BawaChhara- বাওয়াছড়া

Choto Kamaldaha, Mirsharai, 4320
BawaChhara- বাওয়াছড়া BawaChhara- বাওয়াছড়া is one of the popular Eco Tour Agency located in Choto Kamaldaha ,Mirsharai listed under Lake in Mirsharai , Business service in Mirsharai , Mountain in Mirsharai ,

Contact Details & Working Hours

More about BawaChhara- বাওয়াছড়া

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বাওয়াছড়া একটি পাহাড়ি এলাকা। এখানে আছে নির্মল পানির ঝর্না। এই পানি প্রবাহিত হচ্ছে সবুজের গা বেয়ে। দূর থেকে শোনা যায় ঝরনার পানি পড়ার নূপুরধ্বনি। পাহাড়িয়া সবুজ গাছের সমারোহ অতিথি পাখির কলতান কার না মন জুড়ায়। শিশু থেকে বৃদ্ধ যে কেউ মুগ্ধ হবেন বাওয়াছড়া দেখে। যেন সৌন্দর্যের অপরূপ লীলাভূমি পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে। চট্টগ্রাম শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ছোট কমলদহ বাজার থেকে দেড় কিলোমিটর পূর্বে পাহাড়ের পাদদেশে এ স্পটের অবস্থান। নীল আকাশের বিশালতার নিচে সবুজের সমারোহ। এ যেন প্রকৃতির লীলাখেলা। দুই পাশে থাকা বনাঞ্চলের দিকে তাকালে সহজেই দেখা যাবে অনেক জীববৈচিত্র্য। দেখা যাবে শেষ বিকেলের সূর্যের আলো যখন লেকে পড়ে, তখন দূর থেকে মনে হয় পুরো প্রকল্প যেন একটি পর্যটন কেন্দ্র।
মনোমুগ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের চাদরে ঢাকা প্রকল্পটিতে ঝরনার পানি আছড়ে পড়ছে। চিকচিক বালিতে সকালের মিষ্টি রোদ আলো ছড়ায় আর অস্তগামী সূর্যের লালিমা মাখা অনন- ছায়া ঢেলে দেয় দিগন-জুড়ে। স্বর্ণালি স্বপ্নের মতোই বর্ণালি শোভাঘেরা সৌন্দর্যপিপাসু পর্যটন স্পট। এখানে এলেই বাওয়াছড়ার মনমোহনীরূপ তাদের আকৃষ্ট করবেই। পুরো প্রকল্পটি এত চমৎকার যে সেসব নৈস্বর্গিক দৃশ্য সবারই মন জুড়াবে।
:::যেভাবে যেতে হবে :::
চট্টগ্রাম শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ছোট কমলদহ বাজার থেকে দেড় কিলোমিটর পূর্বে পাহাড়ের পাদদেশে এ স্পটের অবস্থান।

Map of BawaChhara- বাওয়াছড়া