Charfesson, Bhola

Bhola, 8300 ,Bangladesh
Charfesson, Bhola Charfesson, Bhola is one of the popular City located in ,Bhola listed under City in Bhola , Public places in Bhola ,

Contact Details & Working Hours

More about Charfesson, Bhola

চরফ্যাশন বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত একটি উপজেলা এবং বাংলাদেশের একটি প্রশাসনিক চরাঞ্চল।

অবস্থান

উপজেলার আয়তন ১১০৬.৩ বর্গ কিলোমিটার। উত্তরে লালমোহন উপজেলা, দক্ষিণে বঙ্গপসাগর, পূর্বে মেঘনা ও শাহবাজপুর চ্যানেল মনপুরা উপজেলা, পশ্চিমে তেতুলিয়া নদী এবং দশমিনা ও গলাচিপা উপজেলা। এটি ভোলা জেলার সবচেয়ে বড় উপজেলা। এখানে রয়েছে অসংখ্য দ্বীপ: চর কুকরী মুকরী, ঢালচর, চর নিজাম, চরপাতিলা ইত্যাদি উল্লেখযোগ্য।

ইতিহাস

১৮৮৫ সাল ১৮৮৭ পর্যন্ত বাকেরগঞ্জ জেলার জেলা ম্যাজিস্ট্রেট জে.এইচ ফ্যাশনের নামানুসারে নামকরণ করা হয়। বিভিন্ন জেলা থেকে দশটি শিক্ষিত পরিবার এবং দশটি উখরাইট পরিবার এনে তিনি এখানে অভিবাসন গড়ে তোলেন। আজও প্রথম গড়ে ওঠা পল্লী দুটি 'ভদ্রপাড়া' ও 'উখরাইট পাড়া' নামে পরিচিত। আমিনাবাদ ও সুনামগঞ্জ ইউনিয়নের মাঝামাঝি স্থানে মুক্তিবাহিনীর ও পাকবাহিনীর মধ্যে এক যুদ্ধে ১১ জন মুক্তিযোদ্ধা হতাহত হয়। ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বসে এই উপজেলার অনেক লোক মারা যায়।

প্রশাসনিক এলাকা

প্রশাসন থানা সৃষ্টি করে ১৯৭০ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮২ সালে। এ থানায় রযেছে ১টি পৌরসভা, ১৯টি ইউনিয়ন ও ১৮০টি ওয়ার্ড।


জনসংখ্যার উপাত্ত

জনসংখ্যা ৩,৪২,০৩৮ জন; পুরুষ ৫১.৪৯%, মহিলা ৪৮.৫১%, মুসলমান ৯৫.৭৩%, হিন্দু ৪.২৫%, অন্যান্য ০.০২%।[তথ্যসূত্র প্রয়োজন]

শিক্ষা ও সংস্কৃতি

শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ২৫.৪%; পুরুষ ৩০%, মহিলা ২০.৮%। কলেজ ৫, মাধ্যমিক স্কুল ২৬, নিম্নমাধ্যমিক স্কুল ২২, মাদ্রসা ৭০, প্রাথমিক বিদ্যালয় (সরকারি) ৭১টি, প্রাথমিক বিদ্যালয় (বেসরকারি) ১০৪টি। উপজেলায় রয়েছে ৭০টিরও বেশি মাদরাসা। উপজেলায় ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, মসজিদ ৭০১টি এবং মন্দির ৫টি।সাংস্কৃতিক সংগঠন ৪টি , ১,শ্রাবণী খেলাঘর আসর ২, সেতুবন্ধন খেলাঘর আসর ৩,দেশ থিয়েটার ৪,মালঞ্চ নাট্যম।

অর্থনীতি

জনগোষ্ঠীর প্রধান পেশাসমূহ কৃষি ৪১.৫১%, মৎস্য ৫.২৮%, ব্যবসা ৭.১২%, কৃষি শ্রমিক ২৫.৮৫%, অকৃষি শ্রমিক ৫.১%, চাকরি ৩.১১%, অন্যান্য ১২.০৩%। এলাকার কুটিরশিল্পের মধ্যে রয়েছে তাঁত, মাদুর তৈরির কাজ, সেলাই কাজ, স্বর্ণকার, কামার,কুমার, ওয়েল্ডিং, কাঠের কাজ ইত্যাদি। হাটবাজার ও মেলা হাটবাজার রয়েছে ৪৫টি। প্রধান রপ্তানি দ্রব্য ধান, মরিচ, ডাল, বাদাম, সুপারি, ইলিশ মাছ এবং চিংড়ি মাছ।

Map of Charfesson, Bhola