Bangladesh National Child Parliament BNCP,Tangail

CDC Market,2ed floor,16 Namber Room, Khal Par Rod,, Tangail, 1900 ,Bangladesh
Bangladesh National Child Parliament BNCP,Tangail Bangladesh National Child Parliament BNCP,Tangail is one of the popular Organization located in CDC Market,2ed floor,16 Namber Room, Khal Par Rod, ,Tangail listed under Region in Tangail , Organization in Tangail ,

Contact Details & Working Hours

More about Bangladesh National Child Parliament BNCP,Tangail


দায়িত্ব নেতৃত্ব উন্নতি
বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট (বিএনসিপি) টাঙ্গাইল।

“আমরা আছি তোমাদের সাথে”

পরিচয়:

আমাদের দেশ বাংলাদেশ একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশ।এই স্বাধীন ও গণতান্ত্রিক দেশেরর ভবিষ্যৎ কর্ণধার হচ্ছে নতুন প্রজন্ম।তাই নতুন প্রজন্মকে হতে হবে নেতৃত্বের গুণাবলি সমৃদ্ধ। শিক্ষা,মূল্যবোধ, সময়ানুবর্তীতা, অধ্যবসায়, ধৈর্য,সত্যবাদীতা, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ,পরোপকারী, আত্ননির্ভশীলতা,শালনতা,বিনম্রতা ইত্যাদির গুণাবলি সমৃদ্ধ ব্যক্তিই দেশের নেতৃত্ব প্রদানের যোগ্য। আর একজন যোগ্য ব্যক্তিই পারে সমাজ ও দেশকে নতুন রুপ দিতে।তাই নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে সু-শিক্ষায় শিক্ষিত ও নেতৃত্বের গুণাবলি জাতী হিসেবে।এই চিন্তা চেতনায় প্রতিষ্ঠিত বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট (বিএনসিপি)। যা পরিচালনা নিয়ন্ত্রণ সহ যাবতীয় কার্যক্রম সমাজের নিষ্ঠাবান ব্যক্তিদের পরামর্শে চালিয়ে যাচ্ছে এক ঝাঁক শিশু-কিশোর এবং তরুণ/তরুণী। গণতান্ত্রিক শিক্ষায় উজ্জ্বিবিত হয়ে গঠন করেছে শিশু সরকার।তাদের মধ্যেই রয়েছে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, স্পিকার,মন্ত্রি, প্রতিমন্ত্রী, এমপি,চিপ হুইপ,সংসদ সদস্য, নির্বাচন কমিশনার ইত্যাদি।বিএনসিপি দেশের প্রতিটি জেলাকে প্রদেশ,প্রতিটি উপজেলা কে উপ-প্রদেশ এবং প্রতিটি ইউনিয়ন কে আঞ্চলিক রাষ্ট্র হিসেবে এই তিন টি ধাপে গণতান্ত্রিক উপায়ে শিশু সরকার গঠন করে শিশু-কিশোরদের মাঝে নেতৃত্বের গুণাবলি প্রকাশ করানোর কাজ পরিচালনা করছে।বিএনসিপি শুধু একটি সংস্থা নয়,এটি রাষ্ট্র ও সমাজের শুভ,কল্যাণ ও শ্রেয়োবোধ উন্নয়ন মূলক প্রতিষ্ঠান।নতুন প্রজন্ম নতুন পৃথিবী, চায় তারা এদেশের ভবিষ্যৎ নির্মাতা। তাদেরর রুচি,মেধা,ওমূল্যবোধের ওপরই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ কতটা উজ্জ্বলতর হবে।নিজেকে উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে পারাটাই প্রত্যেকের এক বড় কর্তব্য।তাহলে তারা মেধা, শিক্ষা ও রুচি দিয়ে দেশ,মানুষ ও বিশ্বব মানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারবে শিল্প,সাহিত্য, সংস্কৃতি,খেলাধুলা ও আদর্শ নাগরিক হিসেবে। বিএনসিপি নতুন প্রজন্মের মধ্যে এই মানবিক মূল্যবোধ সঞ্চার করতে চায়।এটি মানবিক মূল্যবোধে উজ্জ্বিবিত মানুষের সম্মিলিত হওয়ার,নিজেকে গড়ে তোলার এবং মানবতার কল্যাণে কাজ করার একটি মঞ্চ।“আমরা জয় করবো নিজেকে,জয় করবো এই দেশকে এই দেশের মানুষকে,এই আমাদের অঙ্গীকার” এই শ্লোগান নিয়ে প্রতিষ্ঠিত বিএনসিপি। সারা দেশেই রয়েছে এর বিস্মৃতি।এটি একটি শিশু অধিকার রক্ষা এবং শিশু-কিশোরদের নেতৃত্ব বিকাশ ও মানসিক উন্নয়নের লক্ষে সু-নাগরিক হিসেবে গড়ে উঠার মাধ্যম।

লক্ষ্য ও উদ্দেশ্য:

সারা দেশের প্রতিটি ছেলে মেয়েদের মধ্যে উত্তম বন্ধুত্বের একটি সম্মেলন মঞ্চ গঠন করা।যার মাধ্যমে ছেলে মেয়েরা শিখবে নেতৃত্ব দেয়া এবং সচেতন হবে নিজেদের অধিকার আদায়ে।
নিজেদেরকে উচ্চ মূল্যবোধসম্পূন্ন করে গড়ে তুলতে সবার মেধা,শ্রম, শিক্ষা, মানব কল্যাণে ব্যায় করা।
পরস্পর বন্ধুত্ব সম্পপর্কে আবদ্ধ হয়ে ও স্বেচ্ছাসেবার মধ্য দিয়ে দেশ এবং মানুষের কল্যাণে কাজ করা।
সৃজনশীল সংস্কৃতি যথাযথ চর্চার মধ্য দিয়ে সংসদ সদস্যদের মন, রুচি ও ব্যক্তিত্বের সুষ্ঠ বিকাশ নিশ্চিত করা।
বন্ধুত্ব সুলভ সম্পর্কের মাধ্যমে ইতিবাচক অনুপ্রেরণা সঞ্চার এবং ভবিষ্যৎ মূখি উদ্যোগে উৎসাহি করে তোলা।
ধর্ম,বর্র্ণ,সম্প্রদায় ও জাতিসত্ত্বা-নির্বিশেষে সবার মধ্যে নিবিড় ভ্রাতিত্ববোধের উন্মোষ ঘটানো।

সাধারণ শর্তাবলি:

যে কোন স্কুলল কলেজের ছাত্র ছাত্রীরা সদস্য হওয়া আবেদন করতে পাররবে।
বয়স হতে হবে ১০থেকে ২০বছর (সংসদসদস্য) এবং ২০+উপ সংসদ সদস্য।
মানুষ সেবা করার মন মানসিকতাথাকতে হবে।
সৎ সত্যবাদী ও পপরিশ্রমী হতে হবে।
অবশ্যই সংগঠন প্রিয় প্রার্থিদের অগ্রাধিকার দেয়া হবে।
ধূমপান মুক্ত হতে হবে।ধুমপান গ্রহণকারী সদস্য হতে পারবে না।
সংগঠনের নিয়ম কানুন মেনে চলতে হবে।

উল্লেখযোগ্য কিছু কার্যক্রম:

শিশু কিশোরদের মাধ্যমে শিশু সরকার গঠন করে পার্লামেন্ট এর মাধ্যমে শিশুদের বিভিন্ন সমস্যা আলোচনা করে তা সমাজের নিষ্ঠাবান ব্যক্তিদের মাধ্যমে সমাধান করা এবং দেশের পরিচালকদের সামসন্যে তুলে ধরা।
শিশুকিশোরদের নেতৃত্বের গুণাবলি বিকাশিত এবং শিশু অধিকার আদায়ে সচেতন করা,শিশু শ্রম বন্ধে এগিয়ে আসা,বাল্য বিবাহ বন্ধধে এগিয়ে আসা,শিশুকিশোরদের মাদকের হাত থেকে রক্ষা করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা,বিভিন্ন শিশুতোষ, শিক্ষা মূলক,সামাজিক,সচেতন মূলক সর্ট ফিল্ম,চলচিত্র,ডকুমেন্টারি, প্রামাণ্য চিত্র,নাটক,মঞ্চ নাটটক,পথ নাটক,গান এবং বিভিন্ন অনুষ্ঠান, সভা সমাবেশশ,মানব-বন্ধন ইত্যাদি সহ সকল প্রকার শিশু-কিশোরদের উন্নয়ন উপযোগী যাবতীয় কার্যক্রম পররিচালনা করা।



National Children’s Save Foundation (NCSF) এর সহযোগি সংগঠন।

প্রধান কার্যলয়
৩৩৩,বাড়ীধারা,নতুন বাজার,ঢাকা-১২২৯ ,বাংলাদেশ।
মোবাইল: +৮৮০১৭৫৯-৪৬৪২৬৬,+৮৮০১৬৮৮-৯০০১২৭

টাঙ্গাইল অফিস
মান্নান প্রিন্টার্স,নিউ মার্কেট,টাঙ্গাইল-১৯০০,ঢাকা,বাংলাদেশ।
মোবাইল:+৮৮০১৭৯৩-৩৯২০৬৯,+৮৮০১৫৩৬-২২৬৫৫৩,

+৮৮০১৯৩০-১৩৯৩৭৯,+৮৮০১৭৬৪-১৮৯৯১১।

Facebook pages :-@BNCP.Org

Map of Bangladesh National Child Parliament BNCP,Tangail