আক্কেলপুর,জয়পুরহাট,বাংলাদেশ

Akkelpur,Joypurhat, Akkelpur, 5940 ,Bangladesh
আক্কেলপুর,জয়পুরহাট,বাংলাদেশ আক্কেলপুর,জয়পুরহাট,বাংলাদেশ is one of the popular Borough located in Akkelpur,Joypurhat ,Akkelpur listed under Public places in Akkelpur , Public Places & Attractions in Akkelpur ,

Contact Details & Working Hours

More about আক্কেলপুর,জয়পুরহাট,বাংলাদেশ

আক্কেলপুর উপজেলার পটভূমি

আক্কেলপুর জয়পুরহাট জেলার একটি প্রাচীন ও প্রসিদ্ধ উপজেলা। জনশ্রুতিতে যতদূর শোনা যায় এ এলাকায় আক্কেল কাজী নামক একজন সম্পদশালী ব্যক্তি বাস করতেন। তার নাম অনুসারে এ স্থানের নাম হয়েছে আক্কেলপুর। অন্যদিকে কথিত আছে যে, সাবেক “ইকুরকুরি”মৌজায় সপ্তদশ শতাব্দীতে হজরত শাহ মখদুম(রা:)নামক একজন ধর্মীয় সাধক সুদূর পারস্য থেকে ধর্ম প্রচারের জন্য আসেন। তিনি অনুভব করেন যে এখানকার লোকজন অত্যন্ত বুদ্ধিমান যার ইংরেজি শব্দ Intelligentএবং পারসিয়ান পরিভাষায় আক্কেলমান্দ নামে খ্যাত। সুতরাং স্থানীয় পত্র পত্রিকা ও শ্রুতি হতে জানা যায় যে পারস্য শব্দ আক্কেলমান্দ হতেই আক্কেলপুর নামকরণ করা হয়েছে। আক্কেলপুর জয়পুরহাট জেলার সবচেয়ে ছোট উপজেলা। বিগত স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭২ সালের সাবেক বগুড়া জেলার আদমদীঘি থানার কিছু অংশ নিয়ে প্রথমে আক্কেলপুর থানা প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে প্রশাসনিক বিকেন্দ্রিকরণের আওতায় উপজেলায় উন্নীত হয়।

Map of আক্কেলপুর,জয়পুরহাট,বাংলাদেশ

OTHER PLACES NEAR আক্কেলপুর,জয়পুরহাট,বাংলাদেশ