Adbarpur Burichang Comilla Bangladesh.

Adbarpur ?????? ?????? ??? ? ?????? ??????? ??? ????????????? ??? ? ?????? ??????, Burichang, 3531 ,Bangladesh
Adbarpur Burichang Comilla Bangladesh. Adbarpur Burichang Comilla Bangladesh. is one of the popular Region located in Adbarpur ?????? ?????? ??? ? ?????? ??????? ??? ????????????? ??? ? ?????? ?????? ,Burichang listed under City in Burichang , Public places in Burichang ,

Contact Details & Working Hours

More about Adbarpur Burichang Comilla Bangladesh.

কুমিল্লা জেলার,বুড়িচং উপজেলার
অন্তগর্ত একটি গ্রাম|

"আর্দশ গ্রাম"">
সূচনাঃ আমাদের গ্রামে নাম এদবারপুর। ইহা কুমিল্লা জেলায় অবস্থিত। ইহা একটি পুরাতন গ্রাম।

অবস্থানঃ ইহা গোমতী নদীর পশ্চিম তীরে অবস্থিত। গ্রামের পূর্বদিকে একটি বড় মাঠ আছে। ইহা উপজেলা হতে চার মাইল দুরে অবস্থিত। বুড়িচং হতে ইহা মাত্র তিন মাইল দুরে অবস্থিত।

লোক সংখ্যা এবং পেশাঃ আমাদের গ্রামের লোকসংখ্যা পনের হাজারেরও অধিক। তাদের বেশির ভাগই মুসলমান। গ্রামের অধিকাংশ লোক কৃষক। কেহ কেহ ব্যবসায়ী এবং কেহ কেহ চাকুরীজীবি। গ্রামবাসীদের অল্প কয়েকজন জেলে এবং মিস্ত্রী। আমাদের গ্রামে অনেক শিক্ষিত লোক আছে। তাদের অধিকাংশই শহরে থাকে।

প্রতিষ্ঠান সমূহঃ ইহা একটি পুরাতন এবং গুরুত্বপূর্ণ গ্রাম। আমাদের গ্রামে একটি উচ্চ বিধ্যালয়, তিনটি প্রাথমিক বিদ্যালয়, একটি মহাবিদ্যায় এবং একটি গণ গ্রন্থাগার আছে। এখানে একটি ডাকঘর এবং একটি বড় বাজার আছে। গ্রামে চারটি পাকা মসজিদ এবং একটি মাদ্রাসা আছে।

যোগাযোগঃ আমাদের গ্রামের ব্যবস্থা সড়ক এবং নদী উভয় পথেই ভাল। জেলা সদর ও থানা সদরের সাথে গ্রামের যোগাযোগ ব্যবস্থা খুবই ভাল।

সাংস্কৃতিক কর্মকান্ডঃ আমাদের গ্রামখানি কিছু কিছু সাংস্কৃতিক কর্মকান্ড যেমন যাত্রা, জারিগান, নেীকা বাইচ এবং ষাঁড় দৌড়ের জন্য বিখ্যাত।

জলবায়ু ও স্বাস্থ্যঃ আমাদের গ্রামের জলবায়ূ স্বাস্থ্যের জন্য ভাল। আমাদের বিশুদ্ধ পানির অভাব নেই। এখানে প্রচুর পরিমানে মাছ, দুধ, মাংস এবং শাকসব্জি পাওয়া যায়। তাই গ্রামবাসীরা স্বাস্থ্যবান, সুখী এবং কর্মঠ।

উপসংহারঃ আমাদের গ্রামের লোকজন খুবই সাদাসিদে এবং সৎ। তারা সুখে ও শান্তিতে বাস করে। এ ধরনের আদর্শ গ্রামে বাস করে আমি গর্বি

Map of Adbarpur Burichang Comilla Bangladesh.