Banagram Secondary School

Banagram, Khoksa, 7020
Banagram Secondary School Banagram Secondary School is one of the popular High School located in Banagram ,Khoksa listed under School in Khoksa , High School in Khoksa ,

Contact Details & Working Hours

More about Banagram Secondary School

বিদ্যালয়ের ইতিহাস

স্বাধীনতা লাভের অব্যবহিত পরে, যুদ্ধবিধ্বস্থ , দরিদ্রপীড়িত দেশ ও জনপদের অত্র এলাকার কিছু বরেণ্য ব্যক্তিত্ব মরহুম আমানত আলী বিশ্বাস, মোঃ ময়েন উদ্দিন বিশ্বাস, মরহুম আবুল কালাম আজাদ, মরহুম সামসুদ্দিন আহম্মেদ, মোঃ আকাম উদ্দিন মহদয় এবং এতদঞ্চেল আপামর জনসাধারনের সদিচ্ছা ও আন্তরিক প্রচেষ্টার ফলে বিগত ০১/০১/১৯৭২ ইং সালে অত্র বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। ০১/০১/১৯৭৩ ইং সালে জুনিয়র হাইস্কুল হিসাবে স্বৃীকৃতি প্রাপ্ত হয়েছিল। ০১/০১/১৯৭৫ ইং সালে বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বৃীকৃতি প্রাপ্ত হয়েছিল। প্রধান শিক্ষক সহ অন্যান্য বিদায়ী শিক্ষকগন কৃতিত্বের সহিত বিদ্যালয় পরিচালনা করেছেন তাদের কর্মকালীন উল্লেখ করা হল।

(১) মরহুম হাবিবুর রহমান ( প্রধান শিক্ষক) ০১/০১/১৯৭২ হইতে ৩১/০৩/১৯৮৭ পর্যন্ত।

(২) মধাব চন্দ্র ঘোষ ( সহ প্রধান শিক্ষক ) ১৪/১২/১৯৭৮ হইতে ২৯/০১/২০০৪ পর্যন্ত।

(৩) মরহুম সালমা খাতুন ( সহঃ শিক্ষিকা) ২৯/০৯/২০০১ হইতে ২২/০৮/২০০৪ পর্যন্ত।

(৪) জীতেন্দ্র নাথ বিশ্বাস ( সহঃ শিক্ষক ) ০১/০১/১৯৭২ হইতে ৩০/১২/২০০৮ পর্যন্ত।

(৫) কুমুদ রঞ্জন বিশ্বাস ( পন্ডিত শিক্ষক ) ২৩/০৩/১৯৮৩ হইতে ১৪/০২/২০১২ পযন্ত।

(৬) মোঃ রওশন আলী ( প্রধান শিক্ষক ) ০১/০৮/১৯৮৭ হইতে ০৩/০৩/২০১২ পর্যন্ত।

অদ্যাবধি বিদ্যালয়টি সুনাম ও কৃতিত্বের সাথে পরিচালিত হচ্ছে।

Map of Banagram Secondary School