ATATURK MODEL HIGH SCHOOL

Feni-Noakhali Highway, Daganbhuiyan, Daganbhuiyan, 3920 ,Bangladesh
ATATURK MODEL HIGH SCHOOL ATATURK MODEL HIGH SCHOOL is one of the popular High School located in Feni-Noakhali Highway, Daganbhuiyan ,Daganbhuiyan listed under School in Daganbhuiyan , High School in Daganbhuiyan ,

Contact Details & Working Hours

More about ATATURK MODEL HIGH SCHOOL

ক. শিক্ষা প্রতিষ্ঠানের নামঃ আতাতুর্ক মডেল হাই স্কুল, দাগনভূঞা, ফেনী।

খ. শিক্ষা প্রতিষ্ঠানের ছবিঃ সংযুক্ত।

গ. শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসঃ

প্রতিষ্ঠার তারিখঃ ০৬/০১/১৯৩৯ খ্রিঃ।

প্রতিষ্ঠার বিবরণঃ বিদ্যালয়টি ১৯৩৯ইং সনে প্রতিষ্ঠিত হয়। এর পূর্রে তৎকালীন শিক্ষা ব্যবস্থা অনুযায়ী এম.ই.(মিডল ইংলিশ) স্কুল হিসাবে প্রতিষ্ঠিত ছিল। ফেনী মহকুমার তৎকালীন (এসডিও) সাবডিবিশনাল অফিসার মরহুম মিজানুর রহমান এই হাইস্কুল প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা। তিনি এলাকার গণ্যমান্য ও দানবীর ব্যক্তিবর্গ নিয়ে ২৫ শে সেপ্টেম্বর এম.ই.স্কুল মাঠে এক মহতী সভা আহবান করেন। সে সভাতেই এই বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহিত হয়। পরবর্তীতে এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এলাকার বহু বিত্তবান, প্রভাবশালী ও জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ এগিয়ে আসেন এবং তাদের আর্থিক, মানসিক ও শারীরিক আনুকূল্যের বিনিময়ে বিদ্যালয়টি অতি দ্রুত পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। এই মহৎ ব্যক্তিদের মধ্যে সর্বজনাব আরিফুর রহমান চৌধুরী, হামিদুল হক চৌধুরী, রায় বাহাদুর অম্বিতা চরণ রক্ষিত, মোস্তাফিজুর রহমান চৌধুরী, খান বাহাদুর গোফরান, প্রকৌশলী কালী বর্মন মুখার্জী, ফজলুর রহমান ঠিকাদার, আবদুল গণি, খান বাহাদুর রেনু মিয়া, রমণী মজুমদার, শামসুল হক, ওবায়দুল্লাহ্, বগলা মুহুরী ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জালাল উদ্দিন আহমদ-এর নাম উল্লেখযোগ্য।

প্রতিষ্ঠাতাঃ বিদ্যালয়টি এককভাবে কেউ প্রতিষ্ঠা করেননি। অনেকেরই সহায়তায় এটি পরিপুষ্ট হয়ে উঠে। তবে নগদ অনুদানের মাপকাঠিতে বিশিষ্ট দানবীর মরহুম আরিফুর রহমান চৌধুরী এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে পরিগণিত হন।

প্রাথমিক সংগঠকঃ বিদ্যালয়টি প্রতিষ্ঠার সূত্রপাত যিনি ঘটান এবং প্রাথমিক পর্যায়ে যিনি সার্থক সংগঠক ও সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি হচ্ছেন- ফেনী মহকুমার সাবডিবিশনাল অফিসার মরহুম মিজানুর রহমান।

বিকাশপর্বঃ প্রতিষ্ঠার পর থেকে নিরন্তরভাবে দীর্ঘকাল ব্যাপী অনেক চড়াই উৎরাই পেরিয়ে কিছু মহান ব্যক্তির প্রচেষ্টা ও পরিশ্রমে বিদ্যালয়টি বিকশিত হতে শুরু করে, যা বর্তমানে এক বিশাল সম্পদশালী ও পূর্ণাঙ্গ কমপ্লেক্স হিসাবে রূপায়িত হয়েছে। স্কুলের ইতিহাস খুঁজলে দেখা যায়- তুরস্ক সরকারের সাহায্য সহযোগিতার আশায় স্কুলটি প্রতিষ্ঠিত হয় নাই। তবুও কালের বিবর্তনে একদিন এ স্কুলের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে যোগাযোগের সম্পর্ক গড়ে উঠে। প্রথম দিকে বিদ্যালয়ের সেক্রেটারী আনিসুর রহমান চৌধুরী ও প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল বাশার তুর্কী দূতাবাসের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। সত্তরের দশকের শেষের দিকে বাংলাদেশ বিমান বাহিনীর তৎকালীন প্রধান এয়ার ভাইস মার্শাল এ. জি. মাহমুদ ও পরবর্তীতে এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ তুরস্কের সাথে স্কুলের যোগাযোগ ও সম্পর্কন্নোয়নের ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন। যার ফলশ্রুতিতে ১৯৮১ সালের মার্চ মাসে তুর্কী রাষ্ট্রদূত মিঃ মেটিন সেরম্যান ও তুর্কী পররাষ্ট্রমন্ত্রী ইলতার তার্কম্যান বিদ্যালয় পরিদর্শনে আসেন। এর আগের দিন এদের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদ্যালয়ের অবস্থাদি নিয়ে কথা বলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সর্বজনাব হাবিব উল্লাহ্, মজিবুল হায়দার চৌধুরী, আবদুর রব, প্রফেসর এম শফীউল্লাহ্, আবদুল আউযাল মিন্টু, মজিবুর রহমান চৌধুরী, এ.কে.এম.ওয়াজি উল্লাহ্, আবদুল ওহাব ও বজলুর রহমান। একই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কাজী ফজলুর রহমান (পরবর্ততে শিক্ষা সচিব ও তত্বাবধায়ক সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা) তৎকালীন অর্থমন্ত্রী এম.এ.মুহিতসহ তুরস্ক সফরে তুরস্কের প্রেসিডেন্ট কেনান এভরেনকে স্কুল পরিদর্শনের দাওয়াত দেন। পরবর্তীতে তুরস্ক প্রেসিডেন্ট কেনান এভরেন ২৪শে ডিসেম্বর ১৯৮২ সনে বিদ্যালয় পরিদর্শনে আসেন। সে সুবাদে জনাব হাবিব উল্লাহ তৎকালীন তুরস্ক রাষ্ট্রদূত মিঃ মেটিন সেরম্যান, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সর্বজনাব কাজী ফজলুর রহমান, মফিজুর রহমান ও প্রফেসর এম.শফীউল্লাহ্র সাথে পরামর্শ করে বিদ্যালয়টির সার্বিক উন্নয়নের একটি রুপরেখা প্রণয়ন করেন এবং তৎকালীন বাংলাদেশের প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের অনুমতিক্রমে তুরস্ক প্রেসিডেন্টের পরিদর্শনের দিন শিক্ষা পরিদপ্তরের মহাপরিচালক জনাব শামসুল ইসলাম তাঁর নিকট উপস্থাপন করেন। পরবর্তীতে এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রেসিডেন্ট কেনান এভরেন দেশে গিয়ে একটি টেকনিক্যাল টীম পাঠান। সেই টেকনিক্যাল টীমের সাথে সার্বক্ষণিক জড়িত থাকেন জনাব হাবিব উল্লাহ। টেকনিক্যাল টীমটির থাকা খাওয়া ও ফেনীতে অবস্থানের ব্যাপারে তৎকালীন ফেনী জেলা প্রশাসক জনাব হাবিবুর রহমান ও ন্যাশনাল ব্যাংক লিঃ এর সহকারী ভাইস প্রেসিডেন্ট জনাব হুমায়ুন কবীর বিশেষ সহযোগিতা করেন। পরবর্তীতে টেকনিক্যাল টীমের সুপারিশের ভিত্তিতে বিদ্যালয়টি একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স-এ পরিণত করার লক্ষ্যে অনুদান আসতে শুরু করে। তৎকালীন বাংলাদেশী টাকায় প্রায় দুই কোটি টাকা ব্যয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টের তত্বাবধানে বিদ্যালয়ের প্রায় ৮.০০ একর সম্পত্তির উপর নির্মিত হয় আলাদা আলাদা দ্বিতল প্রশাসন ভবন, দ্বিতল একাডেমিক ভবন, তিন তলা ছাত্রাবাস ভবন, সুসজ্জিত মিলনায়তন ভবন, মসজিদ ভবন ও প্রধান শিক্ষকের দ্বিতল বাসভবন। এখানে উল্লেখ্য যে, ১৯৮১ সন থেকে জনাব হাবিব উল্লাহ্ বিদ্যালয়ের সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। ফলে বিদ্যালয়ের এই বিকাশ পর্বে বিভিন্ন লোকদের সাথে যোগাযোগ ও উন্নয়নের সমন্বয় সাধনে তাঁর অবদান ছিল অসামান্য।

চলমান পাতা-০২

চলমান পাতা-০২

স্কুলের প্রসিদ্ধ প্রাক্তন শিক্ষক ও ছাত্রঃ স্কুলটির প্রতিষ্ঠাকালীন ও বিকাশ পর্বে বহু প্রসিদ্ধ শিক্ষকবৃন্দের সংমিশ্রণ ঘটে এবং বাংলাদেশের বহু দায়িত্বশীল ও উচ্চ পদে এই স্কুলের প্রাক্তন ছাত্রবৃন্দ অধিষ্ঠিত হওয়ার গৌরব অর্জন করেন।

প্রাক্তন শিক্ষকঃ

প্রধান শিক্ষক/ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকঃ (সকল)

নং


নাম


কার্যকাল

০১


জনাব জালাল উদ্দিন আহম্দ-বিএ.বি.টি

(সরঃ গোল্ড মেডেল প্রাপ্ত)


০৬/০১/১৯৩৯----২০/০৭/১৯৫১

০২


’’ আবুল হোসাইন-বি.এসসি.বি.টি.


০৮/০১/১৯৫২----০৬/০৮/১৯৫৬

০৩


’’ শেখ আবদুল লতিফ-বিএ.বি.টি.


১৬/০৯/১৯৫৬----১০/০৯/১৯৬১

০৪


’’ কৃষ্ণবন্ধু নাথ-বি.এসসি.


১১/০৯/১৯৬১----৩০/০৬/১৯৬৩

০৫


’’ মোহাম্মদ আবুল বাশার-বিএ.বি.টি.


০১/০৭/১৯৬৩----৩১/০৫/১৯৮৯

০৬


’’ আবদুল ওহাব খান-বি.কম.বি.এড.


০১/০৬/১৯৮৯----০৮/০৩/১৯৯১

০৭


’’ অধ্যাপক মোমিন উল্লাহ্-এম.এ.বি.টি.


০৯/০৩/১৯৯১----১৪/০৪/১৯৯২

০৮


’’অধ্যাপক মুহাম্মদ ফজলুর রহমান এম.এ.(ইংরেজি), বি.এড.


১৫/০৪/১৯৯২----৩১/০৩/১৯৯৭

০৯


’’ হরে কৃষ্ণ দাস-এম.এ.বি.এড.এল.এল.বি


০১/০৪/১৯৯৭----২৯/১২/১৯৯৭

১০


’’ অধ্যাপক মোঃ মোমিন উল্লাহ্-এম.এস.সি.


৩০/১২/১৯৯৭---০৩/০৬/২০০২

১১


’’ এ.বি.এম.মোহিববুর রহমান ভূঁঞা

বি.কম(অনার্স),এম.কম(ব্যবস্থাপনা),বি.এড


০৩/০৬/২০০২----

সহকারী শিক্ষকঃ (উল্লেখযোগ্য কয়েকজন)

নং


নাম


কার্যকাল

০১


বাবু বলাই চক্রবর্তী


০২


জনাব এ.এস.এম.আমিন উল্লাহ্


০৩


বাবু যদুনাথ কাব্যতীর্থ


০৪


বাবু নরেন্দ্র কুমার দত্ত


০৫


জনাব এ.এস.এম.আজম উল্লাহ চৌধুরী


০৬


’’ সেকান্দর আহম্মদ


০৭


’’ খাজা মোহাম্মদ ওয়াজি উল্লাহ্


০৮


’’ রহিম উল্লাহ্ চৌধুরী


০৯


বাবু সুরেন্দ্রনাথ দাস গুপ্ত


১০


জনাব জুনাব আলী


১১


মৌলভী হাবিব উল্লাহ্


১২


বাবু সুধীর রঞ্জন মজুমদার


১৩


জনাব সেকান্দর মিয়া


১৪


’’ নুর মিয়া পন্ডিত


১৫


’’ এ.এ. লুতফুল কবীর


১৬


’’ এ.কে.এম. গিয়াস উদ্দিন আহম্মদ


১৭


’’ মোহাম্মদ সোলায়মান


১৮


মৌলভী দ্বীন মোহাম্মদ


১৯


বাবু বীরেন্দ্র নাথ দাস গুপ্ত


২০


বাবু হীরালাল দাস


চলমান পাতা-০৩

চলমান পাতা-০৩

নং


নাম


কার্যকাল

২১


জনাব আবদুল হামিদ


২২


বাবু মনোরঞ্জন মজুমদার


২৩


বাবু রত্নেশ্বর পাল


২৪


বাবু উপেন্দ্রনাথ দাস গুপ্ত


২৫


জনাব এ.কে.এম.শামছুল হক


২৬


’’ মোহাম্মদ আবুল ফাত্তাহ্


২৭


বাবু ছায়া কুমার গুপ্ত


২৮


জনাব নিজাম উদ্দিন হায়দার


২৯


বাবু অমৃত লাল দত্ত


৩০


বাবু শচীন কুমার শীল


৩১


জনাব আবদুল কাদের


৩২


’’ কাজী ছিদ্দিক উল্লাহ্


৩৩


’’ মোহাম্মদ আবদুল জলিল খান


৩৪


জনাব জয়নাল আবেদীন


৩৫


বাবু উপেন্দ্র মোহন দে


৩৬


জনাব মোহাম্মদ আবদুছ ছোবহান


৩৭


’’ রকিব উদ্দিন আহম্মদ


৩৮


বাবু পরেশ চন্দ্র চক্রবর্তী


৩৯


জনাব খায়রুল বাশার


৪০


’’ মোহাম্মদ আফজল


৪১


’’ খলিল উল্লাহ্


৪২


’’ আবদুল মান্নান


৪৩


’’ আবদুস ছাত্তার


৪৪


বাবু দ্বীতেন্দ্র নাথ সোম


৪৫


জনাব মোহাম্মদ মোস্তফা


৪৬


’’ বদরুল মিল্লাত


৪৭


’’ কাজী মোহাম্মদ বক্স


৪৮


বাবু পরেশ নাথ


৪৯


জনাব সুলতান বায়েজিদ


৫০


’’ আলেক উল্লাহ্


৫১


মৌলভী রশিদ আহম্মদ


৫২


’’ আলী আজ্জম চৌধুরী


৫৩


’’ অজি উল্লাহ্


৫৪


’’ কাজী আবদুর রহমান


৫৫


’’ গিয়াস উদ্দিন আহমদ


৫৬


’’ সামছুল হক


৫৭


’’ আবদুর রহিম


৫৮


’’ মজিবুর রহমান


৫৯


’’ আলী আজম


৬০


মাওলানা আবদুল কাদের


চলমান পাতা-০৪

চলমান পাতা-০৪

নং


নাম


কার্যকাল

৬১


জনাব এফ.এম. মোহাম্মদ আবদুর রব


৬২


’’ সিরাজুল ইসলাম ভূঞা


৬৩


বাবু যোগেশ চন্দ্র ভৌমিক


৬৪


জনাব শহীদুল্লাহ্


৬৫


’’ গোলাম মোস্তফা


৬৬


’’ ছিদ্দিকুর রহমান


৬৭


জনাব গোলাম মোহাম্মদ আবদুল বারি


৬৮


’’ আবুল হোসেন


৬৯


বাবু বীরেন্দ্র নারায়ণ চৌধুরী


৭০


জনাব মোতাহারুল ইসলাম


৭১


’’ বাহাউদ্দিন আহম্মদ


৭২


’’ হারিছ আহম্মদ


৭৩


’’ জিল্লুর রহমান


৭৪


’’ মোহাম্মদ ইদ্রিছ


৭৫


বাবু কৃষ্ণ বন্ধু নাথ


৭৬


জনাব আলী হায়দার


৭৭


’’ মোহাম্মদ আবুল বাশার


৭৮


বাবু দেব চন্দ্র দাস


৭৯


জনাব শাহাদাৎ হোসেন ভূঞা


৮০


বাবু গোপাল চক্রবর্তী


৮১


জনাব এম.এ.ওয়ারিশ


৮২


বাবু মনোরঞ্জন শীল


৮৩


জনাব আবদুল হক


৮৪


’’ আজিজুল হক


৮৫


বাবু ব্রজগোপাল ভট্টাচার্যী


৮৬


জনাব রুহুল আমিন


৮৭


জনাব আবদুর রব


৮৮


’’ মফিজ উল্লাহ্


৮৯


’’ আবুল কাশেম


৯০


’’ কাজী আবদুল জলিল


৯১


’’ খোরশেদ আলম ভূঞা


৯২


’’ গোলাম মোস্তফা


৯৩


’’ আবদুল গোফরান


৯৪


’’ মিজানুর রহমান


৯৫


’’ রতন মিয়া


৯৬


কানাই লাল চক্রবর্তী


৯৭


জনাব নুরুল আমিন


৯৮


জনাব ছাদেক হোসেন


৯৯


’’ আবদুল কুদ্দুছ্


১০০


’’ ফজলুল হক ভূঁঞা


চলমান পাতা-০৫

চলমান পাতা-০৫

নং


নাম


কার্যকাল

১০১


’’ সিরাজুল ইসলাম


১০২


’’ রফিক উদ্দিন


১০৩


বাবু প্রাণনাথ রায়


১০৪


জনাব এ.এস.এম.নূরনবী দুলাল


১০৫


’’ আবদুল মতিন চৌধুরী


১০৬


বাবু অনিল চন্দ্র মজুমদার


১০৭


বাবু দীজেন্দ্র লাল সেন


১০৮


জনাব জিয়া উদ্দিন


১০৯


’’ মোহাম্মদ হাবিব উল্লাহ্


১১০


’’ আমিন আহমদ


১১১


মাওলানা সৈয়দ আহম্মদ


১১২


বাবু নরেন্দ্র দত্ত


১১৩


বাবু মনীন্দ্র কুমার চক্রবর্তী


১১৪


জনাব আজহার আলী


১১৫


’’ আবদুল ওহাব খাঁন


১১৬


’’ মোঃ হোসেন


১১৭


’’ মোঃ আবু তাহের


১১৮


বাবু সঞ্জীব চন্দ্র সাহা


১১৯


জনাব মোঃ আনিছুল ইসলাম


১২০


বাবু সুমন্ত কুমার ভেীমিক


১২১


বাবু হরে কৃষ্ণ দাস


১২২


জনাব নুরুল আমিন


১২৩


’’ মোহাঃ ফেরদাউস


১২৪


’’ মোঃ জাকারিয়া


১২৫


’’ মোফাজ্জল হোসেন


১২৬


বাবু ফনীভূষণ ভৌমিক


১২৭


জনাব কাজী শরিফ


১২৮


’’ মিজানুর রহমান


১২৯


’’ গোলাম সরওয়ার


১৩০


’’ মোহাম্মদ মিজানুর রহমান


১৩১


’’ মোজাম্মেল হোসেন


১৩২


জনাবা নাজনীন আক্তার


১৩৩


’’ নূর মোহাম্মদ


১৩৪


জনাবা সখিনা আক্তার

Map of ATATURK MODEL HIGH SCHOOL