Benapole Paurashava

Benapole, Jessore, 7431 ,Bangladesh
Benapole Paurashava Benapole Paurashava is one of the popular City located in Benapole ,Jessore listed under Community organization in Jessore ,

Contact Details & Working Hours

More about Benapole Paurashava

যশোর জেলার শার্শা উপজেলার বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী বেনাপোল পৌরসভার অবস্থান। ২০০৬ সালের ৫ই জানুয়ারী মোট ০৭ (সাত) টি মৌজা নিয়ে ০৯ (নয়) টি ওয়ার্ডের সমন্বয়ে বেনাপোল পৌরসভা গঠিত হয়। পৌর এলাকায় ০১ (এক) টি সীমান্ত ঘাঁটি ও স্থল বন্দর অবস্থিত। স্থল বন্দর পরিচালনার জন্য রয়েছে বেনাপোল কাষ্টমস হাউস। বেনাপোলের ভারতের দিকের অংশটি পেট্রাপোল নামে পরিচিত। বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থল বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে বেনাপোল স্থল বন্দর ব্যবহৃত হয়। পৌর শহর হতে কলকতা মাত্র ৮০ কিলোমিটার এবং যশোর জেলা শহর মাত্র ৩৬ কিলোমিটার দূরে অবস্থিত। দেশের মোট স্থল বাণিজ্যের ৯০ (নব্বই) ভাগ বেনাপোলের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। পৌরসভা প্রতিষ্ঠার মাত্র ০৪ (চার) বৎসরের মাথায় পৌরসভার মানদন্ড উন্নতির ফলে ০১/১২/২০১০ তারিখ সরকারী প্রজ্ঞাপনের মাধ্যমে পৌরসভাকে ‘গ’ শ্রেণী হতে ‘খ’ শ্রেণীতে উন্নিত হয় এবং ২০-১১-২০১১ তারিখ ‘খ’ শ্রেণী হতে ‘ক’ শ্রেণীতে উন্নীত হয়।

Map of Benapole Paurashava