Chapai Nawabganj-চাঁপাই নবাবগঞ্জ

Chapai Nawabganj Sadar, Nawabganj, 6300 ,Bangladesh
Chapai Nawabganj-চাঁপাই নবাবগঞ্জ Chapai Nawabganj-চাঁপাই নবাবগঞ্জ is one of the popular City located in Chapai Nawabganj Sadar ,Nawabganj listed under City in Nawabganj , Community & Government in Nawabganj , Public places in Nawabganj ,

Contact Details & Working Hours

More about Chapai Nawabganj-চাঁপাই নবাবগঞ্জ

পেজটি খোলা হয়েছে আমাদের চাঁপাই নবাবগঞ্জের ইতিহাস আর সংস্কৃতি সম্পর্কে সারা বাংলাদেশকে জানানো । আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য

আম, কাঁসা, পিতল, লাক্ষা ও রেশমের জন্য বিখ্যাত এবং গম্ভীরা, আলকাপ, মেয়েলী গীতের মতো অনন্য লোকউপাদানে সমৃদ্ধ জেলা চাঁপাইনবাবগঞ্জ। এক সময় এ অঞ্চল ছিল প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের এক উল্লেখযোগ্য জনপদ।
নবাবগঞ্জ অঞ্চলের ইতিহাস খুব প্রাচীন হলেও নবাবগঞ্জ থানা শহর ও মহকুমা শহরের ইতিহাস খুব বেশী দিনের নয়। নবাবগঞ্জ প্রাক্‌ ব্রিটিশ যুগ পর্যন্ত নবাবদের বিহারভূমি হিসেবে পরিচিত ছিল।
১৮৯৯ খ্রিস্টাব্দে নবাবগঞ্জ থানায় উন্নীত হয়। ১৮৭৬ খ্রিস্টাব্দ পর্যন্ত এই অঞ্চল রাজশাহী জেলার অন্তর্ভুক্ত ছিল এবং ১৮৭৬ খ্রিস্টাব্দ থেকে ১৯০৫ খ্রিস্টাব্দ পর্যন্ত বিহারের ভাগলপুর বিভাগের অন্তর্ভুক্ত ছিল। ইতোমধ্যে ১৯০৩ খ্রিস্টাব্দে ১২ জন ওয়ার্ড কমিশনারের সমন্বয়ে নবাবগঞ্জ মিউনিসিপ্যালিটি গঠিত হয়। ১৯০৫ খ্রি. তৎকালীন পূর্ব বাংলা ও আসাম প্রদেশসহ এই অঞ্চলটি আবার রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত হয় এবং তা মালদহ জেলার অন্তর্ভুক্ত থাকে।

Map of Chapai Nawabganj-চাঁপাই নবাবগঞ্জ