Department of History - lalmonirhat Govt.college

Lalmonirhat, 5500 ,Bangladesh
Department of History - lalmonirhat Govt.college Department of History - lalmonirhat Govt.college is one of the popular Public & Government Service located in ,Lalmonirhat listed under Education in Lalmonirhat , Government Organization in Lalmonirhat ,

Contact Details & Working Hours

More about Department of History - lalmonirhat Govt.college

১ জুলাই ১৯৬৪ সালে লালমনিরহাট সরকারি কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ই ইতিহাস বিভাগ তার যাত্রা শুরু করে। কালের পরিক্রমায় ২০১৩-১৪ শিক্ষাবর্ষে বিভাগটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্স চালুর অনুমতি পায় যার স্মারক নং-০৭()জা:বি:/ক:প/৭৪৮৭, তারিখ-১৯ জানুয়ারী ২০১৪। বিভাগটি প্রতিষ্ঠায় কলেজের অধ্যক্ষ প্রফেসর আরজুমান্দ বানু, উপাধ্যক্ষ জনাব মোঃ ইউসুফ আলী এবং বিভাগীয় প্রধান জনাব মোঃ আরমান রহমান-এর ঐকান্তিক প্রচেষ্টা, আগ্রহ ও নিরলস পরিশ্রম কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে সাহায্য করেছে। বিভাগ প্রতিষ্ঠায় বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ সার্বিক সহযোগিতা করেছেন। তার মধ্যে জনাব মোহাম্মদ শাহেদুল হক, জনাব মোঃ আশরাউল হক, জনাব এসএম শাহ আলম, জনাব মোঃ মোজাম্মেল হক, জনাব ফখরুল ইসলাম, জনাব হাসনাত বিন দেলোয়ার, জনাব আব্দুর রশীদ এর অবদান অনস্বীকার্য। বিভাগ প্রতিষ্ঠায় জনাব এবিএম ফেরদৌস এবং জনাব মোঃ আব্দুস সালাম এর প্রচেষ্টা ও আন্তিরিক সমর্থন প্রশংসার দাবীদার। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বিভাগটি ছাত্র-ছা্ত্রীদের মধ্যে আধুনিক চিন্তাধারা ও পাঠদান, একবিংশ শতাব্দীর উপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলা, মুক্তিযুদ্ধের আদর্শ লালন, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে সামগ্রিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বিভাগটির লক্ষ্য ছাত্র-ছাত্রীদের মধ্যে স্বপ্ন বুনে দেয়া যাতে তারা মাথা উচু করে বাংলাদেশের একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে । বিভাগটির চেতনা হচ্ছে ‘‘অসত্যের দাসত্বে আর নয়, আমরা নির্ভীক, সত্য সমাগত’’। সত্য সুন্দর, ছাত্র-ছাত্রীরা যাতে সত্যকে ধারন করে সুন্দর জীবন যাপন করতে পারে, হতাশ না হয় সেই লক্ষ্যে ইতিহাস বিভাগের পথচলা। একটি আধুনিক, দায়িত্বশীল, তথ্য বহুল জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে উঠতে ইতিহাস বিভাগ লালমনিরহাট সরকারি কলেজ আপনার পরামর্শ ও উপদেশ কামনা করে । ইতিহাস বিভাগে আপনাকে সু-স্বাগতম.....

Map of Department of History - lalmonirhat Govt.college