Dhaka Engineering University School

DUET Campus,Joydebpur,Gazipur, Dhaka, 1707 ,Bangladesh
Dhaka Engineering University School Dhaka Engineering University School is one of the popular School located in DUET Campus,Joydebpur,Gazipur ,Dhaka listed under School in Dhaka ,

Contact Details & Working Hours

More about Dhaka Engineering University School

ঢাকা ইজ্ঞিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলটি DUET [বিশ্ববিদ্যালয়] ক্যাম্পাসে প্রতিষ্ঠিত।তাই এই বিদ্যালয়টি 'ডুয়েট স্কুল' নামেও বহুল পরিচিত।এটি সম্পূর্ন ডুয়েট এর অধীনে পরিচালিত।

এর যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে।প্রতিষ্ঠা শুরুতে এটি প্রাথমিক বিদ্যালয় হিসেবে কার্যক্রম শুরু করে।পরবর্তিতে এটি মাধ্যমিক পর্যন্ত বর্ধিত করা হয়।অতপর এটিকে কলেজ পর্যন্ত বর্ধিত করার পরিকল্পনা করলেও ডুয়েটের অভ্যন্তরিন কিছু সমস্যার কারনে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।এখানে উল্লেখ্য যে উক্ত সমস্যাটি বিশ্ববিদ্যালয়ের, স্কুলের নয়।তবে আশা করা যায় খুব শিঘ্রই এই পরিকল্পনার বাস্তবায়ন ঘটবে...

প্রতিষ্ঠার শুরু থেকেই প্রাথমিক স্তরে খুব ভালো ফলাফল করে চলেছে এই বিদ্যালয়টি।এরপর মাধ্যমিক স্তরে বর্ধিত হওয়ার পর থেকেই আশানুরুপ ফলাফল করছে।আমাদের প্রত্যাশা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে...

পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হওয়ায়,এর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অনেক সুবিধাই পেয়ে থাকে।তারা স্কুল জীবনেই বিশ্ববিদ্যালয়ের যাবতীয় বিষয় সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান লাভ করে।যা তাদের ভবিষ্যত গড়ার অনুপ্রেরনা যোগায়।ইজ্ঞিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গড়ে উঠায়,শিক্ষার্থীরা সাইন্স ফিকসন সম্পর্কে অনেক কিছুই প্রত্যক্ষ করে।বিশেষ করে রোবটিক্স সম্পর্কে।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিনোদনের যাবতীয় সুযোগ-সুবিধা রয়েছে এখানে।শিক্ষার্থীদের খেলার জন্য রয়েছে বিশাল খেলার মাঠ।এছাড়া রয়েছে ফুটবল ইন্সটুমেন্ট,ক্রিকেট ইন্সটুমেন্ট,দাবা ইন্সটুমেন্ট,ক্রামবোর্ড,বেডমিন্টন কোর্ট,বাস্কেট বল কোর্ট ইত্যাদি।

লেখাপড়ায় মনোনিবেসের জন্য রয়েছে কমনরুম,লাইব্রেরি ভবন,নিজস্ব ক্যান্টিন...তাছাড়া স্কুলের শিক্ষকগন সকল শিক্ষার্থীর প্রতি বিশেষ নজরদারি করে।এতে শিক্ষার্থীরা পথভ্রষ্ট হতে পারে না।

সর্বোপরি বলা যায়...শিক্ষা নয়,সুশিক্ষা প্রদানই এর মূল লক্ষ্য....

Map of Dhaka Engineering University School