Dewanganj,Jamalpur

Dewanganj, Jamalpur, 2030 ,Bangladesh
Dewanganj,Jamalpur Dewanganj,Jamalpur is one of the popular Home located in Dewanganj ,Jamalpur listed under City in Jamalpur , Community organization in Jamalpur ,

Contact Details & Working Hours

More about Dewanganj,Jamalpur

দেওয়ানগঞ্জ শত্রুমুক্ত দিবস ১৯৭১ সালের ৬ ডিসেম্বর I জামালপুরের দেওয়ানগঞ্জ
উপজেলায় পাকসেনারা দ্বিতীয় দফা
পরাজিত হলে ৬ ডিসেম্বর শত্রুমুক্ত হয়।
এই অঞ্চল ১১নং সেক্টর জেড ফোসের্র
অধীনে যুদ্ধ পরিচালিত হয়ে আসছিল।১৪
নভেম্বর কর্ণেল আবু তাহেরের নেতৃত্বে
কামালপুর শত্রুক্যাম্পে আক্রমন শুরু করলে
পাকসেনাদের মর্টার সেলের আঘাতে
কর্ণেল তাহের বাম পা হারান।
পরবর্তিতে সেক্টর কমান্ডার হিসাবে
উইং কমান্ডার হামিদুল্লাহ খান
দায়িত্ব পালন করেন।তার অধীনে
নিয়মিত ও গণবাহিনীসহ প্রায় ২২
হাজার মুক্তি সেনা ছিল। ৫ডিসেম্বর
উইং কমান্ডার হামিদুল্লাহ খানের
নির্দেশে মুক্তিযুদ্ধের নাসির
কোম্পানীর বীর মুক্তিযোদ্ধারা
দেওয়ানগঞ্জ সদরে প্রতিরোধ গড়ে
তোলেন।দিনরাত সম্মুখ যুদ্ধে প্রাণপণ
লড়াই করে ৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ
এলাকা শত্রুমুক্ত করে।পরে মুক্তিযুদ্ধের
নাসির কোম্পানীর কমান্ডার বীর
মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন
দেওয়ানগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়
মাঠে প্রথম বিজয়ের পতাকা উত্তোলন
করেন।এসময় এলাকার মুক্তিকামী জনতা
আনন্দ উল্লাসে ফেটে পড়ে।
তথ্যসূত্রঃ
স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র,
মূলধারা’৭১,
লক্ষ প্রাণের বিনিময়ে,
মুক্তিযুদ্ধ জাদুঘর,
দৈনিক পাকিস্তান,পূর্বদেশ,দৈনিক
আজাদ ১, ২,৩ ও ৫ ডিসেম্বর ১৯৭১

Map of Dewanganj,Jamalpur