীলবিদ্রোহ
সংঘটিত হয়। এ সময়
বালিয়াকান্দি থানার
সোনাপুরের হাশেম আলীর
নেতৃত্বে শত শত চাষী নীলকর ও
জমিদারদের বিরূদ্ধে নীল
বিদ্রোহে অংশ নেয়। বহু
স্থানে নীলকুঠি আক্রমণ করে ও
কাচারী জ্বালিয়ে দেয়। এ
অঞ্চলের বসন্তপুর, বহরপুর, সোনাপুর,
বালিয়াকান্দি, নাড়ুয়া, মৃগী,
মদাপুর, সংগ্রামপুর, পাংশার
নীলচাষীরা বিদ্রোহী হয়ে ওঠ
ে। ফলে ১৮৬০ সালে বৃটিশ সরকার
নীল কমিশন বসান এবং নীল চাষ
স্বেচ্ছাধীন ঘোষণা করেন।
ধীরে ধীরে কৃত্রিম নীল
উদ্ভাবিত হয় এবং প্রাকৃতিক নীল
চাষ বন্ধ হয়ে যায়।
৮। মীর মশাররফ হোসেন
স্মৃতি কেন্দ্রঃ বিষাদ সিন্ধু খ্যাত
মীর মশাররফ হোসেন
স্মৃতি বিজড়িত পৈত্রিক নিবাস
পদমদীতে মীর মশাররফ হোসেন ও
তার স্ত্রীর
সমাধিকে ঘিরে ১৯৯৯
সালে তৈরী করা হয় মীর মশাররফ
হোসেন স্মৃতি কেন্দ্র।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের
অধীন দুই কোটি তিপান্ন লক্ষ
ত্রিশ হাজার টাকা ব্যয়ে দুই একর
জমির উপর স্মৃতি কেন্দ্রটি নির্মাণ
করা হয় । নির্মিত এই
স্মৃতি কেন্দ্রে একটি পাঠাগার,
একটি শীততাপ নিয়ন্ত্রিত
অতিথি কক্ষ, সভা কক্ষ,
মিউজিয়াম, ডাইনিং রুম
প্রভৃতি তৈরী করা হয়েছে।
মীরের আবক্ষ মূর্তি যে কোন
দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। এ
স্মৃতি কেন্দ্রে মীর ভক্তদের
পাশাপাশি শীত মৌসুমে প্রচুর
পর্যটকের ভীড় জমে।
৯। দৌলতদিয়া ঘাটঃ
বাংলাদেশের দক্ষিণাঞ্চল
ফরিদপুর, যশোর, খুলনা, কুষ্টিয়া,
বরিশাল পদ্মা নদী দ্বারা বিভক্ত।
ঢাকা হতে দক্ষিণাঞ্চলে এসব
জেলায়
পৌছাতে হলে দৌলতদিয়া ঘাট
অতিক্রম করা অপরিহার্য। ব্রিটিশ
ভারতে গোয়ালন্দ বাংলার
পশ্চিম আর পূর্বের সেতু বন্ধন
হিসেবে বাংলার দ্বার
নামে পরিচিত ছিল। দেশের
দক্ষিণাঞ্চলের
সাথে রাজধানী ঢাকার
সেতুবন্ধন
হিসেবে দৌলতদিয়া ঘাট
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করে আসছে।প্রতিদিন হাজার
হাজার যাত্রী এ ঘাট পার
হয়ে ঢাকায় যাতায়াত করে।
অন্যান্য :
চাঁদ সওদাগরের ঢিবি, বেলগাছী
কল্যাণদিঘি
গোয়ালন্দ ঘাট, The Gate of Bengal
নামে পরিচিত। গোদারবাজার,
রাজবাড়ী।

Map of ঐতিহাসিক রাজবাড়ী