Dhakadakshin Girls' College

Golapganj, Sylhet, Dhakadakshin, Sylhet ,Bangladesh
Dhakadakshin Girls' College Dhakadakshin Girls' College is one of the popular College & University located in Golapganj, Sylhet ,Dhakadakshin listed under University in Dhakadakshin , College & University in Dhakadakshin ,

Contact Details & Working Hours

More about Dhakadakshin Girls' College

ঢাকাদক্ষিণ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ: ঢাকাদক্ষিণ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ ১৯৭২ সালে নিম্নমাধ্যমিক স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রায় ২ একর জমির উপর প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের আংশিক ভূমিদাতা ছিলেন দত্তরাইল গ্রামের হাজী ইয়াকুব আলীর স্ত্রী জাহানারা খানম। এসময় প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন ক্ষীরোদ চন্দ্র দাস পুরকায়স্থ। পরবর্র্র্তীতে ১৯৮৩ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন গোলাম মর্তুজা টুনু মিয়া (রায়গড়)। ১৯৯৫ সালে উচ্চমাধ্যমিক কলেজ পর্যায়ে উন্নিত হলে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন কার্তিক কুমার শর্মা। স্কুল প্রতিষ্ঠায় আফতাব উদ্দিন খান (চাঁন মিয়া), জহির উদ্দিন খান মানিক মিয়াসহ এলাকাবাসী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে ঢাকাদক্ষিণ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন ইসমাঈল আলী। স্কুল ও কলেজ শাখায় ১২’শ শিক্ষার্থী এবং ৩৬ জন শিক্ষক

Map of Dhakadakshin Girls' College