Bhuigor, Narayanganj

Narayanganj Sadar, Narayanganj, 1400 ,Bangladesh
Bhuigor, Narayanganj Bhuigor, Narayanganj is one of the popular Landmark & Historical Place located in Narayanganj Sadar ,Narayanganj listed under Public places in Narayanganj , Public Places & Attractions in Narayanganj ,

Contact Details & Working Hours

More about Bhuigor, Narayanganj

ভূইগড়, ঢাকার সন্নিকটে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মডেল থানাধীন কুতুবপুর ইউনিয়নে অবস্থিত। নারায়ণগঞ্জ সদরের উত্তরে ও পশ্চিমে ঢাকা জেলা, দক্ষিনে মুন্সীগঞ্জ ও পূর্বে শীতলক্ষ্যা নদী। পশ্চিম সীমানার কিছু অঞ্চল দিয়ে বুড়িগঙ্গা নদী এবং দক্ষিন পশ্চিম অঞ্চলে ধলেশ্বরী নদী প্রবাহিত হচ্ছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদীবন্দর ও প্রাচ্যের ডান্ডি বলে পরিচিত। নারায়ণগঞ্জ সদর উপজেলা রাজধানী ঢাকা থেকে মাত্র ১৬ কিঃমিঃ দূরে দক্ষিণ-পূর্বে ঢাকা শহরের উপকন্ঠে ২৩.৩৩ -২৩.৫৭ অক্ষাংশে এবং ৯০.২৬ -৯০.৪৫ দ্রাঘিমাংসে অবস্থিত।
এ উপজেলার উপর দিয়ে ঢাকা - চট্টগ্রাম, ঢাকা- নারায়ণগঞ্জ মহাসড়ক ও ঢাকা মুন্সিগঞ্জ মহাসড়ক অতিক্রম করেছে। এ উপজেলায় ছোট বড় দুই সহস্রাধিক শিল্প প্রতিষ্ঠান রয়েছে।

আয়তন ও সীমারেখাঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার আয়তন ১০০.৭৪ বর্গ কিঃমিঃ এবং তিনটি পুলিশ ষ্টেশন নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ নিয়ে গঠিত। ইউনিয়ন পরিষদের সংখ্যা ০৭ টি। মোট ওয়ার্ড সংখ্যা ৬৩ টি, গ্রাম ১৩৩টি, মহল্লা ৭৪টি।

Map of Bhuigor, Narayanganj